পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

é१७ আকাশে, কত তারা আছে । (पत्रक्लन, अ*, s११ >} | বসায়ারূঢ় হইয়া স্থিরচিত্তে গণিতে প্রবৃত্ত | হইবেন, তিনিই সফল হইবেন । বস্তুত: | দূরবীক্ষণ ব্যতীত যে তার গুলিন দেখিতে পাওয়া যায়, তাহ অসংখ্য নহে —সংখ্যায় এমন অধিকও নহে। তবে তার সকল যে অসংখ্য বোধ হয়, তাহা উহার দৃশ্যতঃ বিশৃঙ্খলতা জন্য মাত্র। যাহা শ্রেণীবদ্ধ এবং বিন্যস্ত, তাহার অপেক্ষ যাহা শ্রেণীবদ্ধ নহে এবং অবিন্যস্ত, তাহ সংখ্যায় অধিক বোধ হয়। তারা সকল” আঞ্চাশে শ্রেণীবদ্ধ এবং বিন্যস্ত নহে বলিয়াই আশু অসংখ্য বলিয়া বোধ হয় । • বস্তুতঃ যত তারা দূরবীক্ষণ ব্যতীত দৃষ্টিগোচর হয়, তাহা ইউরোপীয় জ্যোতির্বিদগণকন্তুক পুনঃ২ গণিত হইয়াছে। বলিন নগরে যত তারা ঐ রূপে দেখা যায়, অর্গেলন্দর তাহার সংখ্যা করিয়া তালিকা প্রকাশ করিয়াছেন। সেই তালিকায় ৩২৫৬টি মাত্র তারা আছে। - পারিস নগর হইতে যত তারা দেখা যায়, হস্বোটের মতে তাহ ৪১৪৬ ৷ টি মাত্র। গেলামির আকাশ মণ্ডল নামক গ্রন্থে চক্ষুদৃশ্য তারার যে তালিকা প্রদত্ত হইয়াছে, তাহা এই প্রকার ; , ১ম শ্রেণী २० ।। ২য় শ্রেণী ... ... ఆ4 | ৩য় শ্রেণী " ... ..., ངེ༠༠ ; ৫ম শ্রেণী ••• . به هد ده ه ৬ষ্ঠ শ্রেণী ••• . . . اه هایدن এই তালিকায় চতুর্থ শ্রেণীর তারার সংখ্যা নাই । তৎসমেত আন্দাজ ৫০০০ পাঁচ হাজার তারা শুধু চক্ষে দৃষ্ট হয়। কিন্তু বিষুর রেখার যত নিকটে আসা যায়, তত অধিক তারা নয়নগোচর হয়। বলিন ও পারিস নগর হইতে যাহা দে খিতে পাওয়া যায়, এ দেশে তাহার অধিক তারা দেখা যায়। কিন্তু এদেশেরও ছয় সহস্রের অধিক দেখা যাওয়া সস্তব পর নহে । এক কালীন আকাশের অৰ্দ্ধাংশ ব্যতীত আমরা দেখিতে পাই না। অপরাদ্ধ অধস্তলে থাকে । সুতরাং মমুয্যচক্ষে এককালীন যত তারা দেখা যায়, তাহা তিন সহস্রের অধিক নহে । এতক্ষণ আমরা কেবল শুধু চক্ষের কথা বলতেছিলাম। যদি দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আকাশ মণ্ডল পৰ্য্যবেক্ষণ করা যায়, তাহা হইলে বিস্মিত হইতে হয়। তখন অবশ্য স্বীকার করিতে হয় যে, তার অসংখ্যই বটে। শুধু চোখে যেখানে দুই একটি মাএ তারা দেখিয়াছি, দূরবীক্ষণে সেখানে সহস্র তারা দেখা যায় ! গেলামী এই কথা প্রতিপল্প করিবার জন্য মিথুন রাশির একটি ক্ষুদ্রাংশের দুইটি চিত্ৰ দিয়াছেন। ঐ স্থান বিনা দূরবীক্ষণে যেরূপ দেখা যায়, প্রথম চিত্রে মচে । তাছাই চিত্রিত আছে। তাহাঙে পাটি; ಪ