পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भङहर्ष, जा, .ייאי i) আহলাদ পূর্ণমুখ দেখিয়, স্বধী—তথাপি বলিতেছ, এ স্বালায় মন পোড়ে কেন ? দুই কথাই কি সত্য ? | সু। দুই কথাই সত্য। আমি তার স্বখে মুখী—কিন্তু আমায় যে তিনি পায়ে ঠেলিলেন, আমায় পায়ে ঠেলিয়া ছেন বলিয়াই তার এত আহলাদ । সূৰ্য্যমুখী আর বলিতে পারিলেন না, কণ্ঠ রুদ্ধ হইল,-চক্ষুভাসিয়া গেল, কিন্তু সূৰ্য্যমুখীর অসমাপ্ত কথার মৰ্ম্ম কমলমণি সম্পূর্ণ বুঝিয়াছিলেন। বলিলেন – “তোমায় পায়ে ঠেলেছেন বলে তোমার অন্তদাহ হতেছে। তবে কেন বল ‘আমি কে ? তোমার অন্তঃকরণের আধ খানা আজও আমিতে ভরা ; নহিলে আত্মবিসর্জন করিয়াও অনুতাপ করিবে কেন ?” সু। অনুতাপ করি না। ভালই করিয়াছি, ইহাতে আমার কোন সংশয় নাই। কিন্তু মরণের ত যন্ত্রন আছেই। আমার মরণই ভাল বলিয়া, আপনার হাতে আপনি মরিলাম। কিন্তু তাই বলিয় মরণের সময়ে কি তোমার কাছে কাৰিন ? সূৰ্যমুখী কাদিলেন। কমল তাহার মাতা আপন হৃদয়ে আনিয়া হাত দিয়া ধরিয়া রাখিলেন। কথায়—সকল কথা ব্যক্রহইতেছিল না-কিন্তুঅস্তরেংকথো नकथम इंदेडविण 'जखम्बर কমলমণি । రివశ বুঝিতেছিলেন যে, সূৰ্য্যমুখী কত দুঃখী অন্তরে২ সূৰ্য্যমুখী বুঝিতেছিলেন যে, কমলমণি র্তাহার দুঃখ বুঝিছেতেন। উভয়ে রোদন সম্বরণ করিয়া চক্ষু মুছিলেন। সূৰ্য্যমুখী তখন আপনার কথা ত্যাগ করিয়া, অন্যান্য কথা পাড়িলেন। সতীশচন্দ্রকে আনাইয়া আদর করি লেন, এবং তাহার সঙ্গে কথোপকথন করিলেন। কমলের সঙ্গে, অনেকক্ষণ পৰ্য্যন্ত সতীশ শ্ৰীশচন্দ্রের কথা কহিলেন । সতীশচন্দ্রের বিদ্যাশিক্ষ, বিবাহ ইত্যাদি বিষয়ে অনেক সুখের কথার আলোচনা হইল। এইরূপ গভীর রাত্ৰি পৰ্য্যন্ত উভয়ে কথোপকথন করিয়া, সূৰ্য্যমুখী কমলকে স্নেহভরে আলিঙ্গন করিয়া, এবং সতীশ চন্দ্রকে ক্রোড়ে লইয়া মুখচুম্বন করিলেন। উভয়কে বিদায় কালীন সূৰ্য্যর চক্ষের জল আবার অসম্বরণীয় | হইল। রোদন করিতে কল্পিতে তিনি সতীশকে আশীৰ্ব্বাদ করিলেন, “বাবা । আশীৰ্ব্বাদ করি, যেন তোমার মামার মত অক্ষয় গুণে গুণবান হও। ইহার বাড়া আশীৰ্ব্বাদ আমি আর জানি না।” সূৰ্য্যমুখী স্বাভাবিক স্বন্ধস্বরে কথা কহিয়াছিলেন, তথাপি তাঁহার কণ্ঠস্বরের • ভঙ্গীতে কমলমণি চমকিয় উঠিলেন। বলিলেন, “বউ তোমার মনে কি হইcङ इ—कि ? बणमा ?” (1 কিছুম্। ... ...丁