পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| कथप**, च, s९९s ) विषक्षे । - $哈拉 আমি অনেক দূর ঘাইব। তোমাকে যে | করিয়া ভাল বিবেচনা কয়, তেমনি কবলিয়া আসিলাম না, তাহার কারণ এই | রিয়া আমার এ সম্বাদ তাহাকে দিও।" যে, তা হইলে তুমি আসিতে দিতে না । । তাছাকে বুঝাইয়া বলিও, যে উাহার উএখন তোমাদের কাছে আমার এই ভিক্ষী | পর রাগ করিয়া-আমি দেশান্তরে চলিযে, তোমরা আমার সন্ধান করিও না। ! লাম না। র্তাহার উপর আমার রাগ | “আর যে তোমার সঙ্গে সাক্ষাৎ হইবে ; নাই ; কখন উাহার উপর রাগ করি নাই | এমত ভরসা নাই। কুন্দনন্দিনী থাকিতে । কখন করিব না। যাঁহাকে মনে হইলেই | আমি আর এদেশে আসিব না—এবং আহলাদ হয় তাহার উপর কি রাগ iমার সন্ধানও পাইবে না। আমি এখন j হয় ? তাহার উপর যে অচলা ভক্তি, পথের কাগ্রালিনী হইলাম—ভিখারিণী , তাহাই রহিল ; যত দিন না মাটীতে | বেশে দেশে দেশে ফিরিব—ভিক্ষা ক- ; এমাট মিশায়, ততদিন থাকিবে । কে- | রিয়া দিনপাত করিব—আমাকে কে চি নন তাহার সহস্র গুণ আমি কখন ভু । নিবে ? আমি টাকা কড়ি লইলে সঙ্গে : লিতে পারিব নু ! এত গুণ কাহারও | লইতে পারতাম, কিন্তু প্রবৃত্তি হইল না। ; নাই। .এত গুণ কাহারও নাই বলিয়াই | আমার স্বামী, আমি ত্যাগ করিয়া চলি আমি তাহার দাসী। এক দোষে যদি | লাম-সোনা রূপ সঙ্গে লইয়া যাইব তাহার সহস্র গুণ ভুলিতে পারিতাম | “তুমি আমার একটি কাজ করিও। তবে আমি তাহার দাসী হইবার যোগ্য আমার স্বামীর চরণে আমার কোটি নহি। তাহার নিকট আমি জন্মের মত কোটি প্রণাম জানাইও । আমি উাহাকে বিদায় লইলাম। জন্মের মত স্বামীর Fপত্র লিখিয়া যাইবার জন্য অনেক চেষ্টা | কাছে বিদায় লইলাম, ইহাতেই জানিতে করিলাম, কিন্তু পারিলাম না। চক্ষের | পরিবে যে, আমি কত দুঃখে সৰ্ব্বতা: | জলে অক্ষর দেখিতে পাইলাম না—কা ; গিনী হইতেছি। - 蘭* গজ ভিজিয়া নষ্ট হইল। কাগজ fr | “তোমারও কাছে জন্মের মত বিদায় | ড়িয়া কেলিয়া আবার লিখিলাম—আ- লইলাম, আশীৰ্ব্বাদ কৰি যে তোমার বার ছড়িলাম, আবার লিখিলাম–কিন্তু | স্বামী পুত্র দীর্ঘজীবী হউক। তুমি চিত্ৰ | আমার বলিবার যে কথা আছে, তাহা সুখী হও। আরও আশীৰ্ব্বাদ করি, যে | কোন পত্রেই লিতে পারলাম না। দিন তুমি ঘামির প্রেমে বঞ্চিত হইবে, কথা বলিতে পারিলাম না বলিয়, ভা- | সেই দিন যেন তোমার আয়ু শেষ হয়।" ছাকে পত্র লেখ হইল না। তুমি যেমন | আমায় এ আশীৰ্ব্বাদ কেহ করে নাই :