পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৪০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

STDSCSCSCSCSCSS ছেন। কিন্তু জ্যোতির্ষিদাভরণ যে রঘুকার কালিদাস প্রণীত এৰিষয় অন্য কোন | গ্রন্থে দেখিতে পাই না । তর্ক বাচস্পতি মহাশয়ের মত পরিপোষক, জ্যোতি । ৰিদাভরণের কতিপয় শ্লোক হইতে | কালিদাসের বিবরণ নিম্নে অনুবাদ ক| রিয়া দিতেছি ;— | “আমি এই গ্রন্থ শ্রীতি স্মৃতি অধ্যয়নে | প্রফুল্লকর এবং ১৮e নগরীসমন্বিত ভারতবর্ষের অস্থগত মালব প্রদেশে বিক্রমীদিত্যের রাজ্যকালে রচনা করিয়াছি। ৭ । শঙ্কু, বররুচি, মণি, অংশুদত্ত, জিষ্ণু, | ত্রিলোচন, হরি, ঘটকপর, অমর সিংহ এবং অন্যান্য কবিগণ র্তাহাঁর সভার }" | সত্য, বরাহ মিহির, ঐত সেন, ঐবাদ রায়ণী, মণিধু, কুমার সিংহ এবং কালিদাস। ! t | আমি ও অপর কএক ব্যক্তি জ্যোতিষ । শাস্ত্রের অধ্যাপক ছিলাম। ৯ । (पवनचक्र, चमt. १९१च् ॥ র্তাহার সৈন্ত অষ্টাদশ যোজন ব্যাপক স্বলে বাস করিত। তন্মধ্যে তিন কোটি । পদাতিক এবং দশ কোটি অশ্বারোহী । ছিল ; এবং ২৪৩০০ হস্তি এবং ৪০০ eee নৌকা সৰ্ব্বদা প্রস্তুত থাকিত। তাহার । সঙ্গে অন্য কোন ভূপতির তুলনা করা অসম্ভব । ১২ ৷ t - তিনি ৯৫ শক নৃপতির সংহার করিয়া পৃথ্বীতলে বিখ্যাত হইয়া, কলিযুগে আপন অবদ স্থাপন করেন এবং তিনি প্রত্যহ মণি, মুক্ত, হুবর্ণ গো অশ্ব, এবং হস্তি দান করিয়া ধর্শ্বের মুখোজ্জ্বল করিতেন। ১৩ । তিনি দ্রাবিড় লতা, এবং গৌড়দেশীয় রাজাকে পরাজিত, গুর্জর দেশ জয়, ধারানগরীর সমুন্নতি এবং কাম্বোজাধিপতির আনন্দ বৰ্দ্ধন করিয়াছিলেন ১৪ : র্তাহার ক্ষমতা ও গুণাবলী ইন্দ্র, অম্বুধি, অমরদ্র, সর এবং মেরুর স্যায় ছিল। ধন্বন্তরি, ক্ষণক, অমর সিংহ, শঙ্কু তিনি প্ৰজাগণের প্রতিপ্রদ ভূপতি ছিলেন বেতাল ভট্ট, ঘটকপর, কালিদাস, ও ও শক্ৰগণ জয় করিয়া দুর্গ পুনঃ প্রদান | সুবিখ্যাত বরাহ মিহির এবং বররুচি ; করত তাহাদিগকে বাধা করিতেন। ১৫ । 1.বিক্রমের নবরত্বের অন্তবত্তী । ১০ । বিক্রমের সভায় ৮৬e শত মাগুলিক | প্রজাবর্গের সুখকর, ও মহাকালের অধিষ্ঠানে সুবিখ্যাত, উজ্জয়িনী নগরী, অর্থাৎ ক্ষুদ্র রাজা আগমন করিতেন এবং তিনি রক্ষা করেন। ১৬! . . তাহার মহাসভায় ১৬ জন বায়ী, ১৯ জন তিনি মহাসমরে রুমাধিপতি শক । s | |

  1. , o

| জ্যোতির্বৈত্ত, ৬ ব্যক্তি চিকিৎসক, নৃপতিকে পরাজয় করুণান্তর বন্ধী রূপে এবং ১৬ ব্যক্তি বোপারগ পণ্ডিত উজ্জ্বয়িনী নগরীতে আনয়ন করত পরে স্বাধীন করেন। ১৭ . . . ... ; بني " "