পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৪০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)•কালিদাস । (बङ्गीर्भिन, चका, $११ : وه .8 তারতম্য বিশেষ বিবেচনা করিয়া দেখি- | তেছে না। সুতরাং এ কালিদাস, আমাবেন, তাহ হইলে জানিতে পারবেন— | দিগের আলোচ্য কবি কালিদাস নহেন। মহাকৰি কালিদাসের লেখনী এ গ্রন্থ কখ- ; আর এক জন কালিদাস পাইয়াছি, তিনি নই প্রসব করে নাই। উহা অপর কোন ; শত্র পরাভব” নামক জ্যোতিষ শাস্ত্র কালিদাস কৃত। তিনি আপন গুণ গরিমা | প্রণেতা। ইহার গণক উপাধি ছিল । বৃদ্ধির জন্য গ্রন্থের অবতরণিকায় আপ- কর্ণেল উইল ফোর্ড বিক্রমাদিত্যনাকে “নবরত্বের” অন্তর্ধর্বত্তী বলিয়া পরি ; সম্বন্ধে "শত্রুঞ্জয় মাহাত্ম্য” হইতে একটি চয় দিয়াছেন। ভাওদাজী কহেন, এই | প্রমাণ উদ্ধৃত করিয়া যে প্রবন্ধ লিখিয়াছেন, দ্বিতীয় কালিদাস বিক্রমাদিত্যের ৭•• তাহাতে কোন প্রমাণিক বিষয় নাই। শত বৎসর পরে বর্তমান ছিলেন ; এবং ; শত্রুঞ্জয়মাহাত্মা জৈন গ্রন্থ।” এই গ্রন্থে বহু প্ৰমাণ দ্বারা স্থির হইয়াছে যে, ইনি ধনেশ্বর সূরি বল্লভীরাজ শিলাদিত্য নৃপজৈন ধৰ্ম্মাবলম্বী। পুন:চ. জিষ্ণু (ব্রহ্ম , তির অমুমতানুসারে শত্রুঞ্জয় পৰ্ব্বতের গুপ্তের পিত) ত্রিমাদিত্যের"রত্বের" মাহাত্মা বর্ণনা করিয়াছেন। তাহাতেলি সঙ্গে একত্রে বর্তমান ছিলেন। ইহাতে ; থিত আছে, “আমার (মহাবীর) তিন প্রতীয়মান হয়, জোতির্বিদাভরণ গ্রন্থ- ! বৎসর পাঁচ মাস এবং পঞ্চদশ দিবস কার উজ্জয়িনী নগরীতে ৬০০ শত খ্ৰীঃ নির্বাণের পরে ইন্দ্র নামক এক জন যে হর্ষ বিক্রমাদিত্য রাজ্য করিয়াছিলেন, ধৰ্ম্ম বিরোধী জন্ম গ্রহণ করিবে। তাতহাকে ভ্রম ক্রমে সম্বৎকর্তা বিক্রমা- হীর পঞ্চমমর খ্যাতি হইবে । তাহার দিত্য স্থির করিয়াছেন এবং ঘট কপূর যে ৪৪৬ বৎসর ৪৫ দিবস পরে বিক্রমার্ক এক জন কবি ছিলেন প্রকাশ আছে, তা- রাজ জন্মগ্রহণ করিয়া জিনের ন্যায় হাতে বোম্বাই প্রদেশীয় পণ্ডিতগণ কহিয়া সিদ্ধ সেন সূরির উপদেশ গ্রহণ করিত, থাকেন, ঘটকপর নামে, কোন কবি পৃথিবীর ভার হরণ করবেন এবং তৎক ছিলেন না। এবং ঘটকপর নামে যে | ত্ত্বক চলিত অব্দ স্থকিত হইয়া, নব অঙ্গ ক্ষুদ্র কাব্য বৰ্ত্তমান আছে, তাহা কালি- | স্থাপিত হইবেক ।” ইহাতে সপ্রমাণ হইদাস কৃত। এক্ষণে দেখা যাইতেছে যে, তেছে, বৰ্দ্ধমান বাপহাবীরের ৪৭০ বৎl:জ্যোতিৰ্ব্বিদাভরণ গ্ৰন্থকার কালিদাসের সর পরে সম্বৎ স্থাপিত হয়। এই প্রমাণ "মহাকবি কালিদাসের ও শক প্রমৰ্দ্ধক কি শ্বেতাম্বর জৈনের গ্রাহ করিয়া থাকেন। কুয়াদিত্যের পরিচয়ের সহিত পরস্পর | মর্ণেল উইল ফোর্ড ও তাঁহার পণ্ডিতগণ অনৈক্য এবং কাল নিরূপণও ঠিক হই- বীর বা বীর বিক্রমকে বিক্রমাদেত্য স্থির