পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৪১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sร๑ . - ইংরাজস্তোত্র । (ৰজার্শদ, জঃ ১২৭৯৷৷ ইংরাজস্তোত্র । (মহাভারত হইতে অনুবাদিত) হে ইংরাজ ! আমি তোমাকে প্রণাম করি। ১ ॥ তুমি নানাগুণে বিভূষিত, সুন্দর কাস্তিবিশিষ্ট, বহুল সম্পদযুক্ত; অতএব হে ইংরাজ ! আমি তোমাকে প্রণাম করি ৷ ২ ৷৷ তুমি হৰ্ত্ত—শক্রদলের ; তুমি কৰ্ত্ত— আইনাদির ; তুমি বিধাতা—চাকার প্রভূ তির । অতএব হে ইংরাজ ! আমি তেলমাকে প্রণাম করি । ৩ ॥ " তুমি সমরে দিব্যাস্ত্রধারী—শিকারে ব পত্রদিতে প্রকাশ —অতএব হে ত্রিগুণা জুক ! আমি তোমাকে প্রণাম করি । ৬ ॥ তুমি আছ, এই জন্যই তুমি সৎ | তোমার শক্রর রণক্ষেত্রে চিত ; এবং তুমি উমেদার বর্গের আনন্দ ; অতএব হে সচ্চিদানন্দ ] তোমাকে আমি প্রণাম করি। ৭ ॥ তুমি ব্রহ্মা, কেননা তুমি প্রজাপতি ; তুমি বিষ্ণু কেননা কমলা তোমার প্র: তিই কৃপা করেন ; এবং তুমি মহেশ্বর, কেননা তোমার গৃহিণী গৌরী । অতএব ল্লমধারী, বিচারাগারে অদ্ধ ইঞ্চি পরি ; হে ইংরাজ ! আমি তোমাকে প্রণাম মিত ব্যাসবিশিষ্ট বেত্ৰধারী, আহারে | করি। ৮ ॥ কঁটি চামচে ধারী ; অতএব হে ইংরাজ ! | আমি তোমাকে প্রণাম করি । ৪ তুমি ইন্দ্র, কামান তোমার বঞ্জ ; তুমি চন্দ্র, ইন্‌কম টেকুশ তোমার কলঙ্ক ; তুমি একরূপে রজপুর মধ্যে অধি ; তুমি বায়ু, রেইলওয়ে তোমার গমন ; ষ্ঠান করিয়া রাজ্য কর ; আর এক রূপে i তুমি বরুণ, সমুদ্র তোমার রাজ্য ; অত পণ্যবীথিক মধ্যে বাণিজ্য কর; আর এক । রূপে কাছাড়ে চার ৮াস কর ; অতএব হে ত্রিমুর্তে ! আমি তোমাকে প্রণাম করি। ৫ ॥ - তোমার সত্ত্বগুণ তোমার প্রণীত এম্বাদিতে প্রকাশ ; তোমার রজোগুণ তোমা .র কৃত যুদ্ধাদিতে একাশ ; তোমার তমে। " তুমি স্মৃতি—মল্লাদি 'ভুলয় গিয়াছি ; গুণ তোমার প্রণীত ভারতবর্ষীয় সম্বদ AMMMAAA S AAAAA SAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA S এব হে ইংরাজ ! আমি তোমাকে প্রণাম করি । ৯ ॥ তুমিই দিবাকর, তোমার আলোকে আমাদের অজ্ঞানান্ধকার দূর হইতেছে ; তুমিই অগ্নি, কেননা সব খাওঁ ; তুমিই যম, বিশেষ আমলা বর্গের । ১০ ॥ তুমি বেদ, আর ঋকুধজুয়াদি মানি না ;