পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৪৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

بما يجيا بينهما -. اعمده جيميونيج شبيهة نة تينية تيه কালে ভূমিসংক্রান্ত যে সকল আইন হইয়াছে, তাহাতে পদে২ প্রজার অনিষ্ট হইয়াছে। প্রতিবারে দুর্বল প্রজার বল হরণ করিয়া আইনকারক বলবান জমীদারের বল বৃদ্ধি-করিয়াছেন। তবে জমীদীর প্রজাপীড়ন না করিবেন কেন ? ইচ্ছাপূর্বক ব্রিটিশ রাজপুরুষেরা প্রজার অনিষ্ট করেন নাই। র্তাহারা প্রজার পরম মঙ্গলাকাঙক্ষী । দেওয়ানী পাইয়া অবধি এ পর্য্যস্ত, কিসে সাধারণ প্রজার 'হিত হয়, ইছাই তাহাদিগের অভিপ্রায়, এবং ইহাই উহাদিগের চেষ্টা । দুর্ভাগ্য ৰশতঃ তাহারা বিদেশী ; এদেশের অবস্থা সবিশেষ অবগ৩ নহেন, সুতরাং পদে২ ভ্ৰমে পতিত হইয়াছেন। ভ্ৰমে পতিত হইয়া এই মহৎ অনিষ্টকর বিধি সকল প্রচারিত করিয়াছেন । কিন্তু ভ্রমবশতই হউক, আর যে কারণেই হউক, প্রজাপীড়ন হইলেই রাজার দোষ দিতে হয়। কিন্তু ইহা অপেক্ষা আর একটি গুরুতর কথা আছে। ইংরাজের দোর্দণ্ড প্রতাপ—সে প্রতাপে সমগ্র আশিয়া খণ্ড সঙ্কুচিত ; তবে ক্ষুদ্রজীবী জমাদারের দোঁরাক্স নিবারণ হয় না কেন ? ৰহুদুরবাসী অবিসিনিয়ার রাঙ্গ জন কয়েক ইংরাজকে পীড়ন করিয়াছিলেন বলিয়, প্তাহার রাজ্য লোপ হইল। আর রাজপ্রতিনিধির জটালিকার ছায়াতলে লক্ষং প্রজীয় উপর, পীড়ন হইতেছে, তাহার কোন वनप्नप्*द्र झषक । • (चक्रवनन, kनौः, १९१st) প্রতীকার হয় না কেন ? জমীদার প্রজা ধরিয়া আনিতেছেন, কয়েদ করিতেছেন, মারিয়া টাকা আদায় করিতেছেন, তাহার ফশল লুটিতেছেন, ভূমি কাড়িয়া লইতে ছেন, সৰ্ব্বশ্বাস্ত করিতেছেন,তাহার প্রতিকার হয়না কেন ? কেহ বলিবেন, তাহার জগু রাজপুরুষের আইন করিয়াছেন, আদালত করিয়াছেন, তবে গভর্ণমেণ্টের ক্রটি কি ? আমরাও সেই কথা জিজ্ঞাসা করি। আইন আছে—সে আইনে অপরাধী জমীদার দগুনীয় হনন কেন ? আদালত অাছে—সে আদালতে দোষী জমীদার চিরজয়ী কেন ? ইহার কি কোন উপায় হয় না ? যে আইনে কেবল দুর্বলই দণ্ডিত হইল, যাহা বলবানের পক্ষে খাটিল না—সে আইন আইন কিসে? যে আদালভের বল কেৰল দুৰ্ব্বলের উপর, বলবানের উপর নহে, সে আদালও আদালত কিসে ? শাসনদক্ষ ইংরাজের কি ইহার কিছু স্থৰিধি করিতে পারেন না ? যদি না পারেন, ওৰে কেন শাসনক্ষতার গর্ব कtबन ? यनि. পারেন, তবে মুখ্য কৰ্ত্তব্য সাধনে অবহেলা করেন, কেন ? আমরা এই দীন হীন ছয় কোটি বাঙ্গালি কৃক্ষের জন্ম তাহাদিগের নিকট বুক-কঙ্গে রেগন করিতেছি- উহাদের মঙ্গল ইউৰ - ইংৰাজ মহা সৰু উৰু -গঙ্কর নিরুপায় কৃষকের প্রতি দৃষ্টিপাত করুন।