পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৪৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(वत्रनलम, ८*ोt, s९** ) প্রাপ্ত গ্রন্থের সংক্ষিপ্ত সমালোচন । . 8byξ) বিরাজিছে তোরণপার্শ্ব শোভিরা প্রভিন্ন স্থপত্তি বন্ধ শৃঙ্খলে। সমীপৰঞ্জী পট মণ্ডপে স্থিত, প্রযত্নতঃ রক্ষকবর্গ সেৰিত, বনায়ু দেশী কত শুক্ল ঘোটকে গভীর ছেযায় খনে স্কুরে ক্ষিতি । | জ্ঞানাঙ্কুর । সাহিত্য দর্শন বিজ্ঞান | ইতিহাস সম্বন্ধীয় মাসিক পত্র। রাজ| শাহী, বেয়ালিয়। রাজশাহী প্রেস। এই পত্র খনির কলেবর দেখিয়া অনেকের ভূক্তির অভাব জন্মিৰে । মন্দ কাগজে মন্দ ছাপা, দেখিয়া অশ্রদ্ধা | হইবে, কিন্তু যে পরিমাণে অশ্রদ্ধা হইবে, ভিতরে পড়িয়া সেই পরিমাণে ভক্তি এবং সুখের উদয় হইবে। যদি অন্যান্ত সংখ্যা প্রথম সংখ্যার তুল্য হয়, তবে ইহা যে বাঙ্গালা পত্রের মধ্যে একখানি অত্যুৎকৃষ্ট পত্র হইবে, তদ্বিষয়ে কোন সংশয় নাই। দেখা যাইতেছে যে, লেখকের কৃতবিদ্য, চিন্তাশীল, এবং লিপিপটু। ভরসা করি, পত্র খানি স্থায়ী হইবে । অধ্যক্ষকে আমরা অনুরোধ করি যে, পত্র খানি কলিকাতায় ছাপাইবেন । সুন্দরীকে জীর্ণ মলিন বসনাবৃত দেখিলে যেরূপ কষ্ট হয়, জ্ঞানাঙ্কুর দেখিয়া আমাদেয় সেই कछे इर्देभ्रांtइ । · · - .ইহার মধ্যে একটি প্রবন্ধ ইংরাজিতে | রাগাধ্যায় বিষয়ক অংশ ক্রযুক্ত বাৰু | কেন ? কান্ট - দর্শন বাঙ্গালায় লেখা নিতান্ত কঠিন, ইহা স্বীকার করি। কিন্তু | আমরা বলি, যে আমরা বাঙ্গালী, | বাঙ্গালীর জন্ত লিখিতেছি। যদি বাঙ্গালায় | কান্ট দর্শন বুঝাইয়া লিখিতে পারি, লিখিব, বাঙ্গালায় বুঝইয়া লিখিতে | না পারি, লিখিব না । এরূপ প্রবন্ধ যে | ইংরাজিতে লিখিবার কোন প্রয়োজন | নাই, এমন আমরা বলি না। কিন্তু ভেলা । মাথায় তেল দেওয়া, এখন দুদিন থাক । যাহাঁদের রুক্ষ কেশ, তাহদের জন্ত | জাগে তৈলের, কুলান করিয়া উঠা | यांउँछक !. বীরাঙ্গন উপাখ্যান । শ্ৰীচন্দ্রনাথ | বন্দ্যোপাধ্যায় প্রণীত। ভবানীপুর । । এই ক্ষুদ্র গ্রন্থে কয়েকটি কাব্যেতি | হাস কীৰ্ত্তিত, এবং কয়েকটি আধুনিক | স্ত্রীলোকের চরিত্র সংক্ষেপে লিখিত হইয়াছে। এই গ্রন্থ সম্বন্ধে আমাদের | কিছুই বক্তব্য নাই । . . সঙ্গীত রত্নাকর। শ্ৰীযুত বাবু নবীন | চন্দ্র দত্ত প্রণীত। বহু যত্ন এবং | পরিশ্রম সহকারে এই গ্রন্থ খানি সঙ্কলিত হইয়াছে ; তজ্জন্য আমরা গ্রন্থকারকে ধন্যবাদ দিতেছি । গ্রন্থকারের পিতা | ॐौदूख बांबू शैमनांथ नएसब्र थकाँहैड ঈশানচন্দ্র মুখোপাধ্যায়ের সাহায্যে. গ্রন্থকারের নিজ অনুসন্ধান দ্বারা নানা ।