পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিষবৃক্ষ । (बन्नमर्थब, मांs. ३९१al)' Фt o e রামকৃষ্ণ । তিনি শ্রাবণ মাসে এখানে আসিয়াছিলেন। ভাদ্র মাসে গিয়াছেন । 曦 নগেন্দ্র । ভাল, এ গ্রামে হরমণি বৈষ্ণবীর বাড়ী কোথায়, আমাকে কেহ দেখাইয়া দিতে পারেন ? রামকৃষ্ণ । হরমণির ঘর পথের ধারেই ছিল । কিন্তু এখন আর সে ঘর নাই । সে ঘরে আগুন লাগিয়া পুড়িয়া গিয়াছে। নগেন্দ্র আপনার কপাল টিপিয়া ধরিলেন। ক্ষীণতর স্বরে জিজ্ঞাসা করিলেন, & - “হরমণি কোথায় আছে?” . রামকৃষ্ণ । তাহাও কেহ বলিতে পারে না। যে রাত্রে তাহার ঘরে আগুন লাগে, সেই অবধি সে কোথায় পালাইয়া গিয়াছে । কেহ২ এমনও বলে যে, সে আপনার ঘরে আপনি আগুন দিয়া পালাইয়াছে.। - . নগেন্দ্র ভগ্নস্বর হইয়া কছিলেন, “তাহার ঘরে কোন স্ত্রীলোক থাকিত ?” | রামকৃষ্ণ রায় কহিলেন, “না ; কেবল পীড়িত হইয়া আসিয়া ভাষার বাড়ীতে ছিল। সেটিকে ব্রহ্মচারী কোথা হইতে জানিয়া তাহার বাড়ী রাখিয়াছিলেন। শুনিয়াছিলাম, তাহার নাম সুর্যমুখী । .ষ্ট্রীলোকটি কাশরোগ , গ্রস্ত ছিল— ಸ್ತ್ರ তাছার চিকিৎসা করি। প্রায় শ্রাবণ মাস হইতে একটি বিদেশী স্ত্রীলোক | সূর্যমুখী গৃহত্যাগ করিয়াছিলেন; সেই | আরোগ্য করিয়া তুলিয়াছিলাম—এমন সময়ে—” = a * নগেন্দ্র হাপাইতেই জিজ্ঞাসা করিলেন, “এমন সময় কি—?” রামকৃষ্ণ বলিলেন, “এমন সময় হরবৈষ্ণবীর গৃহদাহে ঐ স্ত্রীলোকটি পুড়িয়া মরিল |” নগেন্দ্র নাথ চৌকি হইতে পড়িয়া গেলেন। মস্তকে দারুণ আঘাত পাইলেন। সেই আঘাতে মুচ্ছিত হইলেন। কবিরাজ । তাহার শুশ্রুষায় নিযুক্ত হইলেন। | বঁচিতে কে চাহে ? এ সংসার বিষময়। বিষবৃক্ষ সকলেরই গৃহ প্রাঙ্গণে । কে ভাল বাসিতে চাহে ? সে আপনার | হৃৎপিণ্ড ছিন্ন করিয়া দগ্ধ করুক। কেন, বিধাতঃ ! এ সংসার স্বখের কর নাই ? তুমি ইচ্ছাময় ; ইচ্ছা করিলে সুখের সংসার স্বজিতে পারিতে । সংসারে এত দুঃখ কেন ? _ অষ্টাত্রিংশত্তম পরিচ্ছেদ । এতদিনে সব ফুরাইল | “এত দিনে সব ফুরাইল।” সন্ধ্যাকালে যখন নগেন্দ্র দত্ত মধুপুর হইতে পালকিতে উঠিলেন, তখন এই কথা মনেই বললেন, I “আমার এত দিনে সব ফুরাইল ।” কি ফুরাইল, মুখ ? তা ত যে নি