পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& S e বিষবৃক্ষ। চণ্ডাল নিশ্চিত মনে বুঝিল যে, এ কাহার প্রাণ বিনাশ করিবে । কিন্তু পঞ্চাশ টাকার লোভ সম্বরণ করিতে পরিল ন| বিষ বিক্রয়ে স্বীকৃত হইল । হীরা গৃহ হইতে টাকা অনিয়া চণ্ডালকে দিল । চণ্ডাল তীব্র মানুষখাতী হলাহল | कांशtख भूक्लिग्न शैब्रांएक निष्ठा । शैब्रां গমনকালে কহিল, “দেখিও, এ কথা কাহারও নিকট প্রকাশ করিওন!—তাহ হইলে আমাদের উভয়েরই অমঙ্গল।" চণ্ডাল কহিল, “মা ! আমি তোমাকে চিনিও না।” হীরা তখন নিঃশঙ্ক হইয় গৃহে গমন করিল। গৃহে গিয়া, বিষের মোড়ক হস্তে করিয়া অনেক রোদন করিল। পরে চক্ষু মুছিয়া, মনে২ কহিল, “আমি কি দোষে বিষ খাইয়া মরিব ? যে আমাকে মারিল আমি তাহাকে না মারিয়া আপনি মরিব কেন ? এ বিষ আমি খাইব না। যে আমার এ দশা করিয়াছে, হয় সেই ইহা খাইবে,নহিলে তাহার প্রেয়সী কুন্দনন্দিনী ইহা ভক্ষণ করিবে। ইহাদের এক একচারিংশত্তম পরিচ্ছেদ । হীরার তায়ি ।

  • . “হীরায়.আফ্রি বুড়ী।

• গ্বেরের ঝুড়ি। জনকে মারিয়া, পরে মরিতে হয়, মরিব ।” हैंtछै२ ७ज़ि । #াতে ভাঙ্গে মুড়ি। कैंठांग थांब cनक्लबूक्लि ।” হীরার আয়ি লাঠি ধরিয়া গুড়ি২ যাইতেছিল, পশ্চাৎ২ বালকের পাল, এই | অপুর্ব কবিতাটি পাঠ করিতে২, করতালি দিতে২, এবং নাচিতে২ চলিয়াছিল। এই কবিতাতে কোন বিশেষ নিন্দার কথা ছিল কি না, সন্দেহ–কিন্তু হীরার আয়ি বিলক্ষণ কোপবিশিষ্ট হইয়াছিল। সে বালকদিগকে যমের বাড়ী যাইতে অনুজ্ঞা প্রদান করিতেছিল—এবং | তাহাদিগের পিতৃপুরুষের আহারাদির বড় | অস্থায় ব্যবস্থা করিতেছিল। এই রূপ প্রায় প্রত্যহই হইত। নগেন্দ্রের দ্বারদেশে উপস্থিত হইয়৷ হীরার আয়ি বালকদিগের হস্ত হইতে নিষ্কৃতি পাইল । দ্বারবানদিগের ভ্রমরকৃষ্ট শ্মশ্ররাজি দেখিয়া তাহারা রণে | ভঙ্গ দিয়া পলাইল। পলায়ন কালে কোন বালক বলিল ;– রামচরণ দোৰে, o সঙ্ক্যাবেল শোবে; – চোর এলে কোথায় পলাবে ? কেহ বলিল ;— রামসিং পাড়ে, বেড়ার লাঠি ঘাড়ে, . -> চোর দেখলে দৌড়মারে পুকুরের পীড়ে । .a. ہے. ہیمی ----ده------