পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•* -ബ്-ബ= কহিল, “চেন না নেকি ? !". Ο 89' বিষবৃক্ষ। | راه ۹ داد :۹rra, ri) | করিতেছে। কেহ বা তাহার পূর্ব পরিত্যক্ত অলঙ্কার সকল পরাইভেছে । সূৰ্য্যমুখী সকলের সঙ্গে মধুর কথা কহিতেছেন–কিছু লজ্জিত, একটু২ সাপরাধিনী হইয়া মধুর হাসি হাসিতেছেন। তাহার গণ্ডে স্নেহমুক্ত অশ্রু পড়িতেছে। সূৰ্য্যমুখী মরিয়াছিলেন, তিনি আসিয়া আবার গৃহমধ্যে বিরাজ করিতেছেন, মধুর হাসি হাসিতেছেন, ইহা দেখিয়াও হীরার হঠাৎ বিশ্বাস হইল না। হীরা অফ টুম্বরে একজন পৌরস্ত্রীকে জিজ্ঞাসা করিল, “ই গা, কেগা ?” কথাকৌশল্যার কানোগেল। কৌশল্য। আমাদের ঘরের লক্ষী আর তোমার যম।” কৌশল্য, ! অত দিন হীরার ভয়ে চোরের মত ছিল, আজি দিন পাইয়া ভালমতে চোখ ঘুরাইয়া লইল । বেশবিদ্যাশ সমাপ্ত হইলে, এবং সকলের সঙ্গে আলাপ কুশল শেষ হইলে, সূর্যমুখী কমলের কানে২ বলিলেন, “চল, তোমায় আমায় একবার কুন্দকে দেখিয়া আসি । সে আমার কাছে কোন দোষ করে নাই—বা তাহার উপর আমার রাগ নাই। সে আমার এখন কনিষ্ঠা ভগিনী।” কেবল কমল ও সূৰ্য্যমুখী কুন্দের সম্ভাষণে গেলেন। অনেক ক্ষণ তাহদের বিলম্ব হইল । | } শেষে কমলমভিয়নিক্লিষ্ট বদনে কুন্দের ঘর হইতে বাহির হইলেন । এবং অতি- 1 ব্যস্তে নগেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন। } নগেন্দ্র আসিলে, বধুরা ডাকিতেছে বলিয়া' র্তাহাকে কুন্দের ঘর দেখাইয়া দিলেন। নগেন্দ্র তন্মধ্যে প্রবেশ করিলেন। দ্বারে সূৰ্য্যমুখীর সঙ্গে সাক্ষাৎ হইল । সূৰ্য্যমুখী রোদন করিতেছিলেন। নগেন্দ্র জিজ্ঞাসা করিলেন, “কি হইয়াছে ?” সূৰ্য্যমুখী বলিলেন, “সর্বনাশ হইয়াছে। আমি এতদিনে জানিলাম, তামার কপালে এক দিনেরও মুখ নাই—নতুন আমি আবার সুখী হইবা মাত্রেই এমন সৰ্ব্বনাশ হইবে কেন ?” নগেন্দ্র ভীত হইয়া জিজ্ঞাসিলেন “কি হইয়াছে ?” সূৰ্য্যমুখী পুনরপি রোদন করিয়া কহিলেন, “কুন্দকে আমি বালিকা বয়স | হইতে মানুষ করিয়াছি ; এখন সে আমরি ছোট ভগিনী, বহিনের স্যায় তাহাকে আদর করিব সাধ করিয়া আসিয়াছিলাম । আমার সে সাধে ছাই পড়িল। কুন্দ বিষপান করিয়াছে ।” নগেন্দ্র। সে কি ? সু। তুমি তাহার কাছে থাক—আমি ডাক্তার বৈদ্য আনাইতেছি। এই বলিয়া সূর্যমুখী নিষ্ক্রান্ত হইলেন। নগেন্দ্র একাকী কুন্দনন্দিনীর নিকটে গেলেন।" * নগেন্দ্র প্রবেশ করিয়দেখিলেন, কুন্দ------------------------ =పా