পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৬০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

TSLASAAL0LSAAAAAA

দুই শ্রেণীতে বিভাগ করেন। বাঙ্গালাতে তাহার রিশেষ কোন নাম নাই, তবে অভিনব অঙ্ক পুস্তক প্রণেতাগণ এক শ্রেণীর প্রতি “অবচ্ছিন্ন” এবং অস্তোব প্রতি অনবচ্ছিন্ন” নাম প্রয়োগ করিয়াছেন। ফলতঃ নাম যাহাই হউক, শ্রেণীদ্বয়ের লক্ষণ এই ষে, ১, ২, ৩ ইত্যাদি ংখ্যাগুলি যখন কোন পদার্থ বিশেষের ংখ্যা বলিয়া প্রকাশিত হয়, যেমন ৫ টাকা, ৭ পয়সা, ১২টা কলম, তখন উহ্য অবচ্ছিন্ন সংখ্যা নামে একটা পৃথক শ্রেণী রূপে গণ্য হয়, এবং যখন কোন পদার্থ বুঝায় না—নিরবচ্ছিন্ন সংখ্যাই ব্যক্ত করে, যেমন পাচ আর সাতে বারো, তখন সেই সংখ্যাগুলি অনবচ্ছিন্ন সংখ্যা নামে দ্বিতীয় শ্রেণীর মধ্যে পরিগণিত হয়। ' -

অবচ্ছিন্ন সংখ্যার মধ্যে কতকগুলির বিশেষ২ ভাগ নির্দিষ্ট আছে যথা, দণ্ড, পল, বিপল ; মন, সের, পোয়, ছটাক, কঁাচ্চা ; টাকা, আনা, পয়সা, পাই ইত্যাদি। যে সকল সংখ্যার দ্বারা এগুলি | | প্রকাশিত হয় তাহার নামপ্লি"। তক্রপ অনবচ্ছিন্ন রাশির ভাগ-প্রকাশ করিবার নিমিত্ত ইংরাজিতে সামান্ত ও

  • & 8 বাঙ্গালা ভগ্নাংশ । (वत्रगर्भव, tध्ज. १९१०)

বাঙ্গালা ভগ্নাংশ fr গণিত শাস্ত্রবেত্তার সংখ্যা মাত্রকে | দশমিক ভগ্নাংশ নামক সঙ্কেত প্রচলিত T আছে। প্রয়োজন মতে এই সঙ্কেত মিশ্ররাশি প্রকাশার্থেও ব্যবহৃত হইয়া থাকে। মিশ্ররাশি ভিন্ন অন্য স্থলে অবচ্ছিন্ন সংখ্যার অংশ প্রকাশের তাদৃশ আবশ্বকতা উপস্থিত হয় না, যেমন । আধখানা কেদার। কিন্তু ইচ্ছা করিলে এরূপ স্থলেও উল্লিখিত সঙ্কেত নিযুক্ত। করিতে পারা যায় । বাঙ্গালাতে অনবচ্ছিন্ন রাশি ভাগের সঙ্কেত কি ? সচরাচর দেখিতে পাওয়া যায় যে, মিশ্ররাশি প্রকশ করিবার জন্য বাঙ্গালাতে দুই প্রণালী অবলম্বিত হয়। তন্মধ্যে একটিতে পণ, চেক, গণ্ড নামক সাংঙ্কেতিক চিহ্ন ব্যবহৃত হইয়া থাকে, যথা, এক মন বারো সের সাত ছটাক লিখিতে হইলে ১২le/e এইরূপ অঙ্ক পাত করিতে হয়, আর ৩ বৎসর ৫ মাস ৭ দিন অথবা ৭দও ১২ পল ৩ রিপল লিখিতে হুইলে ক্ৰমান্বয়ে “ ৩৫৭ ” দিন এবং “৭৷১২৩” ৰিপল লিখিতে জয় । এরূপ তাঙ্ক লিখিবার ইংরাজি ‘প্রণালী | এই যুগ্ন, “১ ম—১২ সে—৭ ছ” 4. శ్లో - –দিন” এবং “৭ দ وعيون تيه تقنة ১২ প4ঃৰি।” ... - - தி த், ! e =dom WM-SF