পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৬৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| (पक्कर्णन, tsi.s२१० !) দত্তের কন্য, এই বাড়ীতে থাকি। আপনাকে প্রোতঃপ্রণাম—আপনার কুমু| नैिौद्ा भष्झल् उ ?” * . . . . তিনি অবাক হইলেন।. আমাকে দেখিয়াই যে র্তাহার আহলাদ হইল, তাহা বুঝিতে পারিলাম বলিলেন : “এ আবার কোন রঙ্গ কুমুদিনী ? তুমি এখানে কোথা হইতে ?” - আমি বলিলাম, কুমুদিনি আমার আর একটি নাম। তুমি বড় গোবর গণুেশ, তাই এত দিন আমাকে চিনিতে পার নাই। কুিন্তু তোমাকে যখন রাম রাম দত্তের বাড়ী ভোজন করিতে দেখিয়াছিলাম, আমি তখনই তোমাকে চিনিয়ছিলাম। নচেৎ সে দিন তোমার সঙ্গে সাক্ষাৎ করিতাম না। .প্রাণাধিক— আমি কুলটা নহি ।” . گیر তিনি একটু আত্ম বিস্মৃতের মত হইলেন। পরে জিজ্ঞাসা করিলেন, তবে এতদিন এত ছলনা করিয়াছিলে কেন ?” - - - - ভূমিবললাম, “তুমি প্রথম সাক্ষাতের | জম্বাই এই খানি লেখাইয়া লইয়াঞ্ছি। | হয়, আমি তোমার উঠান বাট দিয়া | করিলাম ।

  • . গৃহিণী হইবে, छ्लः'।” -

| नि বলিয়াছিলে যে তোমার স্ত্রীকে ... সমাপ্ত। পাইলেও গ্রহণ করিবে না। নচেৎ সেই | দিনেই পরিচয় দিতাম।” দান পত্ৰখানি আমার অঞ্চলে ধিয়া জানিয়ছিলাম। তাহা খুলিয়.দেখাইয়া বলিলাম, “সেই রাত্রেই আমি প্রতিজ্ঞা করিয়াছিলাম ধে | হয় তুমি আমায় গ্রহণকরিবে নচেৎ আমি, প্রাণত্যাগ করিব।” সেই প্রতিজ্ঞা রক্ষায় | কিন্তু ইহা আমি ভাল করি নাই। তোমার | সঙ্গে শঠতাকরিয়াছি । তোমার জভিরুচি হয়, আমার গ্রহণ কর ; না অভিরুচি | খাইব—তাহা হইলেও তোমাকে দেখিতে পাইব, দান পত্র আমি এই নষ্ট এই বলিয়া সেই “দান পত্র তাহার' সম্মুখে খণ্ড২ করিয়া ছিন্ন করিলাম। . তিনি গাত্ৰোখান করিয়া—আমাকে ী আলিঙ্গন করিলেন। বলিলেন, “তুমি! আমার সর্বস্ব । তোমায় ত্যাগ করিলে | আমি প্রাণে মরিব । তুমি আমার গৃহে ।