পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিষবৃক্ষ । o tvrsta, ča: sa 4s i i কারস্থের কালে কুৎসিত কন্যা পাওয়া গেল। কিন্তু স্বৰ্যমুখী তারাচরণকে ভ্রাতৃবং ভাবিতেন, ! কি প্রকারে ইতর লোকের কন্যাকে ভাইজ | বলিবেন, এই ভাবির তাহাতে সক্ষত হন | नरे। কোন তন্দ্র কারস্থের স্বরূপ কন্যার । সন্ধানে ছিলেন, এমত কালে নগেঞ্জের পত্রে কুন্দনন্দিনীর রূপগুণের কথা জানিয়া তাহারই | সঙ্গে তারাচরণের বিবাহ দিবেন, স্থির করিলেন । সপ্তম পরিচ্ছেদ । পদ্মপলাশলোচনে ! তুমি কে ? কুন্দ, নগেন্দ্র দত্তের সঙ্গে গোবিন্দপুরে আইল । কুন্দ, নগেন্দ্রের বাড়ী দেখিয়া | অবাক হইল, এত বড় বাড়ী সে কখুন দেখে { নাই। তাহার বাহিরে তিন মহল, ভিতরে তিন মহল । এক একটী মহল এক একট | বৃহৎ পুরী। প্রথমে, যে সদর মহল, তাহাতে এক লোহার ফটক দিয়া প্রবেশ কবিতে হয়, তাহার চতুঃপাশ্বে বিচিত্র উচ্চ লোহাব রেইল i } ফটক দিয়া তৃণশূন্য, প্রশস্ত, রক্তবর্ণ, স্বনিৰ্ম্মিত পথে যাইতে হয় । পথের দুই পার্থে, গোগণেব মনোরঞ্জন, কোমল নবকৃপবিশিষ্ট দুই থও ভূমি । তাঁহাতে মধ্যে মধ্যে মণ্ডলাকারে সম্মুখে, বড় অতি প্রশস্ত ! গোপানারোহণ করি। তাছাতে উঠিতে হয়। তাহার বারেওয়েবড় বড় মোটা টেড থাম ; হর্গ্যতল মর্শ্বরপ্রস্তরাবৃত। জালিশার উপরে, মধ্যস্থলে এক মৃগয় বিশাত্ব সিংহ জটা ബ বামে ও দক্ষিণে হুই সারি এক তালা কোঠা • বিলৰিত করি, লোল জিহুৱা বাছির করি } আছে। এইটি নগেন্ধের বৈঠকখান : তৃণপুষ্পময় ভূমিখণ্ডদ্বয়ের দুই পাশ্বে, অর্থাৎী এক সারিতে দপ্তরখানা ও কাছারি। আর সারিতে তোষাখান এবং ভূত্যবর্গের । বাসস্থান। ফটকের দুই পার্শ্বে দ্বার রক্ষক- | দিগের থাকিবার স্বৰ। এই প্রথম মহলের । নাম “কাছারি বাড়ী।” উক্টার পাশে পূজার | বাড়ী।” পুজার বাড়ীতে রীতিমত বড় | পূজার দালান ; আর তিন পার্থে প্রথামত । দোতালা চক বা চত্তর । মধ্যে বড় উঠান: | এ মহলে কেহ বাস করে না। দুর্গোৎসবের | সময়ে বড় ধুমধাম হয়, কিন্তু এখন উঠানে | টালিব পাশ দিয়া ঘাস গজাইতেছে , দালান, দরদালান পায়রায় পূরিক্স পড়িয়াছে.. কুঠারীসকল, আসবারে জ্ঞা-চাৰি বন্ধ। তাহার পাশে ঠাকুরবাড়ী। সেখানে বিচিত্র । দেবমন্দিব ; স্বনার প্রস্তরবিশিষ্ট, “নাটমন্দির," | তিন পাশে দেবতাদিগের পাকশাল, পূজারিদিগের থাকিবার ঘর, এক অতিথিশালা। । সে মহলে লোকের অভাব নাই। গলায় { মালা-চন্দন তিলকবিশিষ্ট পূজারির দল, | পাচকের দল, কেহ ফুলের সাজি লই । आनिरङरझ, cरुइ *ाकूब चांन कब्राहेरङटाइ, ! কেহ ঘণ্টা নাড়িতেছে, কেহ বৰণৰকি ! করিতেছে, কেহ চলন ঘসিঙেছে, কেন্থ পাক । করিতেছে। দাস-দাসীরা, কেহ জলের - আনিতেছে, কেছ ঘর লুইতেছে, ক্ষেঃ ধুইয়া আনিতেছে, কেহ, প্রান্ধ 霧 কলহ করিতেছে। অতিথিশালায়