পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

of a ংযমিত কেশরাশি, চুড়ার আকারে সীমন্তে বাধিয়া ডালে কাটি দিতেছে—যেন শ্রীকৃষ্ণ, পাচনী হস্তে গোরু ঠেঙ্গাইতেছেন। কোথাও বা বড় ইট পাতিয়া বামী, ক্ষেম, গোপালের মা, নেপালের মা, লাউ, কুমড়া, বাৰ্ত্তাকু, পটোল, শাক, কুটিতেছে ; হাতে ঘপ্ ঘপ্ কচ কচ শৰ হইতেছে, মুখে পাড়ার নিন্দা, পরস্পরকে গালাগালি করিতেছে এবং গোলাপী অল্প বয়সে বিধবা হইল ; চাদীর স্বামী বড় মাতাল ; কৈলাসীর জামায়ের বড় চাকরি হইয়াছে, সে দারোগার মুহরি ; গোপালে উড়ের যাত্রার মত, পৃথিবীতে এমন আর কিছুই নাই ; পাৰ্ব্বতীর ছেলের মত দুষ্ট ছেলে আর বিশ্ববাঙ্গালায় নাই ; ইংরাজের! নাকি রাবণের বংশ ; ভগীরথ গঙ্গা এনেছিলেন ; ভট্টাচাৰ্যদের মেয়ের উপপতি শ্যাম বিশ্বাস ; এই রূপ নানা ৰিযয়ের সমালোচন হইতেছে । কোন কৃষ্ণবর্ণ স্থলাঙ্গী, প্রাঙ্গণে এক মহাস্ত্ররূপী বটি, ছাইয়ের উপর সংস্থাপিত করিয়া, মৎস্যজাতির সদ্য প্রাণ সংহার করিতেছেন, চিলের বিপুলাঙ্গীর শরীরগৌরব এবং হস্তলাঘব দেখিয়া ভয়ে আগু হইতেছে না, কিন্তু দুই এক বার ছে৷ মারিতেও ছাড়িতেছে না। কোন পঙ্ককেশ! জল আনিতেছে, কোন ভীমদৰ্শন বাটন বাটিতেছে। কোথাও বা ভাণ্ডারমধ্যে, দাসী, পাচিক এবং ভাণ্ডারের রক্ষাকারিণী এই তিন জনে তুমুল সংগ্রাম উপস্থিত। ভাণ্ডারকত্রী তর্ক করিতেছেন ষে, ষে ঘৃত দিয়াছি, তাহাই মাধ্য খরচ-পাটিক তর্ক করিতেছে ঘে; জ্যাধ্য খরচে কুলাইবে কি প্রকারে ? দাসী উর্ব করিতেছে, যদি ভাণ্ডালুর চাবি খোলা থাীে, তাহ হইলে আমরা কোন রূপে | কুলাইয়া দিতে পারি। ভাতের উমেদারীতে | অনেকগুলি ছেলে মেয়ে, কাঙ্গালী, কুকুর | বসিয়া আছে। বিড়ালের উমেদারী করে | ন—তাহার অবকাশ মতে দোষভাবে পরগৃহে ! প্রবেশ করত বিনা অনুমতিতেই খাদ্য লইয়া | যাইতেছে। কোথাও অনধিকার প্রবিষ্ট | কোন গাভী লাউয়ের খোলা, বেগুনের ও । পটােলের বোটা একৃকলার পাত অমৃতবোধে । চক্ষু বুজিয়া চৰ্ব্বণ করিতেছে। «हे डिन मझ्ण अकब्र भश्नब भटब, | পুম্পোদান। পুষ্পোদ্যান পরে, নীলমেঘখণ্ড- | তুল্য প্রশস্ত দীধিক । দাধিক প্রাচীর- | বেষ্টিত। ভিতর বাটীর তিন মহল, ও । পুম্পোদানের মধ্যে খিড়কীর পথ। তাহার | দুই মুখে দুই দ্বার । সেই দুই খিড়কী । ঐ ! পথ দিয়া অন্দরের তিন মহলেই প্রবেশ করা | যায় । o বাড়ীর বাহিরে, আস্তাবল, হাতিখন, । কুকুরের ঘর, গোশাল, চিড়িয়াখানা ইত্যাদি | স্থান ছিল । е কুন্দনন্দিনী, বিঘ্নিতনেত্রে নগেঞ্জের অপ- | . রিমিত ঐশ্বৰ্য্য দেখিতে দেখিতে শিবিকারোহণে | অন্তঃপুরে প্রবেশ করিল। সে স্বৰ্য্যমুখীর । নিকটে আনীত হইয়া ভাগকে প্রণাম করিল। স্বৰ্য্যমুখী আশীৰ্ব্বাদ করিলেন । : নগেন্দ্র সঙ্গে, স্বপ্নদৃষ্ট পুরুষরূপের সাদৃশ্ব | অনুভূত করিয়া, কুন্দনন্দিনীর মনে মনে এমত । সন্দেহ জন্মিয়াছিল যে, তাহার পত্নী অৰণ্ড তৎপরাষ্ট স্ত্রীমূর্তির সদৃশরূপা হইবেন ; কিন্তু | স্বৰ্যমুখীকে দেখিয়া সে সন্দেহ দূর হইল। " iജ്ജ്ജത്തത്തമ്മജ്ജ്.