পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিষবৃক্ষ । MSMAeeAAASAAAASLCSAAAA (सत्रकलम, ?●:, १९१* ? সম্বন্ধে তর্ক বিতর্ক কালে মাষ্টার সৰ্ব্বদাই দম্ভ করিয়া বলিতেন যে, “কখন বঙ্গি আমার সময় হয়, তবে এ বিষয়ে প্রথম রিফরম্ করার দৃষ্টান্ত দেখাইব । আমার বিবাহ হইলে আমার স্ত্রীকে সকলের সম্মুখে বাহির করিব।” এখন ত বিবাহ হইল—কুন্দনন্দিনীৰ সৌন্দর্ঘ্যের খ্যাতি ষ্টয়ার মহলে প্রচার হইল । সকলে প্রাচীন গীত কোট করিয়া বলিল, “কোথা রহিল সে পণ ?” দেবেন্দ্র বলিলেন, “কই | হে তুমিও কি ওল্ড ফুলেদের দলে ? স্ত্রীর ! সহিত আমাদিগের আলাপ করিয়া দাও না | কেন ?” তাধাচরণ বড় লজ্জিত হইলেন । দেৰেন্দ্রবাবুর অনুরোধ ও বাক্যযন্ত্রণ এড়াইতে পারিলেন না। দেবেন্দ্রের সঙ্গে কুন্দনন্দিনীর | সাক্ষাৎ করাষ্টতে সম্মত ইষ্টলেন। কিন্তু ভয়, | গাছে স্বৰ্যমুখী শুনিয়া বাগ করেন। .এই মত | টালমাটাল করিয়া বৎসরাবধি গেল । তাহাব পর আর টালমাটালে চলে না দেখিয়া, কুন্দকে | বাড়ী মেরামতের ওজর করিয়া নগেন্দ্রের গৃহে | পাঠাইয়া দিলেন । বাড়ী মেরামত হইল। আবার আনিতে হইল। তখন দেবেন্দ্র এক দিন স্বয়ং দলবলে তারাচরণের আলয়ে উপস্থিত হইলেন এবং তারাচরণকে মিথ্যা দাম্ভিকতার জন্য বাদ করতে গিলেন। | তখন অগত্যা তারাচরণ - _

  • rడ #

! ইয়া আনিয়া, দেবেক্সের সঙ্গে দিলেন। কুৰীনন্দিনী দেবেজের সঙ্গে কি জায় নে? কণকাল বােনটা দিয়া কাদির পলাইয় গেলেন। } আর জ্বলিন না | ইহার কিছুদিন পরে দেবেন্দ্রের বাটতে কোন ক্রিয়া উপস্থিত। র্তাগর বাট হইতে একটা বালিকা কুন্দকে নিমন্ত্ৰণ করিতে আসিল । কিন্তু সূৰ্য্যমুখী তাহ শুনিতে পাইয়! : নিমন্ত্রণে যাওয়া নিষেধ করিলেন। সুতরাং যাওয়া হৃষ্টল না । ইঙ্গর পর আৰু একবার দেবেজ, তারাচৰণের গৃঙ্গে আসিয়া, কুন্দের সঙ্গে পুনরালাপ কবিয়া গেলেন। লোকমূখে স্বনামূখী তাছাও শুনিলেন । শুনিয়া তারাচরণকে এমত ভৎসনা করিলেন, যে সেই পষস্তি কুন্দনন্দিনীর সঙ্গে দেবেন্দ্রের আলাপ বন্ধ হইল । বিবাহের পর এইরূপে তিন বৎসরকাল কাটিল । তাছার পর—কুন্দনলিনী বিধবা হইলেন ! জববিকারে তারাচরণের মৃত্যু হইল। স্বযমুখী কুন্দকে স্থাপন বাড়ীতে আনিয়া রাখিলেন। তারাচরণকে যে বাড়ী করিয়া দিয়াছিলেন, তাহ বেচিয়া কুন্দকে কাগজ করিয়া দিলেন । পাঠক মহাশয় বড় বিরক্ত হইলেন সত্য, কিন্তু এতদূরে আখ্যায়িকা আরম্ভ झ्हेण । ७ङ দুরে বিষবৃক্ষের বীজ বপন হইল। -