পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| જન્મ, સ્ત્રી, *२१> ) },জক ক্লোশ উঠিতে পারিবে, তাহ ষে লক্ষ ক্ষেীশের শেষাৰ্দ্ধ লঙ্ঘনকালে প্রতি সেকেণ্ডে | ১৬৬ মাইল ছুটিবে, এমত নহে। . শেষার্ধে | বেগ গড়ে ৬৫ মাইল মাত্র হইবে। প্রাক্টর সাহেব গুড, ওয়ার্ডসে লিখিয়াছেন যে, যদি | বিবেচনা করা যায় যে, স্বৰ্য্যালোকে বায়বীয় প্রতিবন্ধকতা নাই, তাহ হইলে এই উৎক্ষিপ্ত | পদার্থ স্বৰ্য্যমধ্য হইতে যে বেগে নির্গত হইয়াছিল, তাহ প্রতি সেকেণ্ডে ২৫৫ মাইল। কৰ্ণহিলের একজন লেখক বিবেচনা করেন যে, এই পদার্থ প্রতি সেকেণ্ডে ৫০০ মাইলের অধিক বেগে নিক্ষিপ্ত হইয়াছিল। কিন্তু সূৰ্য্যলোকে যে বায়বীয় পদাৰ্থ নাই, এমত কথা বিবেচনা করিতে পারা যায় না । | স্বৰ্য্য য়ে গাঢ় বাষ্পমণ্ডল পরিবৃত, তাহ নিশ্চিত হইয়াছে। প্রাক্টর সাহেব সকূল বিষয় বিবেচনা করিয়া স্থির করিয়াছেন যে, পৃথিবীতে | বায়বীয় প্রতিবন্ধকতার যেরূপ বল, সৌর বায়ুর প্রতিবন্ধকতার যদি সেইরূপ বল হয়, তাছা হইলে এই পদাৰ্থ, যখন স্বৰ্য্য হইতে নির্গত হয়, তখন তাহার বেগ প্রতিসেকেওে আনুমানিক সহস্র মাইল ছিল। এই বেগ মনের অচিন্ত্য। এরূপ বেগে নিক্ষিপ্ত পদাৰ্থ এক সেকেণ্ডে তারতবর্ষ পার হইতে পারে—পাচ সেকেণ্ডে কলিকাতা হইতে বিলাত পহুছিতে পারে, এবং ২৪ সেকেণ্ডে, অর্থাৎ অর্জ মিনিটের কমে, পৃথিবী বেষ্টন করিয়া আসিতে পারে। আর এক বিচিত্র কথা আছে। আমরা যদি কোন মৃৎপিও উর্বে নিক্ষেপ করি, তাহ আবার ফিরিা আসিয়া পৃথিবীতে পড়ে। বিজ্ঞান-কৌতুক; ግሕ তাহার কারণ এই যে, পৃথিবীর মাধ্যাকর্ষণী শক্তির বলে, এবং বারবীয় প্রতিবন্ধকতায়, ক্ষেপণীয় বেগ ক্রমে বিনষ্ট হইয়া, যখন ক্ষেপণী একবারে বেগঙ্গীন হয়, তখন মাধ্যাকর্ষণের বলে পুনর্বার তাহ ভূপতিত হয় । স্বৰ্য্যলোকেও অবশ্য তাহাই হওয়া সম্ভব । কিন্তু মাধ্যাকর্ষণী শক্তি বা বায়লীয় প্রতিবন্ধকতার শক্তি কখন অসীম নহে। উভয়েরই সীমা আছে । অবশ্য এমত কোন বেগবতী গতি আছে যে, তদ্বারা উভয় শক্তিই পরাভূত হইতে পারে। এই সীমা কোথায়, তাহাও গণনা । দ্বারা সিদ্ধ হইয়াছে। যে বস্তু নির্গমকালে প্রতি সেকেণ্ডে ৩৮০ মাইল গমন করে, তাহ মাধ্যাকর্ষণী শক্তি এবং বায়বীয় প্রতিবন্ধকতার বল অতিক্রম করিয়া বায়। অতএব ঈদৃশ বেগবান উৎক্ষিপ্ত পদার্থ, আর স্বৰ্য্যলোকে ফিরিয়া আইসে না । সুতরাং প্রফেসর ইয়ও যে সেরোৎপাত দৃষ্টি করিয়াছিলেন, তদ্যুৎক্ষিপ্ত পদার্থ অার স্বৰ্য্যলোকে ফিরে নাই। তাহ অনন্তকাল অনন্ত আকাশ-সাগরে বিচরণ করিয়া ধূমকেতু বা অন্য কোন খেচন্নরূপে : পরিগণিত হইবে কি, কি হইবে, তাহ কে । বলিতে পারে । * . ; প্রাক্টর সাহেব সিদ্ধান্ত করেন যে, উৎক্ষিপ্ত বস্তু লক্ষ ক্রোশ পৰ্য্যন্ত দৃষ্টিগোচর হুইয়াছিল বটে, কিন্তু অদৃষ্টভাৰে যে তাধিক দূর উদ্ধগত হয় নাই, এমন নহে। যতক্ষণ উত্তপ্ত এবং জাগবিশিষ্ট ছিল, ততক্ষণ তাঁহ ब्बण श्रॆष्ण, षोत्र उांश् ॰शश्वी झि.मरेि । । তিনি স্থির করিয়াছেন খে, উহা সাৰ্ধ তিন