পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゲB মনুষ্য জাতিৰ মহত্ত্ব—কিসে কুর । নাম, আর ক্ষিতিনাথের নাম, অভিন্ন হইবে, লাটিন জাতির বাহুবল ও পরাক্রমে ধরাতল শঙ্কিত হইবে, ইহাই উহাদিগের মহাসঙ্কল্প ছিল। এই সঙ্কল্পের সাধন জন্য, উহার ধন প্রাণ নষ্ট করিয়া, অৰ্দ্ধভাগেরও অধিক বসুমতী জয় করিয়াছিল। পুর্বদিকে পারথিয়া, ( এক্ষণকার পারস্য এবং কাবুল, ) পশ্চিমে হিম্পানী, (এক্ষণকার স্পেন এবং পটু গেল, ) উত্তরে দামুবাঞ্চল, (এক্ষণকার জন্মণ রাজ্য, ) এবং আরো উত্তরে বৃটন দ্বীপ (আধুনিক ইংলও) এবং দক্ষিণে সমস্ত উত্তর আফ্রিকা, রোম সাম্রাজ্যের অন্তর্গত ছিল । প্রায় এক সহস্ৰ বৎসর পর্য্যন্ত এই বিপুল সাম্রাজ্যে রোমকের একচ্ছত্রে আধিপত্য করে। উহাদের শাসনপ্রণালী অতি পরিপাট ও মুশৃঙ্খলা বন্ধ ছিল এবং রাজকাৰ্য্য সুচারুরূপে সম্পাদিত | হইত। এই প্রকাও সাম্রাজ্যের ভগ্নাবশেষ হইতে, এক্ষণে কত শত প্রধান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হইয়াছে । উহাদিগের ব্যবহারশস্ত্র এবং ব্যবহারধ্বদিগের , ব্যবস্থা এক্ষণে সমস্ত ইউরোপ খণ্ডে আলোচিত হয়। রোমকদিগের ঐক্য, একাগ্রতা এবং অধ্যবসায় যে কিরূপ ছিল, তাহা ইহা দ্বারাই উপলব্ধ হুইতে পারে। আরব-আরবের প্রভূত , ধৰ্ম্মাম্বুরাগ হইতেই মহত্ব লাভ করে। খুঃ ৫৭০ অব্দে মহম্মদের জন্ম হয়। মহম্মদ জঙ্গিবীর পূৰ্ব্বে আরবেরা অসভ্য, ঐন্দ্রষ্ট ও যাযাবর ছিল । প্রণালীবদ্ধ সমাজের নিয়মাধীন क्लिश मां । পরম্পর অসমৃদ্ধ ক্ষুদ্র ক্ষুদ্র স্বতন্ত্র দলভুক্ত হইয়া, যাহার যেখানে ইচ্ছ, বাস করিত। তাহাদের মধ্যে কোন কোন দল, নগর, গ্রীম কিম্বা (ત્ર ૬-નન, *s. 3રજક পল্লীতে থাকিয়া, বাণিজ্য ব্যবসায় এবং কৃষিকাৰ্য্যদ্বারা. দিনপাত করিত ; কিন্তু অনেকেই কোন নির্দিষ্ট স্থানে বা দেশে স্থায়ী হইয়া বাস করিত না । বিবাদ, বিসম্বাদ, এবং শ্রমশীল জাতিদিগের প্রতি অত্যাচারে রত হইয়া জীবিকা নিৰ্ব্বাহ করিত। এই অসভ্য অসমৃদ্ধ মানবদিগকে মহম্মদ এক অলৌকিক ধৰ্ম্মস্থত্রে বন্ধন করিয়া যান। তিনি অসাধারণ বুদ্ধিললে একখানি অস্তুত গ্রস্তেব স্বষ্টি করিয়া, তাহাদিগের মধ্যে এরূপ ঐকা এবং একাগ্রতা সংস্থাপন করেন যৈ, নিমেষকাল মধ্যে সেই অসভ্য ঐভষ্ট আববেবী স্কৃতসিক্ত হুতাশনের দ্যর প্রজ্জলিত হইয়া সমস্ত বসুন্ধরাকে উদরসাং করে । পৃথিবীর যাবতীয় রাজ্য প্রায় রণদুৰ্ম্মদ আরবদিগেব ! হস্তে নিপুতিত হয়। এইরূপে বহুকাল উহার গৌরবের সহিত পৃথিবীতে একাধিপত্য ! করে। এখনও ইউরোপ, আসিয়া এবং আফ্রিকা-খণ্ডের বহুতর স্থানে মুসলমানদিগের নাম ও আধিপত্য দেদীপ্যমান রহিয়াছে। মহম্মদ যে কোরণের সৃষ্টি করিয়াছিলেন, আজিও তাহা ভূমণ্ডলের কোটি কোটি লোককে শাসন করিতেছে । আর সকল ধৰ্ম্মই প্রায় অস্তঃসারহীন হুইঙ্গা পড়িয়াছে ; মুসলমান ধৰ্ম্ম এখনও সজীব আছে। পাঠকগণ, এরূপ বিবেচনা করিবেন না যে, আরবের কেবল রণকুশল এবং যুদ্ধপ্রিয় ছিল। তাহাদের মধ্যে সাহিত্য, শিল্প এবং গণিতাদির বিলক্ষণ উন্নতি হইয়াছিল। ফলে কোন একটি প্রবল মনোবৃত্তিকে अदशचन করিয়া, একবার সৌভাগ্যলক্ষ্মীর প্রসাদ গ্রহণ করিতে |