পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rు\ు § —s দেওয়ী সম্বন্ধেও র্তাহার সেইরূপ অশ্রান্ত উৎসাহ ছিল। সেই অন্নদাবাবু আজ কাৰ্ত্তিকমাসের হিম্মুের ওজর করিলে তাহ বিশ্বাস করা কঠিন হইয়া উঠে । হেমন্তকালের ভোরের আলোতে এই বিষঞ্চমুখ বৃদ্ধকে তাহার নির্জন শয়নঘরের বাতায়নে একাকী বসি থাকিতে দেখিয়া মাজ হঠাৎ আমদাবাবুর জীবনের শূন্যময়তা হেমনলিনীর কাছে প্রত্যক্ষ হুইয়া উঠিল । সস্তানের স্বভাবতই আপনাদের নবীনজীবনের সুখদুঃখ লইয়াই ব্যাপৃত ; এই বৃদ্ধের কাছে যেদিন সংসার বিমৰ্ষ-বিকল হইয়া দেখা দেয়, সেদিন হৃদয় অবারিত করিবার জন্য তাহার পাশ্বে কেহই নাই ; কেবল যে কণ্ঠ চিরদিনের জন্য নীরব চহয়৷ গেছে, যে হস্তের স্পর্শ তাহার সমস্ত সাস্তুনাসম্পদ লইয়া কোন লোকাস্তরে অস্তfইত— সেই কণ্ঠের নির্বাক্ স্মৃতি, মই স্পর্শের বিরহানুভূতি পুরাতন গৃহদ্বারকে, চরপরিচিত শয্যাসনকে পরিপুণ করিয়া জাগয় উঠে, ইহা কে জানিতে পায় ! যে ছেলে তাহার বিছানার প্রাস্তে শাস্তধৈৰ্য্যের সঙ্গে আপন রোগের বেদনা সহ্য করিতেছে, তাহাকে দেখিলে মারের প্রাণ যেমন করিয়া উঠে, আজ স্তব্ধভাবে আসীন অন্নদাবাবুকে দেখি হেমনলিনীর প্রাণ তেমনি করিয়া উঠিল। স্তুগির পশ্চাতে দাড়াইয়া পাকাচুল বাছিবার ছলে মাথায় কোমল অঙ্গুলিগুলি চালনা করিয়া হেম ৰলিল—“বাবা, চল না, আমরা দুজনে ছাদে cबज्राहेष्ठ शहे !” 够 ছং নৈ ছাদে গেলেন। তখন জাকাশের বঙ্গদর্শন। { ৪র্থ বর্ষ, ভাদ্র। লঘু শিশিরবাষ্প নবপ্রভাতের আবির্ভাবকে ' আর গোপন করিতে পারিতেছে না আবরণ ছিড়িয়া ছিড়িয়া যাইতেছে । হঠাৎ চোথের সম্মুখে মাথার উপরে এই গুত্রের সুহিত মৃবর্ণের দীপ্যমান সম্মিলন দেখিয়া অন্নদীবাবু মুহূৰ্ত্তকালের জন্য স্থির হইয়া দাড়াইলেন, একবার চোখ বুজিলেন এবং ধীরে ধীরে নমস্কার করিলেন। পরক্ষণে হেমনলিনীর মাথার উপরে হাত রাখিয়া কহিলেন -“ম, প্রতিদিন যাহা বহন করিয়া আনিতেছে, তাহা সুন্দরভাবে, শাস্তভাবে শিরোধাৰ্য্য করিয়া লক্টর " হেমনলিনী দৃঢ়স্বরে কহিল, “বাবা, তুমি আমাকে আশীৰ্ব্বাদের সহিত যাহা আদেশ করিবে, তাহ আমি সস্তুষ্টচিত্তে গ্রহণ করিব । তুমি আমাকে কিছু বল না কেন বাবা ? তুমি আমাকে দুৰ্ব্বল মনে করিয়ে না । আমি স্বভাবত চুপচাপ করিয়া থাকি, ভাল করিয়া কিছু বলিতে পারি না, সেইজন্য ভাবিক্সে না যে, আমি কেবল অসুখী হইয়াই আছি । তুমি যাহা ইচ্ছা কর, তাহাই পালন করিতে পারিলে আমি ভাল থাকি। আমাকে নিজের খেয়ালে ফেলিক্স৷ রাখিয়ে না— আমাকে আদেশ কর ।” w অন্নদাবাবু কছিলেন—“মা, আদেশ করা কি খুব সহজ কাজ মনে করিস ? সংসারে ক’টা লোক তাহ পারে! আমার মত দুৰ্ব্বলমাঞ্ছয কাছাকেও চালনা করিবার জন্য* হয় নাই, সে আমি নিশ্চয় জানি।” স্থৰ্ব্বলতার জন্য অন্নদাকে কতৰার কতু – লোকের কাছে০৫তারিত হইতে হইয়ttছ, * ५व: cनङञJ c६अनग्निौब भाग्न' काइ इ६tछ