পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সংখ্যা । ] তাহার ঋণ কোনোকালে শোধ করিতে পারিৰ না ।” নলিনাক্ষ কহিল- “নিশ্চয় জানিখেন, আপনাদের কাছ হইতে আমি অনেক উপকার পাইয়াছি। প্রতিবেশীকে যেমন যত্নসাহায্য করিতে হয়, তাহা ত করিয়াইছেন—ত ছাড়া যে সকল গভীর কথা লইয়া এতদিন আমি একলা মনে মনে আলোচনা করিতেছিলাম, আপনাদের শ্রদ্ধার দ্বারা তাহাকে भूङन ८ङख नेिब्रां८छ्न - श्रांभांद्र डांबन ७ সাধনা আপনাদের জীবন অবলম্বন করিয়া আমার পক্ষে আরো দ্বিগুণ আশ্রয়স্থল হইয়া উঠিয়াছে। অন্ত মানুষের হৃদয়ের সহযোগিভায় সার্থকতা লাভ যে কত সহজ হইয়া উঠিতে পারে, তাহা আমি বেশ বুঝিয়াছি।” অন্নদা কহিলেন, “আমি আশ্চৰ্য্য এই দেখিলাম, আমাদের একটা-কিছুর বড়ই প্রয়োজন হইয়াছিল, কিন্তু সেটা যে কি, জঙ্গির জানিতাম না—ঠিক এমন সময়েই কোথা হইতে আপনাকে পাইলাম, এবং দেখিলাম, আপনাকে নহিলে আমাদের চলিত ৰু। আমরা অত্যস্ত কুণে, লোকজনের কাছে যাতায়াত আমাদের বড় বেশি নাই— কোনো সভায় গিয়া বক্তৃতা শুনিবার ৰাতিক स्रांभांप्नद्र ७tस बारब्र नांहे दलिtणहे झ्द्रযদিৰ আমি যাই, কিন্তু হেমকে নড়াইতে পার। বড় শক্ত । কিন্তু সেদিন এ কি আশ্চৰ্য বলুন দেখি–ধেমুনি ৰোগেনের কাছে গুনিলাম আপনি বক্তৃতা করিবেন, জামরা হৰষ্ট্ৰে কোনো শুপত্তি প্রকাশ न कब्रिब्रा cप्लषाहन त्रिब्रा छेनश्ठि इहेटौभ• --এমন ঘটনা কখনো ঘটে নাই । এ সব । নৌকাডুবি। o 象 లికి কথা মনে রাখিবেন নলিনবাৰু! ইহা হইতে বুঝিবেন, আপনাকে আমাদের নিঃসন্দিগ্ধ প্রয়োজন আছে, নইলে এমনটি.সটিতে পারিত না । * আমরা আপনার দামস্বরূপ ” নলিনাক্ষ । আপনারাও এ কথা মনে রাখিবেন, আপনাদের কাছে ছাড়া আর কাহারে কাছে আমি আমার জীবনের গুঢ়কথা প্রকাশ করি নাই। সত্যকে প্রকাশ করিতে পারাই সত্যসম্বন্ধে চরমশিক্ষা । সেই প্রকাশ করিবার গতীর প্রয়োজন আপনাদের দ্বারাই মিটাইতে পারিয়াছি । অতএব আপনাদিগকে আমার যে কতখানি প্রয়োজন ছিল, সে কথাও আপনারা কখনো ভুলিবেন না । হেমনলিনী কোনো কথা কছে নাই ; বাতায়নের ভিতর দিয়া রৌদ্র জাসিয়া মেজের উপরে পড়িয়াছিল, তাহারই দিকে তাকাইয়া সে চুপ করিয়া বসিয়া ছিল। নলিনাক্ষের যখন উঠিবার সময় হইল, তখন সে কহিল—“আপনার মা কেমন থাকেন, সে খবর আমরা যেন জানিতে পাই ।” মলিনাক্ষ উঠিয় দাড়াইতেই হেমনলিনী পুনৰ্ব্বার তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্ৰণাম করিল । Sbr এ কল্পদিন অক্ষয় দেখা দেয় নাই । নলিনাক্ষ কাশীতে চলিয়া গেলে আজ সে ধোগেঞ্জের সঙ্গে অন্নদাবাবুর চায়ের টেবিলুেএরখ দিয়াছে। অক্ষয় মনে মৰৈ স্থির করিয়াছিল যে, রমেশের স্মৃতি হেমনলিনীর মনে কতখানি জাগিয়া আছে, তাহ পরিমাপ করিবার সহজ উপায় অক্ষয়ের প্রতি তাহার বিরাগ