পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ણ সংখ্যা । ] নৌকাডুবি । 'அ89 AM MAAAA SASAASAAAS তামাকে খাইতে হইবে খালিপেটে চা Iাইলে তোমার অমুখ করে আমি জানি ।” এই বলিয়া হেম আtহার্য্যের পাত্র তাহার Iাপের সম্মুখে টানিয়া আনিল । অন্নদা iীরে ধীরে খাইতে লাগিলেন । হেমনলিনী নিজের চৌকিতে ফিরিয়ামাসিয়া যোগেন্দ্রের প্রস্তুত চায়ের পেয়াল ইতে চা খাইতে উদ্যত হইল । অক্ষয় চাড়াতাড়ি উঠিয়া কছিল—“মাপ করিবেন, পেয়ালাটি আমাকে দিতে হুইবে, আমার পয়াল ফুরাইয়া গেছে।” যোগেন্দ্র উঠিয়া-আসিয়া হেমনলিনীর fত হইতে পেয়ালাটা টানিয়া লইল এবং গ্নেদীকে কহিল, “আমার অন্তায় হইয়াছে, মামাকে মাপ কর।” অল্পদ। তাছার কোনো উত্তর করিতে iারিলেন না, দেখিতে দেখিতে র্তাহার দুই চাখ দিয়া জল গড়াই স্থা পড়িল । =যোগেন্দ্র অক্ষয়কে লইয়া আস্তে আস্তে য় হইতে সরিয়া গেল। অল্পদাবাৰু অ হার rরিয়া উঠিয়া হেমনলিনীর হাত ধরিয়া ম্পমানচরণে উপরের ঘরে গেলেন। _সেই রাত্রেই ময়দাবাবুর পূণৰোনার ত হুইল । ডাক্তার আসিয়া পরীক্ষা রিয়া ৰলিল, “ৰ্তাহার যকৃতের বিকার উপস্থত হইয়াছে—এখৰো রোগ অগ্রসর হয় tই, এইবেল পশ্চিমে কোনো স্বাস্থ্যকর {ানে গিয়া বৎসরখানেক কিংবা ছয়মাস tল করিয়া আসিলে শরীর নির্দোষ হইতে ৱিৰে “ . ८क्क्ने। উপশম হইলে ও ডাক্তার চন্মি, গলে জয়লাৰাৰু কছিলেন, “হেম, চল মা, আমরা কিছুদিন না হয় কাশীতে গিয়াই থাকি ” • 象 ঠিক একই সময়ে"হেমনলিনীর, মনেওঁ সে কথা উদয় হইয়াছিল । নলিনাক্ষ চলিয়৷ যাইবামাত্র হেম আপন সাধনসম্বন্ধে একটা দুৰ্ব্বলতা অনুভব করিতে আরম্ভ করিয়াছিল । নলিনক্ষের উপস্থিতিমাত্রই হেমনলিনীর সমস্ত আহ্লিকক্রিয়াকে যেন দৃঢ় অবলম্বন দিত । নলিনাক্ষের মুখশ্ৰীতেই যে একটা স্থির নিষ্ঠা ও প্রশস্ত প্রসন্নতার দীপ্তি ছিল, তাহাই হেমনলিনীর বিশ্বাসকে সৰ্ব্বদাই যেন বিকশিত করিয়া রাখিয়ছিল ; নলিনাক্ষের অবর্তমানে তাঙ্গর উৎসাহের মধ্যে যেন একটা স্নানচ্ছায়া আসিয়া পড়িল । তাই আজ সমস্তদিন হেমনলিনী নলিনাক্ষের উপদিষ্ট সমস্ত অনুষ্ঠান অনেক জোর করিয়া এবং বেশি করিয়া পালন করিয়াছে। কিন্তু তাহাতে শ্রান্তি আসিয়া এমনি নৈরাশু উপস্থিত হইয়াছিল যে, সে অশ্র সংবরণ করিতে পারে নাই। চায়ের টেবিলে দৃঢ়তার সহিত সে আতিথ্যে প্রবৃত্ত হইয়াছিল, কিন্তু তাহার মনের মধ্যে একটা ভার চাপিয়াছিল । আবার তাহাকে তাহার সেই পুৰ্ব্বস্বতির বেদন। দ্বি গুণবেগে আক্রমণ করিয়াছে— আবার তাহার মন যেন গৃহহীন, জাপ্রয়হীনের মত হাহা কক্সি বেড়াইতে উদ্যত হইয়াছে। ऊहे रुथन cम*कांकौ बाहेबाब्र ७धश्छांब खनिज, তখন ব্যঞ্জ হইয়া কহিল, “বাবা, সেই ৰেশ হইবে!” ** سمس سے পরদিন একটা আয়োজনের উদ্যোগ দেখিয়া যোগেন্দ্র জিজ্ঞাসা করিল—“কি, ব্যাপারটা কি ?” •