পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৪১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম সংখ্যা। ] প্রাচীন ভারতের ইতিবৃত্তসঙ্কলন।

  • 8e $

আলোচনীয় প্রবৃত্ত হইতে যাইতেছিন্ন, তবে . এ কথা সকলেই জানেন যে, বেদমন্ত্ৰসকল যদিও দেবতাবিশেষের উদ্দেশে রচিত হইয়াছিল, তথাপি তন্মধ্যে নিমগ্ন হইয় গবেষণার চক্ষে বিচার করিলে আদিম আৰ্য্যসমাজের অনেক কথা জানিতে পারা যায় । সেই সকল বিষয়কে একত্র সম্বদ্ধ করিলে প্রাচীন সমাজের ভিতরকার অবস্থা অনেক পরিমাণে জ্ঞাত হওয়া যাইতে পারে । তবে বেদমন্ত্রসম্বন্ধে এই একটা কথা সৰ্ব্বদা স্মরণ রাথিতে হুইবে যে, তাহাদিগকে কোন এক বিশেষ যুগের লিখিত মনে করা যাইতে পারে না। তাহাতে অতি প্রাচীনতম কালের রচিত মন্ত্র আছে, আবার অপেক্ষাকৃত অধুনাতন সময়ের মন্ত্র ও আছে। অর্থাৎ ঐ মন্ত্ৰসকলের সঙ্কলন কৰ্ত্ত সংগ্ৰহ করিবার সময় রচনাকালের প্রতি দৃষ্টি রাখিয় সঙ্কলন করেন নাই ; কেবলমাত্র উপাস্তদেবতা ও মন্ত্ৰকৰ্ত্তা ঋদিগের প্রতি দৃষ্টি রাখিরা করিয়াছেন। তাহু হইলেও ভাষার তারতম্য ও ছন্দের রীতির বিভিন্নতা প্রভৃতির দ্বারা মন্ত্ৰসকলের কালের বিষয়েও কিয়ৎপরিমাণে অনুমান করা বাইতে পারে। বাহা হউক, বেদমন্ত্ৰসকলের আলোচনাদ্বারা পুরাতত্ত্ববিদগণ অনেক জ্ঞাতব্যবিষয় নির্ধারণ করিয়াছেন, সে . সমুদয়ের এখানে উল্লেখ নিম্প্রয়োজন। এইমাত্র বলিলেই যথেষ্ট হইবে যে, প্রাচীনতম বেদ ধুে ঋগ্বেদ, তাহার মন্ত্ৰসকলের আলোচনাদ্ধার আমরা জানিতেছি যে, যে কালে এই সকল মন্ত্র রচিত, হইয়াছিল, সে কালে ভারতীয় জাৰ্যসমাজে বাণিজ্যৰ সমুদ্রযাত্র, ধনী' জর্জন ও ধনের স্বদগ্রহণ, যানবাহনাদির ব্যবহার, 'সমৃদ্ধিশালী নগরসকল স্থাপন, ও বেখাবৃত্তি প্রভৃতি নাগরিক পাপের শ্ৰীবৃদ্ধি ইত্যাদি সভ্যতার সকল লক্ষণ ফুটিয়াছিল । জিজ্ঞাস করি, এতটা জানিতে পারিলে কি সামাজিক ইতিবৃত্তের অনেকটা জানা হইল না ? এইরূপে বেদাঙ্গ, পুরাণ, ইতিহাস প্রভৃতির আলোচনার দ্বারাও অনেক সমাজতত্ত্ব নিণীত হইতে পারে। এমন কি, কাব্যের মধ্যে নিমগ্ন হুইরা অমুসন্ধান করিলেও অনেক সামাজিক তত্ত্ব নির্ণীত হইতে পারে। তাহারও দিয়াত্র প্রদর্শন করিতেছি। দৃষ্টান্তস্বরূপ মহাকবি কালিদাসের কালকে অবলম্বন করা যাউক । কিন্তু কালিদাস কোন সময়ে প্রাচুভূত হইরাছিলেন ? --এ বিষয়ে নিঃসন্দেহরূপে কিছুই নিদ্ধারিত হয় নাই। এতদ্দেশে পণ্ডিতদিগের মধ্যে এইরূপ একটি কিংবদন্তী প্রচলিত অাছে যে, কালিদাস উজ্জয়িনীপতি মহারাজ বিক্রমাদিত্যের রাজসভাতে নবরত্বের মধ্যে এক রত্ন ছিলেন। উক্ত নবরত্ন এই— ধন্বন্তরি, ক্ষপণক, অমরসিংহ, শঙ্কু, বেতালउल्ले, थुक्ने क°ग्नि, कोशिमोग, बब्राङ् ७ मिश्च्नि । যাহার নামে সংবৎ প্রচলিত, সেই বিক্রমাদিত্য খ্ৰীষ্টপূৰ্ব্ব ৫৭বৎসরে মালবরাজ্যের সিংহাসনে প্রতিষ্ঠিত ছিলেন। কালিদাস র্তাহার রাজ্যকালে রাজলভার সহিত সংহই ছিলেন, কি বিক্রমাদিত্যনামধেয় অপর কোন রাজার রাজসভাতে ছিলেন, তাহার স্থিরতা নাই। কালিদাসের গ্ৰাছৰ্গৰকালের বিষয়ে একটু চিন্তা করিবার কখ ७३भांज भारइ cष, शृबांउचदि९ किन्रब्रन्