পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৪৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b-史“ ভারতে ইংরেজরাজ্য যখন দৃঢ়প্রতিষ্ঠিত হইল, দেশীয়দ্রব্য তখন ইউরোপের দৃষ্টি আকধণ করে। শিল্পকলার অর্জুরের স্থান এখন ইউরোপ, তাই ইউরোপ ভারতীখল্পের আদর করিতে অগ্রসর হইয়াছে—রাজামুগ্রহও এখন কতক পরিমাণে এদিকে ফিরিয়াছে । কতকপরিমাণে বলিতেছি এইজন্ত যে, হিন্দু ও মুসলমান রাজাদের মভ ইংরেজরাজ এই সব শিল্পদ্রব্যের জন্ত অজস্র টাকাখরচ করিতে পারেন বটে, কিন্তু বিশেষ-কিছু সার্থকতা ইহাতে দেখিতে পান না, তাই এভাবে অর্থব্যয়কে অর্থের অপব্যবহার বলিয়া ধরিয়া লন এবং patroniseনামক ইংরেজীশব্দে যতট। বুঝায়, কেবল সেইটুকুই করিতে প্রস্তুত হন। অন্তত লর্ড কার্জন এ অনুগ্রহটুকু করিয়াছেন। এই অনুগ্রহবিতরণে তিনি যেরূপ মুক্তকণ্ঠ হইয়াছিলেন, সেরূপ মুক্তহস্ত হইতে পারিলে প্রদর্শনীয় দ্রব্যাদি অধিকাংশ ভারতসম্রাটের তোষাখানার জন্য খরিদ হইত। তবুও লর্ড কার্জন তারতশিল্পের উন্নতি ও পুনরাৰির্তাবের জঙ্ক যাহা করিয়াছেন, তজ্জন্ত সৰ্ব্বাস্ত:করণে র্তাহাকে আমরা ধন্যবাদ দিই। ভারতের স্থায়ী রাজপ্রতিনিধি হইবার আশা যদি তাহার থাকে, ভারতশিল্পদেবতা তাহার সে আশা পূর্ণ করুন । লর্ড কার্জনের ভারতে পদার্পণের পূর্ব হইতেই ভারতীয় শিল্পদ্রব্যের উপর ইংরেজদিগের একটা সৰ্থ জন্মে। ক্রমে তাহাদের ঐ সব দ্রব্যের প্রতি সদয় দৃষ্টিপাত হয় —র্তাহারা উহার খরিদদার হইতে থাকেন। . দেখিতে দেখিতে ভারতের প্রধান প্রধান নগরগুলিতে এই সকল সামগ্রীর कूअभश्चन । { ৪র্থ বর্ষ, পেীৰ। পণ্যবীথিক খুলিতে আরম্ভ করিল--দিল্লির । চাদনীচৌকে, লাহোরবাজারে, বারাণসী, বম্বে, . মাদ্রাজ প্রভৃতিতে এই সকল দ্রব্য ৰৈদেশিক ভবঘুরেদের নিকট বহুগুণ মূল্যে ৰিক্ৰী হইতে altfoje i India Curio zi cwestēto কোন ভ্রমণকারীর ভ্রমণ দেশের দশজনের কাছে কলকে পায় না। এই কলিকাতানগরীতে এখন রাস্তায় রাস্তায় দেশীয় দ্রব্যের দোকান খোলা হইয়াছে, বেশ বিক্ৰীও হুইতেছে। কিন্তু ক্ষোভ ও দাশচর্য্যের বিষয়, দেশীয় লোকের মতিগতি বিলাতি জিনিষের দিকেই ঝুকিয়া পড়িয়াছে। এ সকল কথা লইয়া সম্প্রতি আলোচনা বড় অল্প হয় নাই—তাহার ফলে দেখা যায়, আমাদের মধ্যেও এখন অর্থশালিগণ দেশীয় দ্রব্যের আদর করিতেছেন । ইহা মুখের কথা, আশার কথাও বটে। লর্ড কার্জন ও র্তাহার পত্নী ভারতশিল্পদ্রব্যের উন্নতিকল্পে বিশেষ মনোনিবেশ করিয়াছেন । স্বয়ং ভারতেশ্বরীর রাজবেশ ভারতবর্ষের কারুকার্ষ্যে প্রস্তত হইয়াছিল— লাটপত্নী দিল্লির দরবারঘটিত নানা উৎসৰে স্বন্দর ভারতজাত বস্ত্রাদিতে মুসজ্জিত হইয়াছিলেন। ভারতীয় নৃপতিবুঙ্গের নিকট-- দেশের লোকের নিকট ভারতবর্ষের দ্রব্য গুলির , মাহাত্ম্যপ্রচারের জন্ত তিনি গত ১৯০২ সালের ২৯শে ডিসেম্বর দিজিতে ভারতশিল্পপ্রদর্শনী খুলিবার সময় দেশীয় उग्नयस जैौहरू, बि८*रुङ खांब्रटङब्र ब्रांबछবৃন্দকে উদ্দেশ করিয়া যে কথাগুলি ৰলিয়ছিলেন, আমরা আশা করি, পুরুষাঙ্গক্রমে $iशंब्र! cज७णि गङ्ग१ ब्रांषिहङ् ,१ ऱाश्aबनि