পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৫৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. দশম সংখ্যা । ] কর্তী অবিচলিত গম্ভীরস্বরে কছিলেন."পুলিলে षयब्र cनeब्रां यांकू !* একজন চাকর লণ্ঠন লইয়া পথে বাহির হইল । ইতিমধ্যে কমল! তাহার ঘরে ফিরিয়া-আসিয়া দেখিল, নবীনকালী সে ঘরের সমস্ত জিনিষপত্র তন্ন-তন্ত্র করিয়া দেখিতেছেন । কোনো জিনিষ চুরি গেছে কি না, তাহাই তিনি সন্ধান করিতে প্রবৃত্ত হইয়াছেন । এমন-সময় কমলাকে হঠাৎ দেখিয়া নবীনকালী বলিয়া উঠিলেন - “বলি, কি কাণ্ডটাই করিলে ? কোথায় যাওয়া হইয়াছিল ?” কমলা ককিল, “কাজ শেষ করিয়! আমি একটুখানি বাগানে বেড়াইতেছিলাম।” নবীনকালীর মুখে যাহা আসিল, তাহাই ৰলিয়া গেলেন । বাড়ীর সমস্ত চাকরবাকর দরজার কাছে আসিয়া জড় হইল । কমলা কোনোদিন নবীনকালীর কোনো ভৎসনায় তাহার সম্মুখে অশ্রীবর্ষণ করে নাই । আজও সে কাঠের মূৰ্ত্তির মত শুদ্ধ इहेब्रा मैंॉफुझेञ्च ब्रझिल । নবীনকালীর বাক্যবর্ষণ একটুখানি ক্ষান্ত হইবামাত্র কমলা কহিল,"আমার প্রতি জাপনাস্থা অসন্তুষ্ট হইরাছেন—আমাকে বিদায় .खद्भिद्र!। नििन्।” • নবীনকালী । বিদায় ত কল্পিবই। তোমার মত অকৃতজ্ঞকে চিরদির ভাতকাপড় দিয়া পুধিব, এমন কথা মনেও করিয়ো না ! কিন্তু কেমন লোকের হাতে পড়িয়াছ, সেটা আগে ভাল করিয়া জানাইয়। তবে বিদায় लेिद ॥ ইহাং পর হইতে কমল বাহিরে বাইতে জার সাংস কৱিত্ব না। সে ঘরের মধ্যে cनौकांडूवि । Q96. مئی দ্বার রুদ্ধ করিয়া মনে মনে এই কথা ৰলিল“ৰে লোক"ঞ্চত দুঃখ সহ করিতেছে, ভগৰান্‌ নিশ্চয় তাহার একটা গতি করিয়া দিবেন।” Goዓ মুকুন্দবাবু তাহার দুইটি চাকর সঙ্গে লইয়া গাড়ি করিয়া হাওয়া খাইতে বাহির হইয়াছেন । বাড়ীতে প্রবেশের দরজায় ভিতর झड्रेष्ठ छ्फुरका दश । नकji इश् ब्रां चॉनिब्रांtछ । দ্বারের কাছে রব উঠিল—“মুকুন্দবাবু ঘরে আছেন কি ?” নবীনকালী চকিত হইয়া ৰলিয়া উঠিলেন– “ঐ গো, নলিনাক্ষ-ডাক্তার আসিয়াছেন ! বুধিয়া ! বুধিয়া!” বুধিরানামধারিণীর কোনো সাড়া পাওয়া গেল না। তখন নবীনকালী কছিলেন— “বামুনঠাকরুণ, যাও ত, শীঘ্র দরজা খুলিয়া দাও গে। ডাক্তারবাবুকে বল, কর্তা হাওয়া থাইতে বাহির হইয়াছেন, এখনি আসিবেন, —একটু অপেক্ষা করিতে হইবে।” কমলা লণ্ঠন লইয়া নীচে নামির গেল ;– তাহার পা কাপিতেছে, তাহার বুকের ভিতর গুরুত্ব করিতেছে, তাঁহার করতল ঠাও। হিম হইয়া গেল। তাছার ভয় হইতে লাগিল, পাছে এই বিষম ব্যাকুলতায় সে চোখে ভাল করিয়া দেখিতে না পায় । কমলা ড্রিতর হইতে হুড়ক খুলিয়া-দিয়া ঘোমটা টানিয়া কপাটের অন্তরালে দাড়াইল । নলিনাক্ষ জিজ্ঞাসা করিল—“কর্তা ঘরে আছেন কি ?” & 9 so কমলা কৃোনোমতে কহিল--"না, আপনি बांश्न ।” 像 নলিনাক্ষ বসিৰায় ঘরে জার্সিৰ ৰসিল ।