পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৬৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૬ : , . . পারেন, তবে একদিন এই সংসদ সমস্ত দেশের ঐক্যক্ষেত্র ও সম্পদের ভণ্ডার इङ्ग्र उर्लिंङ औत्त्व । रविरुँौ% आब्रत्ख्ब অপেক্ষা করা, সুবিপুল আয়োজন ওসমারোহের প্রত্যাশা করা ८कदेन কৰ্ত্তব্যকে ফাকি দেওয়া। এখনি আরম্ভ করিতে হইবে। যত শীঘ্ৰ পারি, আমরা যদি সমস্ত দেশকে কৰ্ম্মজালে. বেষ্টিত করিয়া আয়ত্ত করিতে ন পারি, তবে আমাদের চেয়ে যাহীদের উদ্যম বেশি, সামর্থ্য অধিক, তাহারা কোথাও আমাদের জন্ত স্থান রাখিবে না । এমন কি, অবিলম্বে আমাদের শেযসম্বল কৃষিক্ষেত্ৰকেও অধিকার করিয়া লইবে, সেজন্ত আমাত্রে চিস্তা করা দরকার। পৃথিবীতে কোনো জায়গা ফাকা পড়িয়া থাকে না ; আমি যাহা ব্যবহার না করিব, অন্তে তাঙ্গ ব্যবহারে লাগাইয়া দিবে ; আমি যুদি নিজের প্রভু না হইতে পারি, অন্তে আমার প্রভু হইরা বসিবে ; আমি যদি শক্তি অর্জন না করি, অন্তে আমার প্রাপ্যগুলি অধিকার করিবে ; আমি যদি পরীক্ষায় কেবলি ফাকি দিই ; তবে সফলতা অন্তের ভাগ্যেই জুটিবে –ইহা বিশ্বের অনিবাৰ্য্য নিয়ম । হে বঙ্গের নবীন যুবক, তোমার দুর্ভাগ্য এই যে, তুমি আপনার সমুথে কৰ্ম্মক্ষেত্র প্রস্তুত পাও নাই। কিন্তু যদি তুমি ইহাকে অপরাজিতচিত্তে নিজের সৌভাগ্য বলিয়া গণ্য করিতে পার, যদি বুলিতে পার, নিজের ক্ষেত্র আমি নিজেই প্রস্তুত করি। তুলিব, তবেই তুমি ধন্ত হইবে । বিচ্ছিন্নতার মধ্যে পূখলা আনয়ন করা, জড়ত্বের মধ্যে জীবন বঙ্গদর্শন | [ ৪র্থ বর্ষ, ੋ । সঞ্চার করা, সঙ্কীর্ণতার মধ্যে উদার মহষ্যত্বকে আবাহন করা, এই মহৎ স্বষ্টিকার্য্য তোমার সমুথে পড়িয়া আছে—এজষ্ঠ আনন্তি হও! নিজের শক্তির প্রতি আস্থস্থাপন কর; নিজের দেশের প্রতি শ্রদ্ধারক্ষা কর এবং ধৰ্ম্মের প্রতি বিশ্বাস হারাইয়ে না। আজ আমাদের কর্তৃপক্ষ বাংলাদেশের মানচিত্রের মাঝখানে একটা রেখা টানিয়া দিতে উদ্যত হইয়াছেন, কাল তাহার। বাংলার প্রাথমিক শিক্ষা চারখানা করিবার সঙ্কল্প করিতেছেন, নিশ্চয়ই ইহা দুঃখের বিষয়—কিন্তু শুধু কি নিরাশ্বাস দুঃখভোগেই এই দুঃখের পর্য্যবসান ? ইহার পশ্চাতে কি কোনো কৰ্ম্ম নাই, আমাদের কোনো শক্তি নাই ? শুধুই অরণ্যে রোদন ? ম্যাপে দাগ টানিয়া মাত্র বাংলাদেশকে দুইটুকৃরা করিতে গবমেণ্ট, পারেন ? অার, আমরা সমস্ত বাঙালি ইহাকে এক করিয়া রাখিতে পারি না ? বাংলাভাষাকে গবমেণ্ট নিজের ইচ্ছামত চারখানা করিয়া তুলিতে পারেন ? আর, আমরা সমস্ত বাঙালি তাহার ঐক্যস্বত্রকে অবিচ্ছিন্ন রাথিতে পারি না ? এই যে আশঙ্কা, ইহা কিড নিজেদের প্রতি নিদারুণ দোষারোপ नt६? যদি কিছুর প্রতিকার করিতে হয়, তবে কি এই দোষের প্রতিকারেই আমাদের একান্ত চেষ্টাকে নিয়োগ করিতে হইবে না s সেই আমাদের সমুদয় চেষ্টার সম্মিলনক্ষেত্র, আমাদের সমুদয় উদ্যোগের প্রেরণাস্তল, আমাদের সমুদয় পূজা-উৎসর্গের નારાનં. ভাণ্ডার যে আমাদের নিতান্তই চাই আমাদের কয়েকজনের ষ্ট্রোতেই *ে*