পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৬৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এপার-ওপার। 4. আমি এপারের তীর, তুমি ওপারের মাঝখানে ময়ে যায় নদী ; আমি হেথা পড়ে’ আছি, তুমি আছ হোথী কি অন্তর মাঝে নিরবধি । নরনারী নিয়ে নিত্য খেয়াতরীখানি পারাপার করে আনাগোনা ; তাই সে তোমার সাথে, এতদূর থাকি চিরদিন তৰু জানাশোনা। এপারের যাহা,কিছু পাঠায়ে ওপারে श्रांश्रृंनि क्लङॉर्थ १छ इहे : ওপারের পদধ্বনি শুনিবার লাগি রাত্রিদিন সচকিত রই ; তুমি ছাড়া আমি মিথ্যা, আমি ছাড়া তুমি দু’য়ে তৰে এপার-ওপার, দেওয়া-নেওয়া, জানাশোনা, আনাগোনা দিয়ে সার্থকতা তোমার আমার । ঐযতীন্দ্রমোহন বাগচী