পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$e 8 বঙ্গদর্শন । দেখিয় রাজা স্বপ্নের সত্যতাসম্বন্ধে নিঃসন্দিগ্ধ হইলেন । - “পরদিন প্রভাতে তিনি রাজধানীতে যাইয়। লোকজন ও সৈন্তসামস্ত লইয়া আসিয়া বৃক্ষটিকে সমুলে তুলিয়া লইয়া গেলেন এবং মুনিবরের অনুজ্ঞামত যথাযথ তাহার দৈর্ঘ্যবিস্তার রক্ষণ করিয়া তাহণকে প্রতিষ্ঠিত [ ৩য় বর্ষ, জ্যৈষ্ঠ । করিলেন । সেই শালবৃক্ষই বর্তমান পঞ্চামুনি ।” লামার মুখে পঞ্চশমুনির এই ইতিহাস শ্রবণ করিয়া আমরা বিস্মিত হইলাম । শেষে বেল প্রায় ৪টার সময় চীনে হিন্দুদেবতা ও মহাকায় পঞ্চামুনি সম্বন্ধে নানাবিধ আলোচনা করিতে করিতে বাসায় ফিরিয়া আসিলাম । སྨིs-ས་ས་ 莎 গ্রন্থ-সমালোচনা । সোনার কমল —উপন্যাস । শ্ৰীদামোদর মুখোপাধ্যায় প্রণীত । মূল্য ২২ তুই টাকা দামোদরবানু উপহাস লিখিয়া যশস্বী হুইয়াছেন , এবং আমাদের ধারণা এই। যে, তিনি যশোলাভের যথার্থ অধিকারী । বর্তমান ঘটনা-প্রধান উপন্যাস-লেখকদিগের মধ্যে তাহার স্থান অতি উচ্চ । তাঙ্গার ভাষা সরল, প্রাঞ্জল, চিত্তাকর্ষক, অথচ গ্রাম্যতাদোষুের সংস্পর্শশুষ্ঠ । তাহার ভাব মার্জিত, সংস্কৃত, গাম্ভীৰ্য্যসম্পন্ন, অথচ কোথাও একটা ভাণ নাই । বৰ্ত্তমান উপদ্যাসখালি পড়িয়া প্রীত হইলাম । ইহা ডিটেকটিভের গল্পের স্টার কৌতূহলোদ্দীপক। বলিতে কি, ইহা ও একখানি ডিটেক্‌টিভেরই গল্প। তবে ডিটেকটিভের গল্পে কেবল ঘটনারই বৈচিত্র্য থাকে ; ইহাতে ঘটনাবৈচিত্র্য ও আছে, অথচ ভাবসন্নিবেশও আছে । বড় দুঃখের বিষয় এই যে, একটু নিন্দ করিতেও হইতেছে ! বাড়ীর বধুর ঠাকুর ঝিকে যে সম্পর্কবিরুদ্ধ ও কদৰ্য্য তামাসা করিয়া থাকেন, তাহণ আমরাও অবগত আছি । কিন্তু গ্রন্থকারের হাতে পড়িয়া ও যদি ঠাকুরঝিরা সংস্কৃত এবং মার্জিত হইতে না পারেন, সে অপরাধ ঠাকুরঝিদের নহে, গ্রন্থকারের নিজের । গডডলিকণপ্রবাহের জন্য ত গডডলিকাই আছে, মানুষ কেন ? বড়বপুর কুৎসিত তামাসার আমরা অনুমোদন করিতে পারি না । এতদ্ব্যতীত দামোদরবাবুর এই পুস্তক যে ভালই হইয়াছে, তাহা পুৰ্ব্বেই বলিয়াছি । - আমিত্বের প্রসার – প্রথম খণ্ড । কস্তচিৎ পরিব্রাঙ্গকস্ত । প্রধদুনাথ মজুমদার এম্‌ এ. বি. এল. কর্তৃক্ষ প্রকাশিত। মূল্য we বার মানা মাত্র । পুস্তকখানির নাম্ব জামিত্ত্বের প্রসার’ কিন্তু ইহার প্রতিপাদ্য বিষয়, আমিত্বের ধবংস । বাস্তবিকই আমি ও তুমি এই ৰে cखप्रख्यान, इशई छ जश्नाब्रवकन । **