পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર૪૭ বঙ্গদর্শন । [ ৩য়, বর্ষ, ভাত্র । হইলে, তাহা বাঙালীর বাহুবলের ও বঙ্গবিজয়ে মুসলমানের পক্ষে অলৌকিক শৌর্য্যবীৰ্য্য প্রদর্শনের প্রয়োজন থাকা প্রকাশিত করে । প্রকৃতপ্রস্তাবে দুই বৎসরের রণশ্রমে বিহার অধিকৃত হইলেও, দুইজন সৈনিকের অতিরঞ্জিত গল্পগুজবে মিনহাজ দুইশত অশ্বারোহীর দ্বারা বিহারবিজয় স্বসম্পন্ন হওয়া লিপিবদ্ধ করিয়া ইতিহাসে যে অলৌকিকত্বের স্থানদান করিয়াছেন, বঙ্গবিজয়ের বর্ণনা করিবার সময়েও সেইরূপ সৈনিকের গল্পগুজব অবলম্বন করিয়া সপ্তদশ আশ্বারোহীর নবদ্বীপ-অধিকারের এক অসম্ভব কাহিনী ইতিহাসে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন । প্রকৃতপ্রস্তাবে কতদিনে কি উপায়ে বঙ্গভূমির কোন অংশ অধিকার করিতে বক্তিার খিলিজি কৃতকাৰ্য্য হন, তাহার আলোচনা করিলে সপ্তদশ অশ্বারোহীর অলৌকিক বীরত্ব নিতাস্ত গল্পগুজব বলিয়াই প্রেতিভাত হয় । যে কারণেই হউক, বিহারবিজয়ের পরেই যে বক্তিয়ার বাঙলার সনন্দলাভ করেন, সে কথা মুসলমানের ইতিহাসে সৰ্ব্ববাদিসন্মত ঐতিহাসিক সত্যরূপে স্বীকৃত । এই সনন্দ লাভ করিবার সময়ে বঙ্গভূমি স্বাধীন ; লক্ষ্মণাবতী বা গৌড় সে স্বাধীনরাজ্যের ভারতবিখ্যাত রাজধানী ; তজ্জন্স ৰক্তিয়ারের সনন্দে নবদ্বীপের পরিবর্তে লক্ষেীৰ্তী অর্থাৎ লক্ষ্মণাবতীর উল্লেখ দেখিতে পাওয়া যায় । এই লক্ষ্মণাবতী অধিকারের জন্তই সনন্দ প্রদত্ত হয়। নবদ্বীপ রাজধানী থাকিলে সনন্দে নবদ্বীপের নামই উল্লিখিত इरेड । । লক্ষ্মণাবর্তী উত্তরবঙ্গের স্ববিখ্যাত রাজধানী। তাহার পশ্চিমে মিথিলা এবং কাস্থ্যকুজান্তর্গত জয়চক্সের কাশীরাজ্য। জয়চক্রের রাজ্য ইতিপূৰ্ব্বে মুসলমানের অধিকারভুক্ত হওয়ায়, মিথিলার সীমা পর্য্যস্ত মুসলমানসেনার আক্রমণপথ পরিষ্কত হইয়াছিল । বিহার এবং মুঙ্গের মুসলমানের করতলগত হওয়ায়, লক্ষ্মণাবতীর নিতান্ত নিকটবৰ্ত্তী স্থানে সেনাসমাবেশ করিবারও স্বযোগ উপস্থিত হইয়াছিল । নবদ্বীপ-আক্রমণের পক্ষে এরূপ সুযোগ বৰ্ত্তমান ছিল না । তাহা বাগড়ীর অন্তর্গত বলিয়া, উত্তরে লক্ষ্মণাবতী ও পশ্চিমে রাঢ়রাজ্য দ্বারা স্বভাবতই সুরক্ষিত ছিল । প্রথমে উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গ অধিকার না করিলে, নবদ্বীপ আক্রমণ ও অধিকার করিবার উপায় ছিল না । সুতরাং বঙ্গভূমির মধ্যে প্রথমে নবদ্বীপ মুসলমানকর্তৃক সহসা আক্রান্ত হওয়ার কথা নিতান্তই রচা-কথা । বক্তিয়ার জীবিত থাকিতে রাঢ় অধিকার করিতে না পারায়, তাহার দ্বারা নবদ্বীপ অধিকৃত হওয়ার কাহিনী ও নিতান্ত অবিশ্বাসজনক বলিয়া বোধ হয় । নবদ্বীপে রাজধানী থাকা সত্য হইলে, মুসলমানবীর ৰক্তিয়ার খিলিজি নবদ্বীপেই রাজধানী স্থাপন করিতেন । কিন্তু মুসলমানের ইতিহাসে দেখিতে পাওয়া যায়,—লক্ষ্মণাবতীতেই মুসলমানের প্রথম রাজধানী প্রতিষ্ঠিত হইয়াছিল । অতঃপর বক্তিয়ার খিলিজি যে যে স্থানে যুদ্ধকলহে লিপ্ত হইয়াছিলেন, সে সমস্তই উত্তরবঙ্গে , মুসলমানগণ দেশজয় করির পাত্রমিত্র ও সেনানায়কগণকে জায়গীর দিয়া দেশ শাসন করিতেন ; উত্তরবঙ্গেই এইরূপ