পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘ථිඵණ এমাসনের বাড়ীর সম্মুখেই, রাজপথের পরপারে, কনকর্ড দর্শনবিদ্যালয়ের পশ্চাতে (Concord School of Philosophy) বহুবৃক্ষরাজিশোভিত পৰ্ব্বতশ্রেণী। তাহার বাটার অব্যবহিত পশ্চাতে বিস্তীর্ণ গিরিউপত্যক, তাহারই প্রান্তদেশে অপর এক পৰ্ব্বতমালার পাদদেশ ধৌত করিয়া মৃদুমন্দগতিতে এক কলকলনদিনী গিরিনদী সুদূরপ্রান্তরাভিমুখে বহিয়া চলিয়াছে । বসন্তে এই বিচিত্র বনস্থলী বর্ণনাতীত শোভা ধারণ করিয়া থাকে । সম্মুখস্থ গিরিপার্শ্ব তখন উচ্ছ,সিতজীবন তরুলতাদির বিচিত্র বর্ণে ও গন্ধে অপার্থিব গৌরবে পরিপূর্ণ হইয়া উঠে। পশ্চাতে প্রান্তরভূমি শুামলমস্থণ তৃণপুঞ্জে স্বকোমল স্বষময় ভরিয়া যায় । আতটপ্লাবিনী কল্লোলিনী যৌবনের পসর লইয়। বহিয়া যাইতে থাকে । আর তাহারই তীরদেশে, সে সৌন্দর্য্যে বিমুগ্ধ হইয়া যেন, পৰ্ব্বতমালা নিৰ্ব্বাকৃ-নিশ্চল হইয়া অধোমুখে সে নিরুপম রূপরাশি পান করিয়া • কৃতার্থ হয়"। কবিপ্রতিভা-পরিপোষণের জন্যই যেন বিধাতা কনকর্ডকে এমন করিয়া রচনা করিয়াছেন । - প্রকৃতির এই বিচিত্র লীলাভূমিতে এমাসনের অধ্যাত্মজীবন আজন্ম অতিবাহিত হইয়াছিল। এমাসন আশৈশবই নীরবে, নির্জনে, এই পৰ্ব্বত, উপত্যক, প্রশস্তর ও কল্লোলিনীর সহচর হইয়া, তাহাদেরই মধ্যে দিবসের অধিকাংশ সময় অতিবাহিত করিতেন । আপনার অধীষ্ঠ গ্ৰস্থাদিতে মানবজাতির যে সকল প্রাচীন গৌরবকাহিনী অধ্যয়ন করিতেন, এই সকল গিরিনদাদির বঙ্গদর্শন । [ ৩য় বর্ষ, কাৰ্ত্তিক । মধ্যে কল্পনাচক্ষে তাহারই যেন পুনরভিনয় দর্শন করিতেন । এমাসনের পুত্রের মুখে শুনিয়াছি যে, এই বনস্থলী এমাসনের চক্ষে এক মায়াপুরীর দ্যায় দৃষ্ট হইত। It was an enchanted forest or a cloud of witness. There in a moment they have seen The buried past arise : The fields of Thessaly grew green Old gods forsook the skies. আমরণ এমাসন প্রকৃতির প্রিয়শিয্য ছিলেন । স্বদেশীয় যুবকগণকে তিনি সৰ্ব্বদাই নীরবে, নির্জনে, দিনের মধ্যে অন্তত কিছুকাল, প্রকৃতির সহবাস করিতে উপদেশ দিতেন । বনে-জঙ্গলে একাকী যাইয়া কি করিব—কেহ এরূপ প্রশ্ন করিলে, তিনি বলিতেন—কান পাতিয়া শুনিও—-Listen । প্রকৃতির অমুশীলনসম্বন্ধে শিক্ষার্থীদিগকে তিনি দুটি উপদেশ দিতেন, এক—একাকী ভ্রমণ করিও —roam alone, অপর—একটা Coteatsbi gifts— keep a journal. এম সিন বলিয়াছেন যে— In the woods a man casts off his years as the snake his slough, and at what period soever of life, is always a child. অর্থাৎ বনে-জঙ্গলে, সৰ্প যেরূপ আপনার খোলস ত্যাগ করে, মানুষ সেইরূপ আপনার বাৰ্দ্ধক্যের খোসা ত্যাগ করিয়া শিশু হইয়া যায় । আবার—এই বনে-জঙ্গলেই চিরযৌবন বিরাজ করে । - In the woods is perpetual youth. Within these plantations of God,