পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\odo বঙ্গদর্শন । [ ৩য় বর্ষ, অগ্রস্থায়ণ । জাসির প্রবেশ করিল, অন্নদাবাবু তীতভাবে তাহাদের মুখের দিকে চাছিলেন । ষোগেজ কহিল, “বাবা, তুমি ষে রমেশকে এতদূর-পৰ্য্যস্ত বাড়াবাড়ি করিতে দিবে, তাহ। . কে জানিত ? এমন জানিলে আমি তোমাদের সঙ্গে তাহার আলাপ করাইয়া দিতাম न' ॥* . * অন্নদাবাৰু। রমেশের সঙ্গে হেমনলিনীর 姆 ৰিবাহ তোমার অভিপ্রেত, এ কথা তুমি ত আমাকে অনেকবার বলিয়াছ। বাধা দিবার ইচ্ছা যদি তোমার ছিল, তবে আমাকে— যোগেন্দ্র । অবশু একেবারে বাধা দিবার কথা আমার মনে আসে নাই, কিন্তু তাই বলিয়া— • অন্নদণবাবু। ঐ দেখ, ওর মধ্যে “তাই বলিয়া” কোথায় থাকিতে পারে । হয় অগ্রসর হইতে দিবে, নয় বাধা দিবে, এর মাঝখানে `ब्षiब्र नःि ख्षi८छ् ? ৰোগেজ। তাই বলিয়া একেবারে এতটা-দুর অগ্রসর— অক্ষর হাসিয়া কছিল, “কতকগুলি জিনিৰ আছে যা আপনার ঝোকেই অগ্রসর হইয়। পড়ে, তাহাকে আর প্রশ্রয় দিতে হয় না— বাড়িতে বাড়িতে আপনিই বাড়াবাড়িতে গিয়া পৌছায়। কিন্তু যা হইয় গেছে, তা লইয়। তর্ক করিয়া লাভ কি ? এখন যা করা . কর্তব্য, তাই অালোচনা কর।” অন্নদাবাৰু ভঙ্গে ভয়ে জিজ্ঞাসা করিলেন— *রমেশের সঙ্গে তোমাদের দেখা হইয়াছে ?” যোগেন্দ্র । খুব দেখা হুইয়াছে—এত দেখ আশা করি নাই। এমন কি, তার স্ত্রীর সঙ্গেও পরিচয় হইয়া গেল । अब्रनांबांबू निर्दिीकू विम्बरब्र छांश्बिा ग्रंस्-ि লেন । কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করিলেন— “কার স্ত্রীর সঙ্গে পরিচয় হইল ?” যোগেন্দ্র । রমেশের স্ত্রী । অন্নদণবাবু। তুমি কি বলিতেছ, আমি কিছুই বুঝিতে পারিতেছি না। কোল জমেশের স্ত্রী ? ষোগেজ । আমাদের রমেশের । পাচছয়-মাস আগে যখন সে দেশে গিল্প ছিল, তখন সে বিবাহ কল্পিতেই গিয়াছিল। অন্নদাবাবু। কিন্তু তার পিতার মৃত্যু হইল বলিয়া বিবাহ ঘটিতে পারে নাই । যোগেন্দ্র । মৃত্যুর পূর্বেই বিবাহ হইয়। গেছে । অন্নদীবাবু স্তব্ধ হইয়া বসির মাথায় হাত বুলাইতে লাগিলেন । কিছুক্ষণ ভাৰিয়া বলিলেন, “তবে ত আমাদের হেমের সঙ্গে তাহার বিবাহ হইতেই পারে না ।” যোগেন্দ্র । আমরা ত তাই বলিতেছি— অল্পদাবাবু। তোমরা ত তাই বলিলে, এদিকে যে বিবাহের আয়োজন সমস্তই প্রায় ঠিক হইয় গেছে—এ রবিবারে হইল না বলিয়া তাহার পরের রবিবারে দিন স্থির করিয়া চিঠি বিলি হইয়া গেছে—আবার সেটা বন্ধ করিয়া ফের চিঠি লিখিতে হইবে ? যোগেন্দ্র কহিল—“একেৰায়ে ৰন্ধ করিবার দরকার কি—কিছু পরিবর্তন কল্পিয়t কাজ চালাইয়া লওয়া ৰাইতে পারে ।” অন্নদাবাৰু আশ্চৰ্য্য হইয়া কছিলেন“ওর মধ্যে পরিবর্তন কোনখানটা কৱিৰে ?” যোগেজ। যেখানে পরিবর্তম কল্প সম্ভব, সেইখানেই করিতে হইবে। রমেশের বদলে