পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৫২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নারী । - (>) উষার কিরণপাতে হেরি তোমা’ পেলৰ কলিক। কুমুমিত কিশোরী বালিকা স্মিতবিকসিত মুখে জাগাইয়া রাখ অম্লখন প্রিন্থ তব পিতার ভবন নদীকূলে সন্ধ্যাকালে শিবপুজারত কুতুহল হে কুমারি কুসুমকুন্তলা । - (ミ) পূৰ্ব্বাহ্লে নেহরি তোমা’ নব-পট্টম্বর-পরিহিত মুগ্ধমুখী অয়ি বিলজ্জিত নবীন প্রণয়ডোরে বদ্ধ কর তব প্রাণপতি নববধু অয়ি তুমি সতি । জননীর বক্ষ হ’তে ছিড়ি তারে লহে গো দুৰ্ব্বার কমনীয় দু’বাহু তোমার । - (م ) মধ্যাহ্লে নেহারি তোমা’ মুক্তিমতী জননীর ৰেশে গৃহাঙ্গনে দাড়াইলে হেসে যেটুকু আপন প্রেমে হরেছিলে লক্ষগুণ তার হাস্তমুখে দাও অনিবার শাস্তি আর স্নেহৰূপে ঝরে পড় শতধা হইয়া নিজ দুঃখস্থখ পাশরিয়া । (в) প্রদোষে নিরখি তোমা’ শুভ্ৰবেশ তাপসী গভীর ধ্যানপরায়ণ অয়ি ধীরা জগতের বহু উৰ্দ্ধে নিত্য তুমি রহ আনন্দিতা অয়ি পুণ্যকুসুমভূষিত কল্যাণ করুণহস্তে নিত্য তুমি কর বরষণ আশীৰ্ব্বাদে নবীন জীবন । - (t) হে কুমারি তব স্নিগ্ধ বিকশিত হসিত বদন ब्ट्यष् ग्रञ्च नश्ननबब्रि