পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৫৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নৌকাডুবি । ASAAAS A SAS SSAS SSAMSTSAAAAAAS AAAASS ૨ જ পরদিন কমলা যখন ঘুম হইতে জাগিল, তখন ভোর রাত্রি । চারিদিকে চাহিয়া দেখিল, ঘরে কেহ নাই । মনে পড়িয়া গেল, সে জাহাজে আছে । আস্তে আস্তে উঠিয়। CBB BB BB BBB B ggBBSBBBB BBBBB উপর স্বক্ষ একটুখানি শুভ্র কুয়াশার আচ্ছাদন পড়িয়াছে— অন্ধকার পা ধুবণ হইয়া আসিমাছে এবং পূর্বদিকে তরুশ্রেণার পশ্চাতের আকাশে স্বর্ণচ্ছটা ফুটিয়া উঠিতেছে । দেখিতে দেখিতে নদীর পা ধুর নীলধারা জেলে-ডিঙির শাদn-শদি। পাল গুলিতে খচিত হইয়া উঠিল । কমল। কোনমতেহ ভাবিয়া পাইল না, তাহার মনের মধ্যে কি-একট। মূঢ়-বেদন। পীড়ন করিতেছে । শরৎকালের এই শিশিরবাষ্প স্বর। ভধ। কেন আণ জ তাহার আনন্দমুক্ত ডদঘাটন করতেছে7 লn ? কেন একট। অশ্রুজলের অবেস বালিকার বুকের ভিতর DJBB BeeS BYDD EaCBBB BSBB BBBB আকুল হহয়। উঠিতেছে ? এই নদাতারের দৃগু কাল তাহার পুলকি ও কোত্ত্ব হলকে কেবল দোল দতেছিল, রাত্রির মধ্যে কিএমন পরিবর্তন হইল, যাহাতে বাহিরের শাহবানে তাহার হৃদয় আর সাড়া দিল না ? হঠাৎ কুমলার মনে হইল, সে অত্যন্ত একলা; তাহার কেহ নাই । কালও রমেশের সঙ্গ তাহার চারিদিকে ঘিরিয়া ছিল, আজ মাঝখানে যেন একটা ফাক হইয় গেছে । বৃস্ত শিথিল হইম আসিলে ফুলটি যেমন ভয়েভয়ে থাকে, বৃহৎ পৃথিবীর মধ্যে আজ কমল৷ তেমনি একটা ভয় অনুভব করিতে লাগিল । তাহার শ্বশুর নাই, শাশুড়ি নাই, সঙ্গিনী নাহ, স্বজন-পরিজন কেহই নাই, এ কথা কাল, ত তাঙ্কণর মনে ছিল না—ইতিমধ্যে কি ঘটিয়াছে, যাহাতে আজ তাহার মনে হইতেছে, একল রমেশমাত্র তাহার সম্পূর্ণ নির্ভরস্থল নহে ? কেন মনে হইতেছে, এই বিশ্বভুবন অত্যন্ত বৃহৎ এবং সে বালিকা অত্যন্ত ক্ষুদ্র ? কমলা অনেকক্ষণ দরজা ধরিয়া চুপ করিয়া দাড়াহয়৷ রহিল । নদীর জুলপ্রবাহ তরল স্বর্ণস্রোতের মত জলিতে লাগিল । খালাসির। তখন কাজে লাগিয়াছে, এঞ্জিন ধৰুধক করিতে আরম্ভ করিয়াছে—নোঙর-তোল৷ ও জাহাজ-ঠেলাঠেলির শব্দে অকালজাগ্রত শিশুর দল নদীর তীরে ছুটিয়া আসিয়াছে। এমন-সময় রমেশ এই গোলমালে জাগিয়াউঠিয়া কমলার খবর লইবার জন্ত তাহার দ্বারের সম্মুখে আসিয়া উপস্থিত হইল । কমল৷ চকিত হইয়া, আচল যথাস্থানে থাক-সত্ত্বেও তাহা আর-একটু টানিয়া আপনাকে যেন: বিশেষভাবে আচ্ছাদনের চেষ্টা করিল।" রমেশ কহিল, “কমল, তোমার মুখ-হাত ধোওয়া হইয়াছে ?” এই প্রশ্নে কেন ষে কমলার রাগ হইতে পারে, তাহ তাহাকে জিজ্ঞাসা করিলে সে কিছুতেই বলিতে পারিত না । কিন্তু হঠাৎ