পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৫৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ সংখ্যা । ] নৌকাডুবি । (to S সঙ্কট ঘনাইতেছে, অথচ শক্তি কোন কাজ করিতেছে না, নিজের হাত হইতে সমস্ত রাশ খসাইয়া-দিয়া চোখ-বাধা ঘোড়ায় মর্জি অনুসারে থানখন্দের দিকে ছুটিয়া চলিয়াছি, পুরুষের পক্ষে এমন ধিক্কার আর কিছুই নাই। রমেশ তাহার উদ্দেশ্যহীন নর্দাযাত্রায় আপনাকে কাপুরুষ বলিয়। বারবার লাঞ্ছিত করিতে লাগিল। রমেশ মনে মনে নিজেকে সম্বোধণ করিয়া এই কথ। বলিতে লাগিল – “তুমি যে অন্তায় কর নাই” ইহাই তোমার সা স্বনার কারণ নহে—তুমি কাপুরুষ— কাপুরুষের ভাগে সফলতা নাই -- কাপুরুষ, সস্তরণশক্তিহীন মজ্জমান ব্যক্তির হ্যায় নিজেকে ও নিজের সমস্ত আশ্রয় ও আশ্রি তে অতলের দিকে টানিয়া লইয়া যায় ।” স্নান সারিয়৷ কমলা যখন তাহার কাম্ রায় অাসিক্স৷ বসিল, তখন তাহার দিনের কন্ম তাহার সম্মুখবর্তী হইল । কাধের উপর হহতে অ1চলে-বtধা চাiবর গোছ। লইয়। কাপড়ের পোট ম্যাণ্টে খুলিতেই তাছার মধ্যে ছোট ক্যাশবাক্সটি নজরে পড়িল । এই ক্যাশবাক্সটি পাই য়। কাল কমধ। একটি নুতন গৌরব লাভ করিয়াছিল । তাহার একটি স্বাধীন শক্তি আসিয়াছিল । তাই সে বহুযত্ন করিয়া বাক্সটি ৩tহার কাপড়ের তোরঙ্গের মধ্যে চাবি-বন্ধ করিয়। রাখিয়:ছিল। আজ কমল৷ সে বাক্স হাতে তুলিয়ালহয়। উল্লাসবে,ধ করিল না । আজ এ বাক্সকে ঠিক.নিজের বাক্স মনে হইল ন৷ ইহ রমেশেরই যাক্স । এ বাক্সের মধ্যে কমলার পূর্ণস্বাধীনতা নাই । সুতরাং এ টাকার বাক্স কমলার পক্ষে একটা ভারমাত্র । হাতে রমেশ ঘরের মধ্যে প্রবেশ করিয়া কহিল —“খোলা বাক্সর মধ্যে কা হেঁয়ালির সন্ধান পাইয়াছ ? চুপচাপ বসিয়া যে ?” . কমলা ক্যাশ বাক্স তুলিয়া-ধরিয়া কহিল— “এই তোমার বাকা ।” রমেশ কহিল—“ও আমি লইয়া কি করিব !” কমলা কহিল—“তোমার যেমন দরকার, সেই বুঝিয়া আমাকে জিলিযপত্র আ লাইয়। দণ ও ৷” রমেশ । তোমার বুঝি কিছুই দরকার নাই ? কমল ঘাড় ঈষৎ বাক।ইয়া কহিল, “টা কায় আমার কিসের দরকার । রমেশ হাসিয়া কহিল, “এত-বড় কথাট। কয়জন লোক বলিতে পারে । যা হোক, যেট। তোমার এত অনাদরের জিনিয, সেইটেই কি পরকে দিতে হয় ? আমি ও লইব কেন ?” • কমল। কোলে উত্তর না করিরা মেজের উপর ক্যাশ বাক্স রাখিয়া দিল । রমেশ কহিল, “ আচ্ছ কমলা, সত্য করিয়৷ বল, আমি আমার গল্প শেষ করি নাই বলিয়। তুমি আমার উপর রাগ করিয়াছ ?” কমলা মুখ নীচু করিয়া কহিল, “রাগ কে করিয়াছে ?” রমেশ । রাগ যে না করিয়াছে, সে ঐ ; ক্যাশ ব্যাক্সটি রাখুক্‌--তাহা হইলেই বুঝিব, . তাহার কথা সত্য । কমলা। রাগ না করিলেই বুঝ ক্যাশ বাক্স রাখিতে হইবে ? তোমার জিনিষ তুমি বাথ না কেন ? রমেশ । আমার জিনিষ ত নয়-দিয়া