পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৫৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাদশ সংখ্যা । } রাধিয়া, খাওয়াইয়া কমলার হৃদয়শ্রোত অশবার সমস্ত বাধা অতিক্রম করিয়া চলিয়৷ গেল—আবর্ত কাটিয়া গেল, যাহা-কিছু জমিতেছিল এবং ঘুরিতেছিল, তাহা সমস্ত ভtসিয়া গেল । সে আপনার কথা আর কিছুই ভাবিল না । আশ্বিনের সুন্দর দিনগুলি নদীপথের বিচিত্র দৃশুগুলিকে য়ুমণীয় করিয়া তাহারি মাঝখানে কমলার এই প্রতিদিনের অঙ্গনন্দিত গৃহিণীপনাকে যেন সোনার জলের ছবির মাঝখানে একএকটি সরল কলিতার পুষ্ঠার মত উলণইয়। সাইতে লাগিল । কৰ্ম্মের উৎসাহে দিন আরম্ভ হৃষ্টত । উমেশ আজকাল আর ষ্টীমার ফেল করে না— কিন্তু তাতার ঝুড়ি ভৰ্ত্তি হইয় আসে । ক্ষুদ্র ঘরকন্নার মধ্যে উমেশের এই সকালবেলাকার ঝুড়িটা একট। পরম কৌতুহলের বিষয় । "এ কিয়ে, এ যে লাউ-ডগ। • গুমা. সজনেয় খাড়া তুই কোথ। হইতে জোগাড় করিয়া আনিলি ? এই দেখ দেখ, খুড়োমশায়, টক-পালং, যে এই খাটার দেশে পাওয়া যায়, তাহ" ত আমি জনিতাম না !” ঝুড়ি লইয়া-রোজ সকালে এষ্টরূপ একটা কলয়ৰ উঠে । যেদিন রমেশ উপস্থিত থাকে, সেদিন ইহায় মধ্যে একটু বেম্বর লাগে—সে চৌধ্য সন্দেহ না করিয়া থাকিতে পারে না । কমল উত্তেজিত হইরা বলে, “বtঃ, আমি নিজের হাতে উছাকে পয়স। গণিস্থা দিয়াছি ”— 锣 রমেশ বলে--"তাছাতে উস্থার চুল্লিয় - বিধা ঠিক ৰিও৭ বাড়িয়া যায় ! পয়সাটাও চুরি করে, শাকও চুরি করে।” ই নৌকাডুবি । 《 》 এই বলিয়া রমেশ উমেশকে. ডাকিয়৷ বলে -“আচ্ছ, হিসাব দে দেখি !” তাহাতে তাহার একবারের হিসাবের সঙ্গে অার একবারের হিসাব মেলে না । ঠিক দিতে গেলে জমার চেয়ে খরচের অঙ্ক বেশি হইয় উঠে । ইহাতে উমেশ লেশমাত্র কুষ্ঠিত হয় না । সে বলে, “আমি যদি হিসাব ঠিক রাখিতে পাক্সিব, তবে আমার এমন দশা হইবে কেন ? আমি ত গোমস্ত হইতে পারিতাম, কি বলেন দাদাঠাকুর ?” চক্ৰবৰ্ত্তী বলেন, “পরের পাপের এত স্বাক্ষ্ম হিসাব যদি আমরা রাখিব, তবে চিত্রগুপ্ত যমের মাইনে থাইতেছে কিসের জষ্ঠ ? রমেশবাবু, আহারের পয় আপনি উহার বিচার করিবেন, তাহ হইলে সুবিচার করিতে পারিবেন।---আপাতত আমি এই ছোড়াটাকে উৎসাহ না निबं থাকিতে পারিতেছি না । উম্শে, বাবা, সংগ্ৰহ করার বিদ্যা কম বিদ্য লক্ষ্ম—অল্প লোকেই পারে । চেষ্টা সকলেই করে—কৃতকাৰ্য্য কয়জনে হয় ? রমেশবাবু, গুণীর মর্য্যাদা আমি বুঝি । সজলে-খাড়ার সময় এ নয়, তবু এত ভোরে এই বিদেশে সজনের খাড়া করজন ছেলে জোগাড় করিয়া আনিতে পারে বলুন দেখি ! মশায়, সন্দেহ করিতে অনেকেই পারে- -কিন্তু সংগ্ৰহ করিতে হাজারে একজন পারে !” • রমেশ । খুড়ো, এট। তাল হইতেছে না, উৎসাহ দিয়া অন্তায় করিতেছেন । চক্ৰবৰ্ত্তা । ছোড়াটা চুরি করিয়াছে কি ম, নিশ্চয় জানা নাই, স্থতয়tং দণ্ড দেওয়৷ অসম্ভব ; কিন্তু ও ষে সজ্জনের খাড়া জানি