পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উৎকল-প্রসঙ্গে। ( २ ) রাজা মরকত কেশরী যে স্থানে মহানদী দ্বিধা বিভক্ত হইয়াছে, সেই স্থানটিকে প্রাকৃতিক দ্বস্তর পরিখ-বষ্টিত মনে করিয়া সেই স্থানেই কটক রাজধানী স্থাপন করেন । बर्षीकांtज cधझे नलौ डौब१ च्त्रांकांद्र थांद्र१ করে, নানা স্থানে ভীতি-উৎপাদক প্রকাণ্ড প্রকাও আবৰ্ত্ত উৎপাদিত হয়, নানা নদী আসিয়া মহানদীর কলেবর-বৃদ্ধির সগর্তা করে ; সুতরাং বহিঃশত্রু আসিয়া এই দুরা ক্রম্য স্থানে সহসা উপস্থিত হইতে পরিবে ন!—য়াজ। এই সমস্ত বিষয় চিন্তা করিয়াই স্থানটি মনোনীত করিয়াছিলেন । রাজধানী-নিৰ্ম্মাণের পর , যশন দেখিলেন, মহানদীর জলপ্লাবনে অচিরেই নগরটি বিনষ্ট হইতে পারে, তখন তিনি মহানদীর দ্বিতীয় শাখা কাঠষুড়ীর তীরভূমিতে বজ্রকল্প প্রস্তরখণ্ড দ্বার। বিপুল বজ্রকল্প বন্ধনীর (Revetment) স্বষ্টি করিলেন । বগয়াকারে মহানদী এই স্থানটিকে বেষ্টন করিয়াছে বলিয়া এই স্থানটি বলয়বটী কটক এই নামে অভিহিত হইয়াছে ; চক্রাকারে নগরটি পরিদৃগুমান হইত বলিয়া স্থানটি চক্রবাটী কটক নামে কীৰ্ত্তিত হইয়াছে। ভূ কবলিত পৰ্ব্বতের সমতলভূমিতে নগরটি অবস্থিত বলিয়। সামুবাটী কটক নামে কথিত হইয়াছে, অথব৷ এই নগরে সেনানিবাস স্থাপিত হইয়াছিল বলিয়া সেনাবাটী কটক এই নামে নগরের নামকরণ হইয়াছে বলিতে পারি না । " মগরের নামে পরে खम*८णद्र७ मttगव्र ऋष्टि झम्र । कन्नैकদুর্গের নাম বারবাটী, এই স্কুর্গের মধ্যে दf9f 5श्ब्र fहण, * ७ई छ छहे कूtर्कीद्र নাম বার পাট হুইয়াছে । আইন-ইআকবরি পাঠে জানা যায়, এই দুর্গে ধূসর বর্ণের গ্রানাইট প্রপ্তরে নিৰ্ম্মিত নব তল গৃহ ছিল । কেহ কেহ এই দুর্গের ণিয়া ত৷ উড়িষ্যার শেষ রাজা মুকুন্দদেব, কেহ কেহ পুরুষোত্তম-মন্দিরের নিৰ্ম্ম তা অনঙ্গ ভীমদেব বলয়া নিৰ্দ্ধেশ করেন । যিনিই হউন, তাহার যে উন্মুস পিপুল রাজকোষ বহু বর্ষের জন্য শূন্ত করিয়া এষ্ট দুর্গ-প্রাসাদের নিৰ্ম্ম:ণের জন্ত বহুবর্ষ ব্যপী ধন ধারার মহ কৃষ্ট হইয়া ছল, সন্দেহ নাই । যে দুর্গ-প্রাসাদের নিৰ্ম্মাণের জন্ত দেশের প্রধান প্রধান স্থপতির, প্রধান প্রধান শিল্পীর, প্রধান প্রধান ভাস্কয়ের চিস্তানিপুণ বুদ্ধি ও কৰ্ম্মনিপুণ হস্ত বহু বর্ষ ব্যাপিয়া নিয়োজিত ছিল, যে বিপুল রাঙ্গ-প্রাসাদকে সুসজ্জিত করিবার জন্ত, বিভূষিত করিবার জন্ত নানা দিগ দেশ হইতে বহুবর্ষ ব্যাপিয়া বহুমূল্য সৌন্দৰ্যবৰ্দ্ধক

  • ঐতিহাসিকদিগের এইরূপ একটি ভ্রম হইয়।ছিল ; এই ভ্ৰমে পতিত হইয়া আইন-ই-আকবরিকার দুর্গন্থ নরট চত্বর দেখিয়া বিন্মিত হইয়াছিলেন: কোন গোন ঐতিহাসিক আবার “বার” শব্দের পরিবর্তে সংস্কৃত “বরাহ” শব্দের ব্যবহার করিয়াছেন। উংকলে “বাট|”

•यक बिब्र अब्रिभ१, बाङ्ग वाणे भििभङ इप्ङि দুর্গটি স্থাপিত হইয়াছিল, সেই জঙ্ক দুর্গটির নাম বারবাটী হুইয়াছে । ৩ বিঘায় এক মান, ২৭ মানে এক বাট ।