পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cev (F) ভদ্রতা ও বিনয়- দুৰ্ব্বলতা, স্যায়পরতা— দুৰ্ব্বলতা, ধৰ্ম্মজ্ঞান—বিষয়বুদ্ধির অভাবের পরিচায়ক । সৌভাগ্যের বিষয় সংলারচন্দ্র সে আদর্শকে কখনও সম্মান করিতে পারেন নাই। তিনি শাস্ত, সংযত, আড়ম্বর-শূন্ত হইয়। নিজের কৰ্ত্তব্য সম্পাদন করিয়া গিয়াছেন। তিনি স্বার্থকে ধৰ্ম্মের দ্যায়ের আসনে বসান নাই। কৰ্ত্তব্যনিষ্ঠা এবং প্রভূপরায়ণ ত। তাহার জীবনের সৰ্ব্বকৰ্ম্মের ভিত্তিস্বরূপ ছিল । রাজনতিক ক্ষেত্রে ধৰ্ম্মকে বজায় রাখিয়া র্যাহার। রাজ্যশাসনকার্যে ব্ৰতী হয়েল, তাহীদের পক্ষে এ পথ যে কত কঠিন এবং বিপদসঙ্কুল, তাহা বিস্তারিত ভ:বে বলা সম্ভব নহে। সংসারচন্দ্র ধৰ্ম্মের এবং দ্যায়েয় সহস্ৰ সংযমের মধ্যে স্বাঞ্ছা করিয়া গিয়াছেন—তাত তাহার মত র্যাহারা ধৰ্ম্মকে একমাত্র মানদণ্ড এবং ভয় করিবায়ু বস্তু বলিয়া জানেন—যাহার! ধৰ্ম্ম ব্যতীত অন্ত কিছুতেই ভীত হ’ন না-ৰ্তাহাদের পক্ষেই সম্ভব । রাজপুত এবং রাজপুতানুরি বিশেষতঃ জয়পুরের ইতিহাস, আচার-ব্যবহার প্রভৃতি সম্বন্ধে সংসারচন্দ্রেয় ষে ঘনিষ্ঠ পরিচয় ছিল— তাছা মহারাজ এবং মন্ত্রিসভার সদস্তমণ্ডলীর নিকট রাজ্যের নানা জটিল বিষয়ের মীমাংসার পক্ষে অমূল্য ছিল। তাছার চরিত্রের প্রভাবেই জয়পুর রাজ্যের স্তন্তস্বরূপ দুৰ্দ্ধৰ্ষ রাজপুতসর্দারগণ সসম্মানে এই দ্যtয়ুনিষ্ঠ বাঙ্গালীর নিকট অবনত হইয়াছিলেন । পক্ষান্তরে ভারত গভর্ণমেণ্ট এব পর পর অনেক রেসিডেন্ট এবং রাজপুতানাস্থিত গভর্ণমেণ্টের প্রতিনিধিগণ বঙ্গদর্শন | ১৩শ বর্ষ, আশ্বিন, ১৩২০ ংসারচঞ্জকে একান্ত বিশ্বাস করিঙেন এবং তাহর একবাক্যে হার রাজভক্তি, কৰ্ম্মনিষ্ঠা এবং উদার শাসনপ্রণালীর মুখ্যাতি করিয়া C该a - মহারাজ এবং ভারত গভর্ণমেণ্ট কেহই সাধু প্রকৃতি প্রভুপরায়ণ সংসারচন্দ্রের প্রতি যথাবোগ্য সম্মান প্রদর্শনে ক্রটি করেন নাই । অভিষেক-দরবারে মহারাজের সহিত বিলাতপ্রবাস কলে সম্রাট সপ্তম এডবার্ড তাছাকে “করোনেশন মেডেল" এবং তাহার পর পৎসর দিল্লী-দরবারে ভারত গভর্ণমেণ্ট তাখাকে “রাষ্ট্র বাহাদুর" উপাধি প্রদান করেন । ১৯০৫ খৃষ্টাব্দে বৰ্ত্তমান সম্রাট পঞ্চম জর্জ (তৎকালে যুবরাজ ) জয়পুরে আসিয়া সংসারচন্দ্রকে M. v. O. (Member of the Royal Victorian Order) থেতাবে ভূষিত করিয়াছিলেন এবং এই বৎসরেই জয়পুরাধিপতি তাছাকে 颈忆夺了强 “তাজিমী’ বা প্রধান সঙ্গীরশ্ৰেণী ভূক্ত করিয়া র্তাহাকে সম্মানিত করেন । দুই বৎসর পরে, ( ১৯০৭ ) মহারাজ প্রকাশ্লা দরবারে সংসার , চন্দ্রকে “প্রধান মন্ত্রী’ পদে বরণ করিয়া র্তাহার কৃতকার্য্যের পুরস্কারস্বরূপ জায়গির প্রদান করেন । ১৯০৯ খৃষ্টাব্দে নববর্ষারম্ভে ভার ও গবর্ণমেণ্টর সংসারচন্দ্রকে C. I. E. উপাধি প্রদান করেন। সেই বৎসর মার্চ মাসে ভারত গভর্ণমেণ্টের প্রতিনিধি, মৃত্যুশয্যায় শায়িত এই প্রবীণ, প্রভূভক্ত রাজকর্মচারীকে ঈহার গৃহে আসিয়া উক্ত. উপাধি পদক প্রদান করিয়া যোগ্যতা ও কৰ্ম্মনিষ্ঠার প্রতি যথার্থ লম্মান প্রদর্শন করেন । ' - ( ক্রমশ: ), i