পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] “আমাকে ‘আপনি বলিতেছেন, আমি কেন বলিব না ?” “আমি তণ্ডুপযুক্ত লোক নহি । আপনি আমার কোন পরিচয় পান নাই । আমি—”

  • "আপনাকে কি কাল বসন্তোৎসবে দেখিয়াছি ?”

“অসম্ভব নঙ্গে ; উৎসবে আমি গীত গাহিয়াছিলাম ।’’ ইনিই সেই মঞ্জলা ! বেশভূষার সে উৎসবে।fচত পারিপাট্য নাই, মণি-মাণিক্যখচিত সে কাল স্কার-সমাবেশ নাই । কিন্তু গেীরদেঙ্গেব কি অপূৰ্ব্ব লাবণা-ছটা ! শ্বেতকুমুমম!ল্যবিজড়িত দ ধ কেশরাশির কি তরঙ্গায়িত লীলা ! বিদ্যুদগর্ভ স্থির আরক্ত চক্ষুর কি विनब मधून ठूछे ! *:भी ड८rन श्रीब्र नमब्र পাইলেন না, বলিলেন ;–

  • অপনি—আপনা:--” "আমি অতি সামান্ত স্ত্রীলোক ।”
  • আপনার —** মঞ্জুল অতি বিনীত স্বরে বলিল — * আমাকে "আপনি বলিলে আমি অত্যন্ত

দুঃখিত হইব ” আfমীর আপনার পরিচয়—” “আমার প্রার্থন ?” ‘তাঁহাই হউক । —তোমার পরিচয়, গুণকাহিনী আমাকে বলয়াছেন । আপনি প্রসিদ্ধ বিদুষী এবং গুণবতী । আমার দুর্ভাগ্য, আমি ইতিপূৰ্ব্বে কোন দিন আপনার— তোমার গৃহে আসিয়া তোমার সঙ্গে অtলাপ করিবীয় স্বখেয় অধিকারী হই নাই । সে দিন মামুষের অবশু কর্তব্য অতি সামান্ত কাজ 8 বন্ধু অসঙ্গ সেন মহাশয় উৎপল *چے Sb"> করিয়া যদি তোমার কৃতজ্ঞতা-ভাজন হইয়া থাকি, তবে আমি বড়ই ভাগ্যবান ।” “সে দিন আপনি উপস্থিত ন হইলে আমায় যে কি দুর্দশা হুইত, তাহী মনে করিতে ভয় গুয়, আপনি চিরকালের জন্ত আমাকে ঋণী করিয়াছেন। সে দিন আমি নিজ পরিচয় দিতে সাহস পাই নাই, আমার সে অপরাধ অবশু ই ক্ষমা করিবেন ।” “ অপরিচি ত পুথিকে ব্ল নি কুট মাত্ম প্রকাশ না করলে কি কোন রমণীর অপরাধ হয় ?” ‘ অ’মাকে হৃদয়হীন অকৃতজ্ঞ মনে করিবেন না ; এতদিন আমি কোন স্থযোগ পাই নাই । তাছার পর রাজাধিরাজের মৃগয়াযাত্রীর দিন ভিক্ষু উপ গুপ্তের কৃত অপরাধের জন্স নগরপাল আপনাকে ও বন্দী করিয়া লইয়া যায় । সমস্ত নগরবাসী আপনার বিপদে অতি গুঃখিত কইয়াছিল । আপনার সুকৃতি বলে আপনি রক্ষা পাইয়াছেন ।” “আমি যে কেমন করিয়া কাহার অনুরোধে অব্যাহতি পাইয়াfছ, তাহ! এখনো জানিতে পারি নাই । ধৰ্ম্মপাল মহাশয়ের সঙ্গে আমার বিশেষ পরিচয়, তিনি আমাকে সৰ্ব্বদা অনুগ্রহ করিয়া থাকেন । কিন্তু অনেক অনুনয়ে, অনেকের অনুরোধে ও প্রথম দ্বিন তিনি আমাকে মুক্তি দেন নাই । তৃতীয় দিন কেন যে হঠাৎ আমার মুক্তিলাভ হইল, আমি তহি! এখনো জানিতে পারি নাই ।”

  • আপনি নিরপরাধী, ধৰ্ম্মপাল মহাশয় তাছ। বুঝতে পারিয়াই বোধ হয় শেষে আপনাকে মুক্তি দিয়াছেন । আপনার মুক্তিতে আমরা কত অনিন্দিত হুইয়াছি --অম্ভ কোন উপায় না দেখিয়া শেষে আজ অতি সাহসে