পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৪৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ઉપજીર বিবেকের তুলাদণ্ডে সে ফু’জনকে তোল করিতে বসিল । মিরিয়েল ব্যতীত আর কেহ বুঝি তাঁহাকে এত অবনত করিতে পারিত না ! তখন তন্ময়চিত্ত জীন দেখিতে লাগিল যেন মিরিয়েলের মূৰ্ত্তি ক্রমশঃ উজ্জল হইতে উজ্জ্বলতর, পবিত্র হইতে পবিত্রতর হইয়া ফুটিয়া উঠিতেছে ; আর তাছার নিজের মূৰ্ত্তিখানা ক্রমশঃ স্নান হইতে স্নানতর হইয় পড়িতেছে ; তাহার রক্তমাংসময় দেহটা যেন ছায়ামূৰ্ত্তিতে রূপান্তরিত হইয়া গিয়াছে। দেখিতে দেখিতে সে ছায়ামূৰ্ত্তিও যেন মিলাইয় গেল ; তাহার চক্ষের সম্মুখে শুধু একটি মূৰ্ত্তি—মিরিরেলের মূৰ্ত্তিধানি স্থির নিষ্কম্প ভাবে দীপ্তি পাইতে লাগিল। অভাগার জীবনখানিকে যেন তাহ নবীন মাধুর্য্যে পূর্ণ করিয়া দিল ! 源 源 游 অনেকক্ষণ, অনেকক্ষণ ধরিয়া অভাগ৷ কাদিল; তাহার গণ্ডদেশ বহিয়া তপ্ত ধারাস্রোত ছুটিতে লাগিল । রমণী—চিত্ত দৌৰ্ব্বল্যে, শিশু, ভীতি ব্যাকুলতায়—যেভাবে ক্ৰন্দন করে তাহার অপেক্ষা ও অধিক আবেগে সে কাদিতে লাগিল । কঁদিতে কঁাদিতে তাহার চিত্তের অন্ধকার কাটিতে লাগিল ; সে আলোকমুত্তি প্রখর বঙ্গদর্শন [ ১৩শ বর্ষ, কীৰ্ত্তিক, ১৩২০ ভেজে, তীব্র উন্মাদনায় তাহার অন্তঃস্তলকে ওতপ্রেতি ভাবে অধিকার করিয়া বসিল । তাহার অতীত জীবন, প্রথম পাপানুষ্ঠান, মুদীর্ঘ কারাবাস, তাহার ভীষণ বহিরাকৃতি, কঠোর অন্তঃপ্রকৃতি, প্রতিহিংসা-সুখ-সম্ভাবনামধুর কারামুক্তির কথা, মিরিয়েলের আবাসে ঘটনাপরম্পর, তাহার তেমন ক্ষমার পরও জারভিসের মুদ্রাপহরণ, এ সমস্তই একে একে তাহার মনে জাগিতে লাগিল ; কি এক অচিন্ত্য অনমুভূতপূর্বক ভাবে নিজের खोदनप्लेI८क भूडिशक्रभञ्च, श्राग्नtरू उग्राबङ বলিয়। তাঁহায় মনে হইতে লাগিল । তবুs যেন সে জীবনে সে আত্মায় একটা প্রশান্ত আলোকের প্রতিবিম্ব পড়িতেছিল ! যেন স্বর্গের আলোকে শয়তানের মূৰ্ত্তিখান সে দেখিতেছিল । কতক্ষণ সে কাদিল ? তার পর সে কি করিল ? কোথায় সে গেল ? কেহ তাহা জানে না । এইমাত্র শুধু আমরা জানি বে, শেধরাত্রে যখন ডি-সহরের মধ্য দিয়া রাত্রের ডাকগাড়ীখানা যায় তখন শকটচালক একজন লোককে, বিয়েভু মিরিয়েলের दाफ़ौब्र रुश्वि1cब्र माछेत्र थ१ङ इहेब्र श्रक्लिग्ना থাকিতে দেখিয়ছিল । ( ক্রমশ ) শ্ৰীসুধীরচন্দ্র মজুমদার ।