পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৪২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম সংখ্যl ] দিন তিনি স্বপ্ন দেখিলেন, নিমাই নিখামুণ্ডন করতঃ অদ্ভুত সন্ন্যাসী বেশে কৃষ্ণনাম করিতে করিতে উন্মত্ত ভাবে নৃত্য করিতেছেন, অদ্বৈতাচাৰ্য্য প্রভৃতি 2পঞ্চবগণ ইহাকে বেষ্টন করিয়া কাৰ্বন করিতেছেন, নিমাই থাকিয়া থাকিয়া বিষ্ণুপট্রায় উপবেশন করতঃ সকলের মস্তকে চরণ প্রদান করিতেছেন এবং ব্ৰহ্ম ও মহাদেব “জয় শচীনন্দন” বলিয়। তাহার স্তবগান করিতেছেন। অতঃপর লক্ষ লক্ষ লোক সমষ্টিপ্যাহারে নিমাই নগরে নগরে ঘুরিয়৷ বেড়াইতে লাগিলেন ; কোট কণ্ঠনিঃস্ব ত হরিপ্বনি প্রতিধ্বনিত হইতে লাগিল। অবশেষে সেই বিশাল জনসংখ্যা লইয়া নিমাই নীলাচলে গমন করিলেন। স্বপ্নদর্শনে আতঙ্কিত হইয়া জগন্নাথ পত্নীকে স্বপ্নবৃত্তান্ত জ্ঞাপন শচী হিকে প্রবোধ দিয়া কহিলেন -বিদ্যারসই আজকাল নিমাহর ধৰ্ম্মে পরিগণিত হইয়াছে। বিদ্যা ছাড়িয়া নিমাই যে সুন্নাস অবলম্বন করিবে-ইহা গগনমণ্ডলে করিলেন । সgবপর নহে । ● छू छौश यवTांप्न পিতৃবিয়োগ ও বিদ্যাশিক্ষা এইরূপ কিছুদিন অতিবাহিত হইলে নিমাইএর একাদশবর্ষ লয়ঃ ক্রমকালে পুর্ণ ও শোকসাগরে নিক্ষেপ কfরয়। জগন্নাথ মিশ্র স্বর্গারোহণ করিলেন। পিতৃশোকে নিমাই নিরতিশয় কাতর দুই৷ পড়িলেন, পতি প্রাণী শচী কেবল নিমাইর মুখ দেখইয়াই স্বামাবিরহ সহ করিলেন । এখন Wo) নিমাই-চরিত্র ৪২৩ পিতৃহীন বালকের সেবা ভিন্ন তাহার অন্য কাৰ্য্য রহিল না। পলকের জন্য নিমাই তাহার দৃষ্টপথের বাহির হইলে শচী আকুল হইয়া পড়িতেন। নিমাইও এখন হইতে অত্যধিক যন্ত্রের সহিত পতিবিরহকাতরা জননীর সেবা করিতে লাগিলেন, এবং নানা অশোর কথা শুনাইয়। তাহার ক্ষত হৃদয়ে সত্ত্বনা দিবার চেষ্টা করিতে লাগিলেন । ক্রমে পিতৃশোকের তীব্রতা হ্রাসপ্রাপ্ত হইল, সঙ্গে সঙ্গে নিমাইর স্বাভাবিক ক্রোধ প্রবণতা বুদ্ধি প্রাপ্ত হইতে লাগিল । স্বামীহীন। শচীর আর্থিক অবস্থা স্বচ্ছল ছিল ন। কিন্তু নিমাই যখন যাহা চাহিতেন, তাহা ন পাইলে আর রক্ষী থাকিত না । নিমাই ক্রুদ্ধ হইলে আপনার উপর কর্তৃত্ব সম্পূর্ণরূপে হারাষ্টয় ফেলিতেন, তখন ধরদ্বার সমস্তই ভাঙ্গি৮ ফেলিতে যাইতেন। একদিন গঙ্গাস্বানে যাইবার সময় নিমাই গঙ্গাপূজার্থ জননীর নিকট মালা ও চন্দন চাহিলেন । গুহে মালা ছিল না । জননী কহিলেন “ক্ষণেক অপেক্ষা কর। মালাকরের পী হইতে মালা আনিয়া দিতেfছ ।" ...এখন মালা আনিয়া তারপর আমাকে দিবে’ বলিয়। ক্রুদ্ধ নিমাই গৃহে প্রবেশ করতঃ গৃহস্থিত যাবতীয় তাণ্ড লাঠির আঘাতে ভাঙ্গিঃ ফেলিলেন । १श् भtशा १४न, धूड, श्, छर्डिन, कrfP প্রভৃতি ই গুস্থতঃ বিক্ষিপ্ত হইয়া পড়িল । ঘরে যত বস্ত্র ছিল, নিমাই সমস্ত থও খণ্ড কলিয়। ছিন্ন করলেন। কিন্তু ইহাতও গুলির ক্ৰোধোপশম হইল না। অবশেবে