পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম সংখ্যা পড়িয়াছিল। কিন্তু অধ্যয়ন কালে নিমাইএর অমান্বষী প্রতিভার নিকট রঘুনাথের প্রতিষ্ঠা মলিন হইয়া পড়িয়াছিল। কথিত আছে—একদিন এক বৃক্ষতলে বসিয়া রঘুনাথ এক জটাল প্রশ্নের সমাধানে নিবিষ্ট চিত্তে ব্যাপৃত ছিলেন। বৃক্ষশাখাস্থ পক্ষিগণ তাহার গাত্ৰে মলত্যাগ করিয়াছিল, রঘুনাথ তাহা জানিতে পারেন নাই। এমন সময় নিমাই গঙ্গাস্নান করিয়৷ সেই পথে গৃহে ফিরিতেছিলেন। পক্ষিমলাচ্ছন্নদেহ রঘুনাথকে দেখিয়া নিমাই তৎসমীপে গমন করতঃ স্বীয় অদ্বৈবস্ত্রের দুই চারি ফোট। জল র্তাহার পৃষ্ঠে নিক্ষেপ করিলেন। রঘুনাথের চৈতন্য হইল। তথন নিমাই তাহার চিন্তার বিষয়ুটী কি জানিতে চাহিলেন। রঘুনাথ প্রথমে অবজ্ঞার সহিত র্তাহার প্রশ্ন উড়াইয়া দিয়াছিলেন ; কিন্তু অবশেষে প্রশ্নট শুনিয়া নিমাই যখন অবলীলাক্রমে তাহার যথাযথ মীমাংসা করিয়া দিলেন, তপন তিনি বিস্ময়ে নিৰ্ব্বাক হইয়া রহিলেন। তদবধি চিরকালই রঘুনাথ নিমাইকে যথেষ্ট শ্রদ্ধা করিতেন। ন্যায়শাস্ত্র সমাপ্ত করিয়া নিমাই স্তায়ের একখানি টপ্পনি লিখিলেন। রঘুনাথ শিরোমণিও ঠিক এই সময়েই স্তায়ের টীকা রচনা করিতেছিলেন। কথিত আছে – রঘুনাথও নিমাই একদিন গঙ্গাপার হইতেছিলেন। কথোপকথনকালে নিমাই-কৃত টীকার বিষয় অবগত হইয়। রঘুনাথ বুঝিতে পারিলেন , নিমাইর টীকার পরে তাহার নীকার প্রচার পণ্ডশ্রম মাত্র হইবে। রঘুনাথের কাতর মুখচ্ছবি ও হতাশ উক্ত শুনিয়া নিমাই-চরিত্র 8ミ@ निशांहेब कक्र१ झलग्न वाषिष्ठ श्ल ७ष६ স্বকীয় টীকা তিনি তৎক্ষণাৎ গঙ্গাগর্ভে নিক্ষেপ করিলেন। তদবধি নিষ্ফল বলিয়া নিমাই স্থায়ুশাস্ত্রের চর্চা পরিত্যাগ করিলেন। চতুর্থ অধ্যায় বিবাহ, অধ্যাপনা, বায়ুরোগ, দিগ্বিজয়ী तृिछग्न বল্লভাচার্য্য নামে নবদ্বীপে এক সুব্রাহ্মণ বাস করিতেন। লক্ষ্মীনায়ী তাহার এক লক্ষ্মীস্বরূপ কন্য। ছিল । একদিন স্নানকালে গঙ্গার ঘাটে লক্ষ্মীকে দেখিয়া নিমাই মনে মনে তাহার প্রতি অনুরক্ত হইয়া পড়েন। ইহার কিছুকাল পরে বলমালী নামক এক ঘটক শচীদেবীর নিকট গমন করতঃ লক্ষ্মীর সহিত নিমাইএর বিবাহ-সম্বন্ধ উথাপিত করিলেন। কিন্তু তখনও পুত্রের বিবাহ দিবার জন্য শচী উংসুক হয়েন নাই । ঘটকের কথা শুনিয়া তিনি উত্তর করিলেন “আমার বালক পিতৃহীন ; এখনও তাহার পাঠ সমাপ্ত হয় নাই, আগে তাহার পাঠ সমাপ্ত হউক, পরে বিবাহ হইবে।” বনমালী বয4 মনে ফিরিয়া যাইতেছিলেন, পথে নিমাইএর সহিত সাক্ষাৎ হইল। বনমালীর নিকট জননীকর্তৃক তাহার প্রস্তাব-প্রত্যাখ্যান-ব্যাপার অবগত হইয়া নিমাই গৃহে প্রত্যাগত হইলেন এবং হাসিয়া জননীকে জিজ্ঞাসা করিলেন “ঘটকের সহিত ভালরূপ সম্ভাষণ কর নাই কেন ?" পুত্রবৎসল। শচী নিমাইর অভিপ্রায় বুঝিতে পারিলেন, এবং অবিলম্বে বনমালীকে ডাকিয়া প্রস্তাবিত