পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৫৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম সংখ্যা ] তাহাতে যে এ, সমুদায়ই একেবারে বিপৰ্য্যস্ত হইয়া शहै:र,–७ সকল কথা সকল লোকে ভাবিত্বে বা বুঝিয়া উঠিতে পারিল না। এমন কি কেহ কেহ সেই বোমাষড়যন্ত্রের মধ্যে কেবল গুটিকতক শুদ্ধচরিত্র, স্বদেশ-প্রাণ যুবকের অসাধারণ আত্মোৎসর্গের সংকল্পই দেখিল। আর এই সকল যুবকের গুরুতর অপরাধে অতিযুক্ত হইয়াও যখন অকুতোভয়ে আপনাদের অপরাধ মুক্তকণ্ঠে স্বীকার করিল, স্বজনবর্গের সর্ববিধ অনুরোধ-উপরোধ উপেক্ষ করিয়া, কোনও প্রকারে মিথ্যা-প্রবঞ্চনার আশ্রয়ে আপনাদিগকে বাচাইবার চেষ্টা করিতে রাজী হইল না ; প্রাণদণ্ডের বিভীষিক মাথায় লইয়। দীর্ঘকাল কারাবাসেও যখন ইহাদের স্থৈৰ্য্যের বা সংযমের, প্রশান্ততার বা প্রসন্নতার একটুও লাঘব হইল না ; তখন কোনও কোনও অসম্যকদশী লোকে হয় ত এই সকল যুবকগণের ব্যক্তিগত চরিত্রে মুগ্ধ হইয়া, তাহারা যে অপরাধ করিয়াছিল, তাহার গুরুত্বের যথাযোগ্য পরিমাণ করিতে অক্ষম হইয় পড়িল । আর এই সকল কারণেই পাঁচবৎসর পূৰ্ব্বেকার বোমার উৎপাতের বিরুদ্ধে যে প্রকাগু প্রতিবাদ হইয়াছিল, তাহাতে যেন আজিকার গভীর আন্তরিকত| দেখা यांग्न माहे । আজ এ সকলই পরিবৰ্ত্তিত হইয়া গিয়াছে। বহুদিন পরে, একজন সম্যকদশী নীতিজ্ঞ বা ভারত-শাসনভার গ্রহণ করিয়া, দেশের প্রতিষ্ঠিত রাজশক্তির সঙ্গে Statesman ভারতের ভবিষ্যৎ ও লর্ড হার্ডিঞ্জের শাসন-নীতি ©ᎦᏔᏬ নবোথিত প্রজাশক্তির একটা সঙ্গতি ও সামঞ্জস্ত সাধনের পথ ধরিয়া চলিতেছেন। সকলে না হউক, দেশের লোকনায়কগণের অনেকেই স্বল্পবিস্তর এ কথাটা বুঝিয়াছেন ও বুঝিতেছেন । লাট হার্ডিঞ্জের শাসননীতি কোন মুদুর লক্ষ্যের’সন্ধানে চলিয়াছে, অনেকেই হয় ত এখনও তাহ ভাল, করিয়া ধরিতে পারে নাই। লাট হার্ডিঞ্জের প্রাদেশিক স্বাতন্ত্র্যনীতি যে লাট রিপণের স্বায়ত্ত শাসন-নীতি অপেক্ষা কত গভীর ও কত উদার-—এই নীতির যথাযোগ্য অনুসরণের উপরে ইংলণ্ডের, ভারতের ও সমগ্র ব্রিটিশসাম্রাজ্যের, এমন কি, সমগ্র সভ্যজগতের, ভবিষ্যৎ শান্তি ও উন্নতি কতটা পরিমাণে যে নির্ভর করিতেছে—লাট হার্ডিঞ্জ যে এই নীতির মধ্যে ভারতের স্বারাজ্যআকাজক্ষার সঙ্গে ব্রিটিশের সাম্রাজ্য-সম্পদরক্ষার একটা চিরন্তন সঙ্গতি ও সামঞ্জন্তের স্বত্রপাত রিয়াছেন,—এ সকল কথা আতি অল্প লোকেই বুঝিয়াছেন বলিয়া মনে হয়। কিন্তু হার্ডিঞ্জ-নীতির নিগূঢ় মৰ্ম্ম যাহার বুঝিতে বা ধরিতে পারেন নাই, তাহারাও

  • এই নীতিপ্রভাধে লিগত আটদশ বৎসরের দুঃস্বপ্নটা যে ক্রমে ভাঙ্গিয়া যাইতেছে, ইহা

সুস্পষ্টরূপেই অনুভব করিতেছেন। লাট মিণ্টোর আত্মঘাতিনী নীতি যে পরিত্যক্ত হইয়াছে,—প্রকৃতিপুঞ্জের বিক্ষিপ্ত চিত্তকে উদ্যত রাজদণ্ড দেখাইয়া শান্ত সমাহিত করা অসাধ্য, ইতিহাসের এই সাৰ্ব্বজনীন অভিজ্ঞতাকে লক্ষ্য করিয়া লাট হার্ডিঞ্জ ষে গ্রজাতাড়ন চেষ্টা পরিহারপূর্বক প্রজারঞ্জন