পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&е о ভাব, ভাষা ও ছন্দ লইয়া মৈথিল কবি বিদ্যাপতির ও বাঙ্গালী কবি চণ্ডীদাসের জাগরণ। গীতগোবিন্দের মত মধুর না হইলেও, ভাষা ও ছন্দ বিদ্যাপতির পদাবলীতে কম সমৃদ্ধ নহে, নিতান্ত কম মধুরও নয়। কিন্তু বিদ্যাপতির ছন্দ্ব যে গীতগোবিন্দের ছন্দের অমুকরণে স্বল্প হইয়াছে এ বিষয়ে মতভেদ হইবে না। রতিমুখসারে গতমভিসারে মদন মনোহর বেশম্। ন কুরু নিতস্বিনি গমন বিলম্বন মন্ত্রসর তং হৃদয়েশম্। ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী ৷ নামসমেতং কৃতসঙ্কেতং বাদয়তে মৃদ্ধ বেণুম বহু মনুতে তনু তে তনু সঙ্গত পবন চলিত মণি রেণুম্। এই গীতের ছন্দই বিদ্যাপতির হস্তে কবরী ভয়ে চামর গিরি লন্দরে মুখ ভয়ে চাদ আকাশে হরিণী নয়ন ভয়ে, স্বর ভয়ে কোকিল গতিভয়ে গজ বনবাসে । ‹ባኞኛ অপরূপ রূপ মনোভব মঙ্গলু ত্ৰিভুবন বিজয়ী মালা। মুনার বদন চারু অরু লোচন কাজরে রঞ্জিত ভেলা । ইত্যাদি ছন্দে পরিণত হইয়াছে। স্তন বিনিহিতমপি হারমুদ্রারম্। মা মন্ত্র তে কৃশতমুরিব ভারম্ ॥ রাধিক বিরহে তব কেশব । সরসমস্বর্ণমপি মলয়জ পঙ্কং। পগুতি বিষমিব বপুৰি সশঙ্কম্ ॥ বঙ্গদর্শন [ ১২শ পর্ষ, মাঘ, ১৩১৯ জয়দেবের এই মধুর ছ্যই রূপান্তরিত হইয়া বিদ্যাপতির অনেকগুলি পদাবলীতে প্রকাশিত হইয়াছে—যথা ( ১ ) শুন শুন মুগধিনি মঝু উপদেশ । হাম শিখায়ব চরিত বিশেষ ॥ (২) এ ধনি কমলিনী শুন হিতবাণী । প্রেম করবি অব সুপুরুষ জানি ॥ সুজনক প্রেম হেম সমতুল। দহিতে কণক দ্বিগুণ হয় মূল ॥ (৩) শুন শুন এ সখি বচন বিশেষ। আজু হাম দেয়ব তোহে উপদেশ ॥ পহি গছি বৈঠবি শয়নক সীম। হেরইতে পিয়ামুখ মোড়বি গীম। (৪) অাওল ঋতুপতি রাজ বসন্ত। ধাওল অলিকুল মাধবী পন্থ ॥ (৫) এ কে ধনী কমলিনী সহঙ্গহি ছোট। করে ধরইতে করে করুণা কোটী ॥ এইরূপ জয়দেবের আরও অনেক ছন্দ, অন্ততঃ ছন্দের বনি, বিদ্যাপতির পদাবলীতে প্রবেশ লাভ করিয়াছে। কথিত আছে যে, জয়দেবের কবিতার অনুকরণ করিয়া . কবিশেখর বিদ্যাপতি “নবজয়দেব" উপাধি লাভ করিয়াছিলেন। নবজয়দেব ভণিতাযুক্ত পদাবলী বিদ্যাপতির রচিত বলিয়া স্থিরীকৃত হইয়াছে। * জয়দেবের গীতগুলি যেমন শুধু, সুর ও তালের উপর প্রতিষ্ঠিত নহে, ছন্দাত্মকও বটে, যতি ও মাত্রার উপরও অনেক পরিমাণে নির্ভর করে, বিদ্যাপতির পদাবলীও ঠিক সেইরূপ। ইহারা গীত হইলেও কেবল গান নহে, কবিতাও বটে। বিরাম, যতি,

  • পরিষদ সম্পাদিত বিদ্যাপতির পদাবলী।