পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ংখ্যা । ] অনুরোধ করিলেন। কেন না, তিনি বলিলেন যে, ইব্রাহিম যদি সংজ্ঞালাভ করিয়া এই সকল দেখিতে পান, তাহা হইলে তিনি বাস্তবিকই মারা পড়িবেন এবং তাহ সার সত্যের আলোচনা । ఇ సిని প্রয়োগ করিবার স্বল্পক্ষণেরই মধ্যে রোগী উঠিয়া বসিলেন। ক্রমে সম্পূর্ণ আরোগ্য লাভ করিয়ু তিনি অনেকদিন জীবিত ছিলেন। অবশেষে বহুকাল পরে তিনি ঈজিপ্ট ৪ ইষ্টলে তাহাকে রক্ষণ করা তাহার পক্ষে প্যালেষ্টাইনের শাসনকর্তৃরূপে প্রেরিত অসাধা হইবে। তৎপরে শালেহের ঔষধ- হন । এই ঈজিপ্টেই তাহার মৃত্যু হইয়াছিল। অধ্যাপক । শেষ দেখা । O—— অস্তিম দিনেতে যবে আত্মীয়স্বজন সবে শেষ সজ্জ করবেন মোর, দেখিবেন রহিয়াছে নীরব বুকের কাছে তব কেশে গাথা এক ডোর । সে দিন হে প্রিয়তম তুমি এসে গৃহে মম, শেষ দেখা দেথে যেয়ে ত৭, যেই দিন শুভক্ষণে মরণের আগমনে পুরাতন হবে অভিনব । সার সত্যের আলোচনা | আত্মজ্ঞান । এক ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করিলাম — “দেবদত্তের সহিত আপনার পরিচয় আছে ?” তাহার উত্তরে তিনি বলিলেন -“দেবদত্ত্ব আমারই নাম।” অর্থাৎ-কিনা দেবদত্ত্বের সহিত র্তাহার খুবই পরিচয় আছে, যেহেতু তিনিই দেবদত্ত এবং দেবদত্তই তিনি। ইহাতে প্রকারান্তরে বলা হইল - এই যে, প্রতিজনেরই আত্মা আপনার নিকটে সুপরিচিত ; কেন না, চলিত ভাষায় যাহার নাম