পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৯২ बछझधमि । [ ২য় বর্ষ, পৌষ । হইয়াছিল, রূপগর্কের জন্ত কাঁহার সুন্দর দেহ কুৎসিত হইয়া গিয়াছিল, এই সমস্ত কথাতেই পুথিখানি পরিপূর্ণ । সেই পুথির অন্তর্গত একটি প্রবন্ধের প্রতি র্তাহীর মনোযোগ বিশেষরূপে আকৃষ্ট হয়। সেই প্রবন্ধটি এই ৪ – “একজন নিরস্বীকৃত ব্যক্তির অত্যাশ্চর্য প্রামাণিক ইতিহাস ।” সেই প্রবন্ধে এইরূপ বিবৃত হইয়াছে – একজন মঠ-সন্ন্যাসী ব্রহ্মচর্য্যব্ৰত ভঙ্গ করায় সেই পাপের শাস্তিস্বরূপ, তাহার শরীর হইতে কঙ্কাল বাহির করিয়া লওয়া হয় । এইরূপ অস্থিশূন্য অবস্থায় সমস্ত উদাম বাসনার বশবৰ্ত্তী হইয় তাহাকে অনেকবৎসর কাল জীবনধারণ করিতে হইয়াছিল । কেন না, সেই পাণ্ডুলিপির লেখক বলেন, মনুষ্যের চিস্তাবল ও ইচ্ছাশক্তির উপর দেহস্থ অস্থিসমূহের বিলক্ষণ প্রভাব আছে । তিনি আরও বলেন, এইরূপেই মনুষ্য এই পৃথিবীতেই কিয়ৎপরিমাণে নরকযন্ত্রণ ভোগ করিয়া থাকে। অধ্যাপক, অনেকদিন হইতে এই সকল অস্তুত সিদ্ধাস্তের কোনরূপ যুক্তিসঙ্গত ব্যাখ্যা আবিষ্কার করিতে না পারিয়া, বিরক্ত হইয়া পুথিখানি বন্ধ করিলেন । বিশ্রামের আবশুকতা অনুভব করিয়া, তিনি র্তাহার ক্ষুদ্র গৃহ হইতে বাহির হইলেন। সেই প্রদেশে কৃষকদিগের একটি সরোবর ছিল, সেই সরোবরের ধারে তিনি নিত্য বেড়াইতে যাইতেন । কুসংস্কারপন্ন কৃষকের সেই সরোবরটিকে ‘মোহিনীর সরোবর’ বলিত। এইখানে, অধাপকমহাশয়, উৎপাটিত ‘উইলো গাছের গুড়ির উপর বসিয়া, নিশ্চলভাবে, নিবিষ্টচিত্তে ,অনেকক্ষণ ধরিয়া মাছ ধরিতেন। এইরূপ আত্মবিনোদন অধ্যাপকের পক্ষে অদ্ভুত বৃটে । একে তো, অধ্যাপক এ পর্য্যস্ত একটি মৎস্তও ধরিতে পারেন নাই ; তাতে আবার ঋতুসুলভ শীত ও বিষাদের প্রভাব অতিক্রম করিতে না পারিয়া, ক্রমশ তিনি বিষাদময় চিত্ত্বাসাগরে নিমগ্ন হষ্টয়া পড়িলেন। শরৎকালের সায়াহু ; বিজন পল্লীগ্রামে ইহারই মধ্যে শীতের কাপুনি আরম্ভ হইয়াছে। বৃষ্টিজলে সরোবরটি ঈষৎ পীতবর্ণ হইয়া গিয়াছে ; এবং স্বল্প অবগুণ্ঠনের ন্যায় সরোবরের জল কুয়াশায় আচ্ছন্ন হইয়াছে। উচ্চ পাড়ের উপর, শাখা-পল্লব-বিরস্থিত বৃক্ষগণ স্বীয় গুরুত্ব হারাইয়া যেন সেই স্বচ্ছ কুয়াশায় ভাসিতেছে । তত্রস্থ জনহীন মাঠগুলি একেবারে নিস্তব্ধ । কখন-কখন দুই-একটি দাড়কাক আসিয়া ইতস্তত বসিতেছে। অধ্যাপক, প্রকৃতির এই বিষঃভাবে অভিভূত হইয়া পড়িলেন। বিষাদের চিস্তাজাল আসিরা যেন তাহাকে চারিদিকৃ হইতে ঘিরিয়া ফেলিল। তিনি যেন একপ্রকার বিষাদের বিলাস অনুভব করিতে লাগিলেন ; স্বীয় অতীত জীবনের আশ্রময় দিনগুলির স্মৃতিপ্রবাহে আপনাকে অসংযতভাবে झांफुिब्र निष्णन । ५थन बांश-किङ्ग ॐांशत्र দৃষ্টিপথে পতিত হইল, সমস্তই ধেন তাহার যৌবনের স্থতির সহিত মিশিয়া बाहेरउ शांशिल। शक छुक्रश्नन्नर्वज्ञ मrश থাকিয় তাহার মনে হইতে লাগিল, ৰেন ॐांझाँग्न ८गोबरनङ्ग नकण ब्षिण चश्न-कईd