পাতা:বঙ্গদর্শন নবপর্যায় পঞ্চম খণ্ড.djvu/৫৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ সংখ্যা। ] দুভিক্ষপীড়িত ভারতে। ☾vᎸ ও কীর্তনের আনন্দগীতি অনন্ত আকাশ স্পর্শ করিবার জন্ত উখিত হইত, আজি তাহা শৃগালপেচকের ধ্বনিতে মুখরিত। যাহার পল্লীললনাগণ স্বদেশী বস্ত্রের অন্তরাল হইতে আপনাদের লাবণ্যfযকাশ করিয়া দেবীমূৰ্ত্তিরূপে বিরাজ করিতেন, আজ বিদেশীবস্ত্রে তাহারা আপনাদের কর্কশকায় অtবরণ করিবার জন্ত ব্যঞ্জ ! ধtছার প্রত্যেক নগরে ও গ্রামে হাস্তমুখ অধিবাসিগণ স্বস্ব জাতি ও সম্প্রদায়ামুমোদিত কৃষি, শিল্প ও বাণিজ্যে স্বচ্ছন্দচিত্তে বাস করিত, এক্ষণে তাহার সর্বত্র, উদরারের সংস্থানের জন্ত হাহাকারের রোল উঠিতেছে ! আজি জীবনসংগ্রমে সকলেই আহত । কোথায় vস স্বাস্থ্য, কোথায় সে শান্তি, কোথায় সে কল্যাণ ! আজি সোনার বাংলা শশানভূমি ! কেন এমন হইল, আমরা পরে তাছার উল্লেখ করিতেছি । 酸 † শ্ৰীনিখিলনাথ রায়ু । .-ബ് দুভিক্ষপীড়িত ভারতে। SAASAASAASAAASJAAA SAAAAA AAAASAAAA দুর্ভিক্ষের গান । গ্রামের প্রবেশপথে রাস্তার চৌমাথায় কতকগুলি শিশু —কতকগুলি ক্ষুদ্র নরকঙ্কাল বলিলেও হয়—জুই হাতে আপনাদের উদয় ধরিয়া একটা-কি গান গাহিতেছে, অথবা চীৎকার করিয়া কি বলিতেছে। উহাদের উদর ভিতরদিকে ভয়ানক ঢুকিয় গিাছে ; চামড়ার খালি বোতলের মত কুঁচকির চুপুসিয়া গিয়াছে ; বড় বড় চক্ষু – কেন . এত দুঃখযুদ্রণ সহিতে इ३८उtछ्। তাৰিয়াই যেন বিস্ময়বিশ্বব্লিউ । এই গানের পূর্ণ প্রচও তা হৃদয়ঙ্গম’ করিতে হইলে উত্তরপশ্চিমাঞ্চলে যাইতে হয়, ब्रांछझांरम शाहेtङ इग्न-८षथॉन, ७६ ५** মুষ্টি চাউলের অভাবে শতসহস্ৰ লোক মৃত্যুমুখে পতিত হইতেছে। এই গুহা হইতে সেই সব স্থান প্রায় দেড়শতক্রোশ দূরে। এই প্রদেশে,—মৃত বন, মৃত জঙ্গল, সমস্তই মৃত । যে বৃষ্টি পুৰ্ব্বে আরবসাগর হইতে প্রেরিত হইত, কিয়ুৎবৎসর হইতে তাহার অভাব হইয়াছে, অথবা উহা ভিন্নপথে চলিয়া গিয়াছে ;–বেলুচিস্থানের भङ्गईगिब्र উপর নিরর্থক ছড়াইল্প পড়িয়াছে। স্রোতস্বিনীত জল নাই ; নদী শুকাইয়া গিয়াছে ; তরুলতা আর হরিৎ পরিচ্ছদ ধারণ কয়ে না । আমি এখন রৎলাম ও ইন্দোরের রাস্ত ধরিয়া রেলপথে দুভিক্ষপ্রদেশে যাইতেছি। এক্ষণে সমস্ত ভারতই লেীহপথে ক্ষতবিক্ষত। যে ট্রেণে যাইতেছি, উহার সমস্ত গাড়িই গ্রাম