পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२88 বঙ্গদর্শন । [ ভাত্র । উপস্থিত ছিল এবং তৃতীয় মুহূর্তে গ-স্থানে উপস্থিত হইল এ কথা সত্য নহে ; তবে নিতান্তই এক যাত্রায় পৃথক্ ফল হয়, ইহা দেখিতেই পাওয়া যাইতেছে। গ্রন্থ-সমালোচনী । - سبحجcسoمحجیسا محے ---- ۔ স্বভাব-সঙ্গীত। প্রহরদেব চট্টোপাধ্যায় রচিত। ২য় সংস্কয়ণ । মুলা ॥• আট আনা । সাহিত্যের হিসাবে, স্বভাবই যথেষ্ট নছে ; তাহা স্বব্যক্ত এবং মুবিন্যস্ত হওয়৷ আবশ্যক। এই সংগীতগুলির ভাব যে স্ব, ইহা অনায়াসেই বলা যায় ; কিন্তু রচনার দোষে এগুলি সাধারণের চিত্ত আকর্ষণ করিতে পাব্লিবে না, এইরূপ আমাদের বোধ হয়। তথাপি দেখিতেছি, ইহার দ্বিতীয় नश्ऋब्र१ श्हेब्रां८छ् । श्रांश्लारमब्र विरुग्र : डूभिকায় লিখিত আছে যে, হরদেব চট্টোপাধ্যায় মহাশয় এক্ষণে পরলোকগত ; তাহার কনিষ্ঠা কন্যা এই স্বভাব-সঙ্গীত পুনঃপ্রকাশিত করিয়াছেন। সুতরাং পুস্তকের এই সংস্করণ, পিতৃপদে কন্সার ভক্তি-পুষ্পাঞ্জলি । এরূপ স্থলে সমালোচনার নিৰ্ম্মম ছুরিকা ব্যবহার আমরা আকৰ্ত্তব্য মনে করি । লহরী। ঐ অবিনাশচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত। মূল্য ১• পাচ সিক। মাত্র । এই কাব্যথানির কাগজ ভাল, ছাপা ভাল, মলাটখানি আরও ভাল । এই ভাল গুলির সমাবেশে কাব্য হইবার সম্ভাবনা থাfকলে, এখানি নিশ্চয়ই কাব্য হইত। তবে ভগবানের এই নিষ্ঠুর নিয়ম যে, ছাপধানার চেষ্টায় কাব্য বলিয়া সামগ্ৰীট তৈয়ার হয় না । সুতরাং, এই পুস্তকখানি যে কাব্য হয় নাই, সে অপরাধ সম্পূর্ণই ভগবানের, অবিনাশবাবুর নহে। তাহার পরিশ্রম ও যত্বের কিছুমাত্র ক্রটি দেখা যায় না। ‘কুরুক্ষেত্র’-নামক কাব্যথও গ্রন্থকার, মাইকেল মধুসূদনকে উপহার দিয়াছেন। সেই উপছার-কবিতায় লিখিত হই, 孤TZ塚 (リー “অক্ষম তুলিতে মধু তুলিয়াছি মোম।” কfবদিগের মধ্যে এরূপ সত্যবাদিতা দুল্লভ । বালিবধ-কাব্য। ঐগুরুতারণ মুখো পাধ্যায় প্রণীত । মূল্য ॥• আট আনা মাত্র । ভাগ্যে মলাটের উপর “কাব্য’ বলিয়া লেখা আছে, নতুবা পুস্তক পড়িয়া কিছুতেই ইহাকে কাব্য বলিয়া মনে করিতে পারিভাম न। 3इकाव्र कि मरन करब्रन cय, इन श्हेप्णहे कोदा हब ? سسسسسسه".O".سسسسسسس