পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম-সংখ্যা । ] মুক্তামালা । vరిe ) রাণী রাগিয়া রাজাকে মুক্ত ফিরাইয়া দিতেন । রাজা আবার তাহাকে সাস্বনী করিয়া বলিতেন, “যতদিন না পাই, ততদিন খুজিব । বাদশাহের বেগমের মালা ও ত একদিনে হয় নাই । আমরা ত এই খুজিতে আরম্ভ করিয়াছি।” কিছুদিন এইরূপে অতীত হইলে, মীরা একদিন রাণীকে কহিল, “রাণীসাহেব, শুনেছ একজন বড় সাধু এসেছে ?” রাণীজির বিশেষ তেমন কৌতুহলের উদ্রেক হইল না, অলসস্বরে কহিলেন, “कल्ले, न !” “সে যে-সে সাধু নর, বড় ভারি মহাপুরুষ । একবার তিনি যমুনাতীরে বসিয়াছিলেন, আকবরবাদশাহ তাহার সহিত সাক্ষাৎ করিতে চাহিয়াছিলেন । একজন নকীব তাঙ্গকে গিয়া বলিয়াছিল যে, বাদশাহ তাহাকে স্মরণ করিয়াছেন । সন্ন্যাসী হাসিয়া বলিয়াছিলেন, ‘আমার সচিত বাদশাহের কি প্রয়োজন ? যিনি বাদশাহের বাদশাহ, আমি তাহার = জনা করি, বাদশাহের নিকট গমন করিবার আমার কিছুমাত্র ইচ্ছা নাই।’ শুনিয়া বাদশাহ স্বয়ং ফকীরের নিকট গিয়াছিলেন । ঠাহাকে দেখিয়া ফকীর গাত্ৰোখান করেন নাই । উঠিয়া আসিবার সময় বাদশাহ যুক্ত করে তাহার নিকট দোয় চাহিয়াছিলেন ।” রাণীর চক্ষু বিস্ময়বিষ্ফরিত হইল । "তাই ত ! এমন সাধুর কথা ত শুনি নাই ।” "শুধু কি তাই! সাধু এক এক সময় ড়িাইয়া উঠিয়া আকাশের দিকে চাহিয়া এই কথা থাকেন, আর র্তাহার চারিদিকে আশরফিবৃষ্টি হইতে থাকে। তিনি যদি প্রসন্ন হন ত কি না করিতে পারেন ? রাজা, চাষ, র্তাহার ভেদ নাই, যে র্তাহীকে প্রসন্ন করিবে, তাহার আর কোন ভাবনা থাকে না ।” রাণী বলিলেন, “তিনি না জানি কত গরিব লোকের উপকার করিয়াছেন !” “শুধু কি গরিব লোকের ? যাহারা ধনী, তাহারাই কি যাহা চায়, তাহাই পায় ? রাজা-রাজড়ার ঘরে ও কি অভাব নাই ? তুমি ত রাজরাণী, তবে তোমার মনের মত একছড়া মুক্তার মালা পাওয়া যার না কেন ?” রাণী বিমন হইলেন, কহিলেন, “তা আর কই পাওয়া যায় ?” মীরা বলিল, “সাধু এত লোককে এত দিতে পারেন, ~3° তোমাকে একছড়া মুক্তার মালা দিতে পারিবেন না ?” রাণী সগৰ্ব্বে বলিলেন, “ফকীরের নিকট ভিক্ষা লইব ।” “ভিক্ষা লইতে কে তোমায় বলিতেছে ? সাধু-সন্নাসীর নিকট যাহা পাইবে, শ্রদ্ধাভরে গ্রহণ করিতে হয় । তাহদের নিকট রাজরাণীই বা কে, আর কুটীয়বাধিনীই বা কে ? তিনি যাহা দিবেন, ভক্তিপূৰ্ব্বক লইতে হুইবে ।” “এত বড় মুক্তার মালা তিনি কোথার পাইবেন ?” মীরা হাসিয়া বলিল, “ৰ্তাহীদের মত লোক কোথা হইতে কি পান, তাহাই যদি আমরা জানিব ত আমাদের ভাবনা কি ?”