পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৪৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8૭૨ বঙ্গদর্শন । [ মাঘ । জৰ্ম্মাণের; এখনও আপনাদিগকে সেই পিতা মনুর জ্ঞান লইয়া গমন করিয়ামন্থর সন্তান বলিয়া দাবি করিয়া ছিলেন। কিন্তু আমরা মনুকে বৈরাজ বা থাকেন। এবং সেই মন্থকে আবার বিরাটুতনয় বলিয়া অবগত, তাহারা তাহার টুইস্কোপুত্র বলিয়া অবগত আছেন। १९{| Although without a common name the ancient Germans believed that they had a common origin, all of them regarding as their fore father Mannu the first man the son of god Tuisco. Encyclopedia Britannica. আমরা এই অন্ধকার হইতেই এই আলোকে উপনীত হইতেছি যে, যেমন অাময় মাতা মমুর কথা অবগত নহি, পিতা মন্থর কথাই মৰগত, তেমনই আমাদিগের দেশ হইতে শকসুমুগণসহগামী জৰ্ম্মাণগণও টুইস্কোর আত্মজ বলিয়া বিদিত। তাহাতেই বোধ হইতেছে ইউরোপগত জৰ্ম্মাণের এরূপ এক মমুর কথা অবগত, ছিলেন, वैशत्र निउ बिब्राप्ले नरश्न, हूँश्रक । এদিকে আমরা রামায়ণে দক্ষকে মমুরপিতা বলিয়া বিবৃত দেখিতেছি। টুইস্কো (Tuisco)শব্দ যে দক্ষশব্দের সদ্যোবিকৃতি, তাছাতে কোন সন্দেহই নাই । অতএব জৰ্ম্মাণদিগের মন্ত্র যে আমাদের রামায়ণ ও সামবেদের মাতা মসুর সহিত অভিন্ন, তাহা প্রত্যেক চেতস্বান ব্যক্তিই স্বীকার করিবেন। যদি তাহা স্বীকৃত হয়, তাহা হইলে সায়ণেরও স্থলন ঘটয়াছে, ইহা মনে করিতে হুইবে । ইউমেশচন্দ্র দাস গুপ্ত । চোখের বালি ।

  • {Pécుళ

( ২৯ ) পরদিন ঘুম ভাঙিয়া বিছানা হইতে উঠিবামাত্রই একটি মধুর আবেগে মহেঞ্জের হৃদয় পূর্ণ হইয়া গেল। প্রভাতের স্বৰ্য্যালোক যেন তাহার সমস্ত ভাবনায়-বাসনায় সোনা মাখাইয়া দিল। কি মুন্দর পৃথিবী, কি মধুময় আকাশ, বাতাস যেন পুষ্পরেণুর মত সমস্ত মনকে উড়াইয়া লইয়া যাইতেছে। সকালবেলায় বৈষ্ণৰ ভিক্ষুক খোলকল্পতাল বাজাষ্টa গান জুড়িয়া দিয়াছিল। দরোয়ান তাড়াইয়া দিতে উদ্যত হইগে মহেন্দ্র দরোরানকে ভৎসনা করিয়া তখনি