পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৫৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ-সংখ্যা । ] , উপকথা ? শেষে স্মিত প্রফুল্ল মুখে রামঙ্কশর । দিয়া আপনার শয়ন কক্ষে উপস্থিত হইলেন। শয়ন কক্ষে প্রবেশ করিয়া কাহাকে ও দেখিতে পাষ্টলেন না । এক কোণে প্রাচীন গৃহিণীর একখানি আরসি ছিল, তাহার পারধলেপ প্রায় উঠি গিয়াছিল, সেখানি আলোর নিকট আনিয়া রামশঙ্কর তাহাতে আপনার মুখ দেখিলেন । স্বয়ং বিধাতার বর ; রামশঙ্করের সে কুঞ্চিত ললাট, কোটর গত চক্ষু, শুভ্র ক্র, বিরলদস্ত মুখ আর নাই ! পঞ্চবিংশতিবর্ষের নবীন যুবকের মনোহর শ্ৰী তাহার স্বাবার ফিরিয়া আসিয়াছে । এমন সময় কে যেন বারান। হুইতে জিজ্ঞাসা করিল— “ফিরেছ কি ?” গৃহিণী । রামশঙ্করের ধমনীমধ্যে শোণিত প্রবাহ খরস্রোতে ছুটয় চলিল । তিনি স্নি মুখে চঞ্চলচরণে উঠিয় দাড়াইলেন । বfললেন— “ফিরেছি গে।, এস।” ১ এত রাত, বাগানে না ঘুরিলে কি হয় না ?—সন্ধি, কাশী—” গৃহিণী ঘয়ে প্রবেশ করিয়া স্তম্ভিত হইয়৷ দাড়াইলেন।—এ কে ? মনে পড়ে-পড়ে, স্বপ্নের কথা, বহুদিনের কথা ! রামশঙ্কর ग्निडभूथ कक्षीण5ब्रt१ अ4नग्न झ्हेब्रांकृिष्णन, গৃহিণীকে দেখিয়া তিনিও থামিলেন –এ “কি রূপ ? দন্তহীন, পঙ্ককেশী, জীর্ণশীর্ণগুস্কাঙ্গী— ঠাকুরানীদিদির উপযুক্ত গৃহিণী ! মধুর बॉभङनद्युष्ठांश° उभांब्र कँछ5ातिङ झझेड नl, ইস্তাবলম্বনজ দ্য উত্তোলিত কল্প অবনমিত ©Ꭶ$ হইল । ক্ষণকাল উভয়ে নীরষ—নিম্পনা হুইয়া রহিলেন । বুদ্ধা গৃহিণী স্মৃতিমন্দি রের দ্বার উদঘাটন করিলেন, চিনিলেন ; নবীন বয়সের সেই অভিয়ামরূপ স্বামীকে সাক্ষাতে দেখিয়া তাহার সৰ্ব্বাঙ্গ পুলকপূর্ণ হইয়া উঠিল ; তরুণ স্বামী প্রাচীন গৃহিণীর সেই জীর্ণণীর্ণশুষ্ক বিরূপমূর্তি দেখিয়া চক্ষু মুদ্রি ও কারলেন । গৃহিণী । “কি গো, বসন্ত কি আবার ফিারণ ?—শুষ্ক তরুতে যে নুতন মঞ্জরী ! রাম । কষ্ট নুতন মঞ্জরী ?—বসন্ত ফিরিয়াছে কই ? তখন উভয়ে কথা হইল । বিধাতার বরে যে নুতন বয়স ফিয়াইয় পাইয়াছেন, স্বামী তাহ বলিলেন । তখন বর্ষীয়সী গৃহিণী বলিলেন – “নুতন বয়স পাইয়াছ, নূতন গৃহিণী আন ;– এ বিরূপ মূৰ্ত্তিতে তো আর তোমার তৃপ্তি হইবে না !” রামশঙ্কর রায় উঠিলেন । বলিলেন— “তুমি একটুকু বসে ; আমি আসিতেছি।” রামশঙ্কর বাহিরে “ চলিয়া গেলেন । श्रृंश्ौि बझ-बझकाडा श्हेल विश७, छधू স্মৃতির সাহায্যে মানসচক্ষে মানোদিত, নিজের ষোড়ী যুবতী মূৰ্ত্তি ও কমনীয় কান্তির কথা ভাবিতে ভাবিতে অশ্রুবিসর্জন করিতে লাগিলেন । দ্বিতীয় প্রার্থনা। রামশঙ্কর রায় দ্রুত পদে ফুলের বাগানে সেই স্থানে উপস্থিত হইয়া করজোড়ে কাতরকণ্ঠে কছিলেন –