পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8צלא" देछदुनिं । [ ७é वर्ष, जॉक्मि । জোৎ দিতে ইচ্ছা করেন না-চাষীদের দিবেন। প্রসঙ্গক্রমে একদিন ভগিনীর পুত্রকন্তাদের বিবাহের কথা উঠিলে মা বলিলেন, “বড়মামুষের ঘরে বিবাহ দিতে আমি দিব না। তাতে কত মুখ, সবই ত দেখিলাম। ৩৪ হাজার টাকা আয়ের গৃহস্থের বাড়ীতে বিবাহ দেওয়া ভাল।” ত্ৰৈলোক্য বলিল, “ছ, তা হ’লে ত কাজকাম করিতে হবে!” আমি বলিলাম, “গৃহস্থের ঘরে কাজ করিয়াও যে মুখ, তোমার রাজার ঘরে তাহার কিছুই নাই।” মা পুনরায় কহিলেন, “কোকনেরও বিয়ে বড়মানুষের ঘরে হতে দিব না । বড়মামুষের জামাই হ’লে অস্বাধীন হতে হয় ।” শ্ৰীশ্ৰীশচন্দ্র মজুমদার। শয্যাসভার বক্তৃত৷e স্ত্রী । দেখ, টাকা চাইতে যেন আমার মাখ কাটা যায়—এমূনি স্বভাব আমার যে, আমি কারো কাছে হাত পাততে পারি নে— মরে গেলেও না। আমার নিজের জন্তে হলে—না খেরে মরি, ছেড়া দ্যাকৃড়া পরে’ থাকি, সেও স্বীকার, তবু প্রাণান্তে মুখ ফুটে চাইতে পারি নে। তবুও চাইতে হয় তোমারই জন্তে, না চাইলে ত আর সিকি পয়সা বেরুবে না।—ঐ হ’লো—অমনি চোটে উঠেছ—একটা কথা যদি আমার বলবার জে আছে ! কেন চাই ? তোমারই জন্যে— তোমার যদি মায়-দয়া থাকৃতে,-ছেলেপুলেদের দিকে একবার ফিরে চাইতে,তাহলে কি তাদের এ দুর্দশ হয় ! কি হয়েছে ?—কি বলতে চাই ? ন্যাকা! যেন কিছুই জানেন না ! ভগবান জানেন, যদি আমার হাতে কিছু থাকৃতো ত এক পয়সা কখনো চাইতুম না। কশ্বখনে না। অন্তর্যামী জানেন—টীকা চাইতে আমাক কি কষ্ট হয় ! কি বলছে ? কষ্ট হয় ত চাই কেন ? আহা ! কি কথাই বল্লেন ! মনে কাছ বড় রসিকতাটা করেছ। তোমার মনে যদি একটু দয়ামায়া থাকুতে, তা হ’লে কি আর তুমি অমন আঁতে ঘা দিয়ে ঠাট্টা করতে পার ? আজ যদি আমার হাতে দু পয়সা থাকৃতো ! সব কথায় হাত পা হতে মেয়েদের যে কি লজ্জা হয়, তা তারাই জানে ! মা ! কি ঘেন্না ! দেখ, আজ আর ঘুমুলে চলচে না,-আগে আমার কথাটা শোন, তার পর যত ইচ্ছে ঘুমিয়ো! দেবতা জানেন, আমি ত একরকম বোবা হ’য়েই আছি—তা যদি-বা একটা কথা কইতে যাই, অম্নি তোমার যুদ্ধ আসে । আচ্ছ, বলি আজ মাসটা কি, তা মনে আছে ? আর ছেলেপুলেদের কাপড়ের দিকে একবার

  • Mrs Candle's Curtain Lectures* wool